আবেগের কবিতা || হৃদয়ে জাগ্রত প্রেমসুখ || Original Poetry by @HafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

woman-6961929_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে তেমন কোন ভূমিকা নিয়ে লেখা শুরু করতে চাচ্ছি না কারন আজকে কবিতা শেয়ার করবো, হৃদয়ের ভিন্ন রকম অনুভূতি নিয়ে কিছু ছন্দ সাজানোর চেষ্টা নিয়ে। প্রতিনিয়ত নানা ইস্যু নিয়ে নানা ধরনের মতামত তুলে ধরার চেষ্টা করি। এটা আমার কাছে ভালো লাগে, নিজের ভেতরে জমে থাকা অভিজ্ঞতার অনুভূতিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। মাঝে মাঝে ভালো লাগে আপনাদের মন্তব্যগুলো পড়ে, আবার মাঝে মাঝে হতাশ হয়ে যাই না বুঝে যারা মন্তব্য করেন তাদের লেখাগুলো পড়ে। সত্যি বলতে সবাই সবটা বুঝতে পারে না, আবার বুঝলেও সেটা উপস্থাপন করতে পারে না, এটা আমি বুঝি।

প্রসঙ্গক্রমে একটা কথা মনে পড়ে গেলো কবিগুরু রবী ঠাকুরের, হৃদয়ে সবাই থাকতে চায় কিন্তু সেখানে থাকার যোগ্যতা সকলের থাকে না। সেই রকমই এটা, লেখা অনেকেই পড়তে পারে এবং পড়ে কিন্তু সবাই উপলব্ধিটা সঠিকভাবে প্রকাশ করতে পারে না। সেই যাইহোক, আজকে কবিতাটি একটু ভিন্ন, গতানুগতিকের মতো ছন্দ টানার চেষ্টা করি নাই বরং অনুভূতিগুলোকে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছি মাত্র, হয়তো অতো বেশী ভালো লাগবে না। কিন্তু তবুও আশা করছি আপনাদের নিকট ভালো লাগবে। চলুন তাহলে পড়ে দেখি কবিতাটি-

man-1839604_1280.jpg

হৃদয়ের মাঝে রয়েছে যত
লুকায়িত প্রেমের কথা,
বলতে না পারার যন্ত্রনাগুলো
বাড়ায় শুধু ব্যথা।

দূর হতে ইশারায় কিঞ্চিৎ
আকৃষ্ট করার প্রচেষ্টা,
কভু সে বুঝতে পারে না
নীরবে থাকা ভালোবাসা।

ভালোবাসা হঠাৎ হয় চাঙ্গা
তার হাসি কিংবা শুনে কথা,
নিঃশব্দে বাড়ায় আবেগ
নিভৃতে বিস্তৃত উদ্বেগ।

ভীত হৃদয় থাকে পিছু পিছু
ভিন্ন সুবাস নেয় কিছু কিছু,
চঞ্চলতায় বাড়ে ছন্দমালা
জাগ্রত হৃদয়ে কল্পকথা।

আড়ালে থাকে যে প্রেম
মুগ্ধতায় তৃপ্ত হয় হৃদয়,
চাওয়া পাওয়ার নেই ব্যাকুলতা
স্পর্শের থাকে না আকুলতা।

দূর হতে চায় তার হাসিমুখ
অতৃপ্ত হৃদয়ে জাগ্রত প্রেমসুখ,
ভালোবাসা হৃদয়ের গভীরে রয়
বিরহের যন্ত্রনা নীরবে সয়।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

break .png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

break .png


Sort:  
 11 months ago 

ভাইয়া আপনার কবিগুরু রবি ঠাকুরের কথা মনে পড়ায় আপনি একটা সুন্দর কবিতা আবেগপ্রসূত লিখলেন। একটা জিনিস ভালো লাগলো আপনি নিজের কথাগুলো দিয়ে কবিতাটি লিখেছেন।ভাইয়া কবিতাটি দুর্দান্ত ছিল। কবিতাটি পড়ে ভালই লাগলো। ধন্যবাদ ভাইয়া এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

জ্বী ভাইয়া আপনি প্রতিনিয়ত আপনার মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করেন। নিত্য নতুন বিষয় নিয়ে পড়তেও বেশ ভালো লাগে । তাছাড়া সব সময় আপনার কবিতাগুলো বেশ পছন্দ করি আজকের কবিতাটিও খুব ভালো হয়েছে। ভালোবাসার কবিতা পড়তে ভালো লাগে,যদিও কবিতাটিতে বিরহের ছোঁয়া ছিল ।

 11 months ago 

অনেক ভালোবাসা আছে যেগুলো প্রকাশ পায় না।দূর থেকেই প্রিয় মানুষটিকে দেখে মন কাঁদে।প্রিয় মানুষকে মনের কথাগুলো বলতে না পারা মানুষগুলোর মধ্যে আমি একজন।আমি একজনকে সব সময় দূর থেকে ভালোবেসে আসছি।কিন্তু কখনো তার সামনে গিয়ে বলতে পারিনি আমি তোমাকে অনেক ভালোবাসি।যাইহোক সে কথা আর না হয় নাই বললাম।আজকে আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে ভাইয়া।এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Posted using SteemPro Mobile

 11 months ago 

হৃদয়ের ভিন্ন রকম অনুভূতি নিয়ে চমৎকার একটা কবিতা লিখেছেন ভাইয়া। আপনার প্রত্যেকটা কবিতা অসম্ভব সুন্দর হয়। আপনার এই সুন্দর সুন্দর লেখা কবিতা গুলো দিয়ে কবিতার বই বের করা যাবে অনায়াসে।

 11 months ago 

একটা মানুষের হৃদয় কতোটা রোমান্টিক হতে পারে।যে সে এতো সুন্দর সুন্দর কবিতা লিখেন।আপনার লেখা প্রতিটা কবিতা জাস্ট অসাধারণ।আর আজকের কবিতাটিও চমৎকার হয়েছে।হৃদয়ে সবাই থাকতে চায়,কিন্তু যোগ্যতা সবার থাকেনা।কথাটা কিন্তু বিশাল অর্থ বহন করে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া অনেকে বুঝতে পারে। কিন্তু আবার অনেকে সেই বুঝতে পারাকে ভালভাবে উপস্থাপন করতে পারে না। আবার অনেকে উপস্থাপন করতে পারে কিন্তু ঠিক ভাবে করতে পারে না। একেক জনের বুঝার ধরন একেক রকমের। দারুন অনুভূতি কাজ করেছে আপনার কবিতাটি লেখার সময় বুঝতে পেরেছি। অনেক ভালো লেগেছে আপনার কবিতাটি পড়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য।

 11 months ago 

কবিগুরুর মনে সবাই থাকতে চাইলেও মন তো একটাই তাই একজনই থাকবে। সেখানে অন্য কেউ থাকতে পারবে কি করে 😁। এটা ঠিক যে, আড়াল থেকেই ভালোবাসা সুন্দর, দূর থেকেই প্রিয় মানুষের মুগ্ধতা হৃদয়ে ছড়ায়। সেখানে স্পর্শ করার আকুলতাও থাকে না। বর্তমানে এই স্পর্শ করার আকুলতাটাই বেশি।

 11 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখার কবিতা প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। আপনি একদম ঠিক বলেছেন ভাই হৃদয়ে থাকার যোগ্যতা সবাই চায় কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি সেখানে স্থির ভাবে থাকার যোগ্যতা পায়। আমিও মনে করে আড়াল থেকে প্রেম সব থেকে বেশি মানুষকে আকৃষ্ট করে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47