পাওয়া না পাওয়ার হিসাব || অনুভূতির কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

walking-ga559b96e6_1920.jpg

হ্যালো বন্ধুরা,

বছর যায় আবার বছর ফিরে আসে, ক্যালেন্ডারের পাতা উল্টায় নতুন রূপে চমকায়। কিন্তু আমরা কেউ কেউ যেমন হতাশায় ভোগি ঠিক তেমনি আবার কেউ কেউ আনন্দে মাতি। আসলে বিষয়টি অনেকটাই নির্ভর করে আমাদের কাজ ও মানসিকতার উপর। কারণ আপনার মানসিকতা ঠিক না থাকলে আপনি ভুল কাজ করেও নিজেকে বিজয়ী ভাবতে পারবেন আবার মানসিকতা ঠিক থাকলেও আপনি সঠিক কাজ করে ব্যর্থ হওয়ার পরও নিজেকে ব্যর্থ ভাববেন না।

পার্থক্যটা এখানে, আপনার বোধ এবং বিশ্বাসের সাথে যদি আপনি ঠিক থাকেন, তবে ব্যর্থতা কিংবা সফলতা আপনার মনের উপর তেমন কোন প্রভাব ফেলতে পারবে না কিন্তু আপনার বোধ এবং বিশ্বাসকে যদি জলাঞ্জলি দিয়ে বিজয়ী হওয়ার সুযোগ পান, তবুও আপনি মানসিক দিক হতে তৃপ্ত হতে পারবেন না। সুতরাং যাই হোক আমরা সেটাকে কিভাবে গ্রহণ করছি সেটাই হলো আসল কথা, জয়-পরাজয় না।

আমি অন্তত নিজের দিক হতে এটা বলতে পারি, যা হয়েছে আমার ভালোর জন্য হয়েছে, যা পেয়েছি নিজের জন্য ততটুকুতেই তৃপ্ত থাকার চেষ্টা করেছি। কারণ যতটা দরকার ঠিক ততোটাই পেয়েছি তাই বেশীর প্রয়োজন অনুভব করি নাই। হয়তো তোমাদের দৃষ্টিতে সেটা যথেষ্ট না কিন্তু আমার দৃষ্টিতে সেটা অনেক কিছু। আর পাওয়া কিংবা না পাওয়ার এই হিসেবটা অথবা অনুভূতিটা আমি নতুন একটি কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি আজ।

autumn-ga1028dd05_1920.jpg

আমি পারি নাই সময়ের স্রোতের সাথে
নিজেকে বদলে ফেলতে,
আমি পারি নাই স্বার্থের টানে
নিজের বিশ্বাসকে মুছে ফেলতে।

আমি পরাজিত নিজের কাছে-
পরাজিত নিজের বিবেকের তরে,
আমি পারি নাই সমঝোতা করতে
লোভী মানুষগুলোর মানসিকতার সাথে।

হয়তো তুমি অট্ট হাসিতে ভিন্নভাবে
সুখি অনুভব করছো স্বার্থ জয়ে-
হয়তো তুমি নিজেকে বিজয়ী ভাবছো
শঠতার সাথে আঁতাত করে।

আমি আমার জায়গায়, আমার বিশ্বাসে
নিজেকে বিজয়ী ভাবতে শিখেছি,
স্বার্থের কাছে অবনত না হয়ে
বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি।

সুখ সেটা তো শুধু বিজয়ের মাঝে না
বিজয় সেটা তো শুধু স্বার্থের মাঝে না,
প্রকৃত সুখটা ভিন্ন বিষয়, তৃপ্ত হতে আসে
প্রকৃত বিজয় ভিন্ন স্বাদ, ত্যাগের মাঝে থাকে।

আমার কাছে যেটা পরম সুখ
তোমার কাছে সেটা দুর্ভেদ্য,
আমার কাছে যেটা সুখের বিজয়
তোমার কাছে সেটা শুধুই অদৃশ্য।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

banner-abb5_New.png

Sort:  
 2 years ago 

ভাই দেখি মাঝে মাঝে দারুন দারুন সব লেখা লেখে ফেলে ,, রহস্য টা কি 🤔🤔🤔 ভাবির হাতের রান্না মনে হচ্ছে আরো টেস্টি হচ্ছে 😉😉

সুখ জিনিসটা আসলে উপলব্ধির বিষয়। কেউ দশ টাকাতে সুখী, আবার কেউ একশ টাকাতেও সুখী না। লাভের মোহে নিজের মনুষ্যত্ব কে বিসর্জন দিতে এতটুকুও ভাবে না। নিজের সম্মান টুকু নিয়ে সৎ ভাবে মাথা উঁচু করে বেঁচে থাকার মাঝে যে সুখ টুকু আছে সেটা আমরা কজনই বা বুঝি !!!

সত্যি ভালো লিখেছেন ভাই। ❤️

 2 years ago 

সুখ সেটা তো শুধু বিজয়ের মাঝে না
বিজয় সেটা তো শুধু স্বার্থের মাঝে না,
প্রকৃত সুখটা ভিন্ন বিষয়, তৃপ্ত হতে আসে
প্রকৃত বিজয় ভিন্ন স্বাদ, ত্যাগের মাঝে থাকে।



এই লাইনগুলা আমার খুব ভালো লেগেছে।
সত্যি ভাইয়া প্রকৃত সুখ ত্যাগেই।ত্যাগ করে যে সুখ পাওয়া যায়।মানুষকে ঠকিয়ে নিজে জিতলে সেই সুখটা পাওয়া যায় না।ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।সত্যি আপনি মাল্টিট্যালেন্টেড

 2 years ago 

ধন্যবাদ আপু আপনাকে, যদিও এখনো প্রাকটিস করছি কবিতা লেখার, কারন এই বিষয়ে আমার তেমন অভিজ্ঞতা নেই।

 2 years ago 

হাফিজ ভাই কবিতার পোস্টগুলো আমি কখনোই তেমন একটা পড়িনা। কেননা বেশিরভাগকেই মানসম্মত কবিতার পর্যায়ে ফেলা যায় না। তবে আপনার এই কবিতাটা আমি সম্পুর্ন পড়লাম। যদি কবিতার উপরে মার্ক দেয়া হতো তাহলে এই কবিতার জন্য আপনি এ প্লাস পেতেন। অর্থ এবং ছন্দের চমৎকার কম্বিনেশন হয়েছে।আরো লেখার চেষ্টা করুন। সত্যি বলছি কবিতায় আপনার প্রতিভা আছে।

 2 years ago 

সত্যি ভাই এই বিষয়ে আমি খুবই কাঁচা, যতটা লিখছি এই কয়দিনেই। তবে আপনাদের মন্তব্যগুলো আমাকে অনুপ্রাণীত করে লেখার জন্য। ধন্যবাদ

 2 years ago 

বাহ্ বাহ্ ভাইয়া আপনার কবিতা গুলোর মধ্যে আলাদা কিছু ভাষা থাকে যেটা সব থেকে বেশি ভালো লাগে। অনেক সুন্দর ভাবে কবিতার মাদ্ধমে বাস্তব কিছু উদাহরণ দিলেন। সত্যি আমি মুগ্ধ।

 2 years ago 

ভাইয়া আপনার কবিতাগুলো অনেক সুন্দর হয়। তাছাড়া আপনার কবিতার প্রত্যেকটি লাইনের নাঝে বোঝার মতো অনেক বিষয় রয়েছে।
আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া,, ❤️❤️

 2 years ago 

সুখ সেটা তো শুধু বিজয়ের মাঝে না
বিজয় সেটা তো শুধু স্বার্থের মাঝে না,
প্রকৃত সুখটা ভিন্ন বিষয়, তৃপ্ত হতে আসে
প্রকৃত বিজয় ভিন্ন স্বাদ, ত্যাগের মাঝে থাকে

  • ভাইয়া আপনার কবিতাগুলো পড়ে আমার খুবই ভালো লাগে। আপনি অসাধারণ কবিতা লেখেন, আপনার স্বাধীনতা তুমি কবিতাটি পড়ে আমার খুবই ভাল লেগেছিল। আজকে এই কবিতাটির অসাধারণ হয়েছে। আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতার মাঝে অনেক সুন্দর সুন্দর ভাষা দিয়ে লেখা যার কারণে আরো ভালো লাগে। আপনার এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে এই লাইন, আসলেই প্রকৃত সুখ ভোগে নয় ত্যাগেই।ত্যাগের মাধ্যমে প্রকৃত সুখ পাওয়া যায়। ত্যাগের মাধ্যমে অন্যের মুখে হাসি ফোঁটানো যায়। যায় কারণ বেশি শান্তি পাওয়া যায়। আপনার এই কবিতাটি আমার সত্যি অনেক ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা এবং এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে পাবো এই আশাই করছি।
 2 years ago 
দারুণ লিখেছেন কবিতাটি ভাইয়া।অনেক অনুভূতি ও বিশেষত্বকে মিশিয়ে।অনেক সময় কিছু পাওয়ার মাঝে যে সুখ বা বিশ্বাস গড়ে ওঠে না, তা না পাওয়ায় মাঝে সেই সুখ ও আত্মতৃপ্তি পাওয়া যায়।তার জন্য প্রয়োজন সুন্দর মনের ভাবনা।আমাদের ব্যর্থতাকে ও মেনে নিতে হবে সময়ের কারাগারে। ধন্যবাদ ভাইয়া।
 2 years ago 

আপনাদের ভালো লাগে শুনলেই একটা অনুপ্রেরণা কাজ করে আপু, ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া অসাধারন একটি কবিতা লিখেছেন। আমার কবিতার প্রতি লাইন খুব ভালো লেগেছে।কিছুদিন হলো আমি আপনার পোস্ট গুলো পড়তে পারছি না অসুস্থতার কারণে। তবে আজ সকালে আপনার কবিতা পড়ে আমি ঘুম থেকে উঠেছি।আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাইয়া।আমার ভাইয়া তো দিন দিন কবি হয়ে উঠছে। হা হা হা।

 2 years ago 

সুখ সেটা তো শুধু বিজয়ের মাঝে না
বিজয় সেটা তো শুধু স্বার্থের মাঝে না,
প্রকৃত সুখটা ভিন্ন বিষয়, তৃপ্ত হতে আসে
প্রকৃত বিজয় ভিন্ন স্বাদ, ত্যাগের মাঝে থাকে।

ভাইয়া অসাধারন একটি সুন্দর কবিতা আপনি আমাদের উপহার দিয়েছেন। কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। কবিতার এই লাইন গুলো আমার মন ছুঁয়ে গেছে। সত্যি ভাইয়া মানুষের প্রকৃত সুখ ত্যাগ এর মধ্যেই নিহিত। এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

 2 years ago 

অসম্ভব সুন্দর কবিতা ভাইয়া
লিখেছ আজ তুমি
তোমার কবিতায় প্রাণ পেল
ধুধু মরুভূমি

এমনি করেই কবিতা তুমি
দিও উপহার
তোমার কাছে শ্রেষ্ঠ চাওয়া
এটাই হলো আমার

অসাধারণ লিখো তুমি
ভাবার্থ বিশাল
অবক্ষয়ের অন্ধকারে
দীপ্তমান মশাল।

বদলে যাবো নিজে আগে
করি অঙ্গীকার
আমার দ্বারা যেন কোন
হয়না ব্যভিচার
♥♥

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.031
BTC 67928.13
ETH 3777.58
USDT 1.00
SBD 3.75