আজব কাহিনীsteemCreated with Sketch.

in Steem Bangladesh3 years ago

আজকের এই বিজ্ঞানের এবং উন্নত স্বাস্থ্যব্যবস্থার যুগেও যে এ রকম বোকা মানুষের দেখা মেলে তা আজকে ঘটনা না জানলে উপলদ্ধি করতে পারতাম না। আসুন আজকে আমার চেম্বারে আসা একজন রুগীর কাহিনী শুনি।
আজকে ৪৫ বছর বয়স্ক একজন বাঙ্গালী রুগী এসেছিল সকালে। এসেছিল আরেকজন বাংগালীর সাথে, যার প্রাইভেট গাড়ী আছে। তাই রুগীকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে। ওমানে এরকম অনেক বাংগালী এবং ইন্ডিয়ান আছে যাদের বাড়তি ইনকামের এটা একটা উপায়। অঘোষিত ট্যাক্সি চালক এনারা। আজকে যে বাংগালী রুগী এসেছে তাকেও কিছু টাকা দিতে হবে ঐ ড্রাইভার বাংগালীকে। এরা পূর্বপরিচিত এবং কাছাকাছি জায়গাতেই থাকে। যাই হোক আমাদের গল্পে ফিরে আসি।

ধরে নেয়া যাক রুগীর নাম জসিম। জসিম সাহেবের সমস্যা হচ্ছে গত একমাস ধরে বুকের নিচের দিকে এবং উপরের পেটে জ্বালাপোড়া ধরনের ব্যথা। মাঝে মাঝে বুকে চাপও দেয়। তো শুরুতে উনি কোন ডাক্তারের কাছে জাননি। উনি সমস্যার কথা উনার স্ত্রীকে জানান, যিনি আছেন বাংলাদেশে। রুগী ওমানে, রুগীর স্ত্রী বাংলাদেশে! একজন স্বামীভক্ত স্ত্রীর মতই, তার স্ত্রী স্বামীর চিকিৎসার জন্য একজন কবিরাজের কাছে যায়, যিনিও আছেন বাংলাদেশে। কবিরাজ রোগের কথা শুনে বলেন, “চিকিৎসা আছে। কোন চিন্তার কারণ নেই।”
কবিরাজ জসিম সাহেবের স্ত্রীকে দিকনির্দেশনা দেন যে জসিম সাহেবকে ফু দেয়া কিছু খাবার খাওয়াতে হবে তাহলে রোগ সেরে যাবে। কিন্তু রোগী তো ওমানে!! ফু দেয়া খাবার কিভাবে ওমানে পাঠানো যাবে? নো টেনশান!! সেটার সমাধানও কবিরাজের কাছেই আছে। উনি তো আর ছোটখাট কোন কবিরাজ না, হু। তার আন্ডারে জ্বীন আছে। জ্বীনের দ্বারা এদফায় কাজ সারতে হবে।

genie.jpg
image source

কবিরাজ জসিমের স্ত্রীকে নির্দেশ দেয় যে জসিম যেন ৫টা লেবু, ৬টা আপেল, ৭টা কমলা এবং ১২টা চকলেট কিনে রাতে বালিশের পাশে রেখে ঘুমায়। রাতে জ্বীন গিয়ে ঐ খাবারগুলোতে ফু দিয়ে আসবে। সকালে উঠে জসিম ঐগুলো খেলেই তার ব্যথা চলে যাবে।

নির্দেশমত জসিম ঐ জিনিসগুলো কেনার ব্যবস্থা করে। এই ফল এবং চকলেট কেনার দায়িত্ব আবার আজকের ড্রাইভার বাঙ্গালীর উপরই বর্তায়। উনি কোন উচ্চবাচ্য না করে নির্দিষ্ট সংখ্যার আইটেম গুলো কিনে নিয়ে আসেন। সকালে উঠে জসিম সাহেব ওগুলো খাই। কিন্তু দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, তার বুকে জ্বালাপোড়া আর কমে না। যখন দেখে যে ব্যথা কমার আর সম্ভাবনা নাই, জসিম সাহেব তখন একজন ডাক্তারের শরানোপন্ন হবার সিদ্ধান্ত নেয়। এরপরই আমার চেম্বারে তার আগমন। কিন্তু এতদিন কবিরাজের কাছে তারা খরচ করেছে ১২০০০ টাকা!!

এটা রুগী এবং রুগীর বন্ধু ড্রাইভারের কাছ থেকে শোনা ১০০% ওথেন্টিক ঘটনা। বাস্তবেই ঘটেছে। শুধু নামটা গোপন রাখার জন্যে ছদ্মনাম ব্যবহার করেছি।

কেমন লাগল কাহিনীটা? আপনাদের কারও জীবনে কি এমন আজব ঘটনা ঘটেছে? অথবা আপনার পরিবারের কারও ক্ষেত্রে? আমাদের সাথে শেয়ার করতে পারেন।

Until Next Time
Dr Hafiz

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60845.74
ETH 2912.93
USDT 1.00
SBD 3.67