স্বাদের চালতার আচার রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

Recipe Cover-1.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা এবং বিশ্বাস সবাই যার যার অবস্থানে ভালো আছেন এবং সময়গুলোকে উপভোগ্য রাখার চেষ্টা করছেন। দেখেন আমরা কোন কিছুই নিশ্চিত ভাবে বলতে পারি না, তবে অভিজ্ঞতার আলোকে কিছুটা অনুমান করতে পারি। যদিও সকলের সমান অভিজ্ঞতা থাকে না, কেউ আন্দাজে ঢিল মারেন আবার কেউ অভিজ্ঞতার আলোকে নিশ্চিতভাবে বলে দিতে পারেন। আন্দাজে ঢিল মারাটা সব ক্ষেত্রে স্বার্থক না হলেও অভিজ্ঞতার আলোকে বলে দেয়াটা নিঃসন্দেহে সফল হয়ে যায়। এখানে আসলে বাস্তব জীবনের অবিজ্ঞতার দারুণ একটা প্রভাব কিংবা ওজন রয়েছে, তাইতো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যে কোন পরামর্শের জন্য অভিজ্ঞ মানুষদের নিকট ছুটে যাই এবং তাদের পরামর্শ নিয়ে নিজেদের ধন্য করার চেষ্টা করি।

কারনটা কি? সেটা হলো প্রতিটি অভিজ্ঞতা একেক টা বিদ্যুৎ খুঁটির মতো, যার জীবনে যত বেশী বিদ্যুতের খুঁটি রয়েছে তার জীবন ততো বেশী আলোকিত কিংবা সফলতা অর্জনের দ্বার প্রান্তে রয়েছে। বাস্তব জীবন কিংবা চলার পথে যত অন্ধকার আছে তা নিমিষেই দূর হয়ে যায় আলোকিত বিদ্যুৎ খুঁটিগুলোর কারনে। এখন আমরা যারা অজ্ঞ কিংবা কোন বিষয়ে সঠিক জ্ঞান নেই তারা সেই সকল অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের নিকট যাই যাদের জীবনে অসংখ্য বিদ্যুতের খুঁটি রয়েছে, তাদের পরামর্শ নিয়ে আমরা আমাদের অজ্ঞতা কিংবা অন্ধকার দূর করার চেষ্টা করি। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করুন, সেটা কখনোই বিফলে যাবে না, সময়ে কিংবা অসময়ে আপনার কাজে লাগবে।

আশা করছি অভিজ্ঞতার বিষয়টি বুঝতে পেরেছেন, আমার অফিসের বস একটা কথা প্রায় বলেন, একজন পুরাতন রোগি হলো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি ঔষধের ব্যাপারে আর তার তুলনা হলো একজন অভিজ্ঞ ফার্মেসীর মতো, খুব সহজেই সমস্যা ও ঔষধের নাম বলে দিতে পারেন। অভিজ্ঞতা সত্যি খুবেই মূল্যমান একটি বিষয় আমাদের জীবনে। যাইহোক, আজকে আর বেশী কিছু কথা বলবো না বরং স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে ভাগ করে নিবো, রেসিপির পুরো ক্রেডিট আপনাদের ভাবির। চলুন তাহলে রেসিপিটি দেখি-

IMG20221003174415_01.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • সিদ্ধ করা চলতা (পদ্ধতি দেখানো হয়েছে)
  • চিনি
  • লবন
  • সরিষা পেষ্ট
  • দারুচিনি
  • তেজপাতা
  • শুকনা মরিচ
  • ধনিয়া
  • জিরা
  • পাঁচ ফোড়ন
  • সিরকা
  • সরিষার তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20221003114505_01.jpgIMG20221003142433_01.jpg

প্রথমে চালতাগুলোকে (দুটো চালতা নিয়েছি) স্লাইস করে ধুয়ে একটা পাত্রে নিয়েছি।

IMG20221003142639_01.jpgIMG20221003142647_01.jpg

তারপর একটা পাতিল চুলায় বসিয়ে পরিমান মতো পানি দিয়েছি এবং ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য ঢেকে দিয়েছি।

IMG_20221003_171231.jpgIMG20221003150351_01.jpg

সিদ্ধ হয়ে যাওয়ার পর সেগুলোকে পাটায় নিয়ে হালকা ছেঁচে নিয়েছি।

IMG20221003174712_01.jpgIMG20221003174756.jpg

তারপর একটা কড়াই চুলায় বসিয়ে শুকনা মরিচ এবং পাঁচফোড়নগুলো ভেজে নিয়েছি।

IMG20221003174954.jpgIMG20221003175024_01.jpg

IMG20221003175102_01.jpg

তারপর কড়াইতে সরিষা তেল নিয় তেজপাতা এবং দারুচিনি দিয়েছি, কিছু সময় পর সরিষা পেষ্ট দিয়েছি।

IMG20221003175224_01.jpgIMG20221003175323_01.jpg

তারপর হালকা ছেঁচে নেয়া চালতাগুলো দিয়েছি, পরিমান মতো লবন দিয়েছি এবং ভালোভাবে মিক্স করে নিয়েছি।

IMG20221003175345_01.jpgIMG20221003175710_01.jpg

তারপর ভেজে রাখা শুকনা মরিচ ও পাঁচফোড়নকে ব্লেন্ডারের মাধ্যমে গুড়া করে নিয়েছি।

IMG20221003180101_01.jpgIMG20221003180835_01.jpg

IMG20221003181617_01.jpg

তারপর পরিমান মতো চিনি এবং সিরকা দিয়ে আরো কিছুটা সময় এভাবে রান্না করেছি।

IMG20221003181641_01.jpgIMG20221003181801.jpg

IMG20221003181956_01.jpg

এরপর গুড়া করা মসলাগুলো উপর দিয়ে দিয়ে মিক্স করে নিয়েছি এবং অল্প কিছু সময় রান্না করে নামিয়ে নিয়েছি।

IMG20221003182231_01.jpg

হয়ে গেলো আমাদের আজকের স্বাদের চালতার আচার, বিশেষ করে এই সময়ে চালতার আচার দারুন লাগে খেতে। যেহেতু বাড়িতে চালতা গাছ রয়েছে, সেহেতু বেশ পরিমানে বানিয়ে বৈয়ামে রেখে দেয়া হয়েছে, বুঝেন না ক্যা, আস্তে আস্তে খাবো, হি হি হি।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

যার যত বেশি অভিজ্ঞতা আছে তার জীবনে সফলতার খুঁটি তত বেশি মজবুত। আসলে প্রত্যেকটি ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলে কখনো সফল হওয়া যায় না। আপনি একদম ঠিক বলেছেন যারা বেশি অসুস্থ থাকে তারা ঔষধের ব্যাপারে বেশি জানে। আজকাল তো এমনও দেখতে পাওয়া যায় ছোট বাচ্চাদের ঔষধ খাওয়াতে গেলেই বলে নাপা খাবো না প্যারাসিটামল খাব 😅😅। যাইহোক ভাইয়া আচারের পুরো ক্রেডিট যেহেতু ভাবিকে দিয়েছেন তাই মনে হচ্ছে আচার একেবারে ফাটাফাটি হয়েছে। আর যেই আচার তৈরিতে আমাদের প্রিয় ভাবি ছিল সেখানে তো ফাটাফাটি হবেই। কারণ ভাবি আমাদের সেরা রাধুনী।

জীবনে অভিজ্ঞতা অর্জন করা এবং অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়া সত্যি খুব গুরুত্বপূর্ণ। কারণ অভিজ্ঞতা আমাদের যেমন আরো বেশি শক্ত এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলে, তেমনি অভিজ্ঞ মানুষের মতামত আমাদের সঠিক পথ দেখায়। আর আচারের কথা কি বলব, প্রথম অংশটাই পড়ে বেশ ভালো লেগেছে। চালতার আচার আমার এমনিতেও খুব বেশি একটা পছন্দ না। তবে দেখে তো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।

 2 years ago 

আপনার তৈরি করা আচার যার সম্পূর্ন ক্রেডিট ভাবি তা দেখতে বেশ আকর্ষনীয় লাগছে, খেতেও নিশ্চয়ই বেশ মজা হয়েছে ।ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ছোটবেলায় আমার এক স্যার আমাকে বলেছিল অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম মার খাওয়ার অভিজ্ঞতা বাড়াও কাল থেকে লেখাপড়া করে এসো।।

আসলে সব বিষয়েরই অভিজ্ঞতা দরকার আছে সেটা ভালো হোক বা খারাপ হোক। তবে একজন মানুষের অভিজ্ঞতা বাড়ে সব থেকে যেকোনো একটা কাজে ভুল করলে বা লস করলে।।

চালতার আচার আমার খুবই ফেভারিট আমাদের বাড়িতেও চালতার গাছ রয়েছে প্রতিবছর এই আচার বাড়িতে প্রস্তুত করে খেতে খুবই সুস্বাদু।।

 2 years ago (edited)

ভাইয়া ,কিছু বৈদুতিক খুঁটি দার দিবেন ?জীবনটা আলোকিত করতাম 😜😜.খুঁটি দেন বা না দেন আচার কিন্তু খাওয়াবেন ,তা না হলে কিন্তু পেটে অসুখ হবে। আমার কাছে চালতার আচার খুব ভালো লাগে। যদিও আমি চালতার আচার কখনো বানাইনি ,আমার আপু ঠিক এই ভাবেই বানায়। কালার বেশ লোভনীয় লাগছে। প্রতি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভাবীর তো সব সময়ই ক্রেডিট থাকে। বৈয়ামে একটু কম রাখেন ,আগে আমাদেরকে খাওয়ান ।

আমি sure এর পরের বার বৈদ্যুতিক খুঁটি দিয়ে আপনি আচার বানাবেন। 🥺

 2 years ago 

আসলে ভাইয়া আজকে আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে অভিজ্ঞতার বিষয়টি আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আমাদের সমাজের সকল ক্ষেত্রে উন্নতি লাভ করে। আর আপনার অফিসের বস বলেছে অভিজ্ঞতাসম্পন্ন রোগীও অনেক ভালোভাবে তার অসুখের কথা বলতে পারে এবং ফার্মেসীতে গিয়ে ওষুধের নাম বলতে পারে। আসলে প্রতিটা ক্ষেত্রে অভিজ্ঞতার যেন অন্যরকম একটা মূল্য রয়েছে। যাই হোক আজকে আপনি চালতার আচার রেসিপি মজাদার ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন। রেসিপিটি দেখেই খেতে ইচ্ছা করছে। কারণ চালতার আচার আমার খুবই প্রিয়।

 2 years ago 

ভাইয়া আপনি ঠিক বলেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করা খুবই প্রয়োজনা। আপনার তৈরি স্বাদের চালতার আচার রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। এভাবে বাসায় তৈরি করে কখনো খাওয়া হয়নি। আমিও শিখে নিলাম বাসায় তৈরী করবো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

ইস্ রে! ঘরের মধ্যে এক কৌটো পড়ে আছে। কিন্তু শারীরিক অবস্থার চরম অবনতির কারণে খেতে পারছি না। এটা দেখে আরো মন খারাপ হয়ে গেলো।একেই বলে কাটা জায়গায় নুনের ছিটে দেওয়া।
আপনি যেমন কবিতা লেখায় এক্সপার্ট তেমন রান্নায়। আপনার সাথে যারা থাকেন বা থাকবেন তাদের তো ১৬ কলা পূর্ণ। খুব ভালো হয়েছে রেসিপি টা। প্রত্যেকটি ধাপ দেখানোর জন্য ধন্যবাদ। 😊

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

অভিজ্ঞতা নিয়ে বলা আপনাত প্রতিটি কথাই অত্যন্ত খাটি।অভিজ্ঞতা সর্বশ্রেষ্ট শিক্ষক আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি।আজ আমরা যা শিখছি তা কারো না কারো অভিজ্ঞতার ফসল।আপনার আচার আমাকে আবার স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে গেল ভাইয়া।অনেক সুস্বাদু হয়েছে আমার বিশ্বাস।ধন্যবাদ ভাইয়া দারুন একটি রেসিলি এবং মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62