বাংলা আমার মাতৃভাষাঃ Typical Bangli

in #bangladesh7 years ago (edited)

আমরা বাঙ্গালীদের ট্যালেন্ট নিয় বহুল প্রচলিত এই কৌতুকটা সবাই জানি। তারপরও চলেন আরেকবার শুনি।

মার্ক জুকারবার্গ তুরস্কে ফেসবুকের একটা নতুন অফিস খুলবে।পদ সংখ্যা মাত্র একটা। আগ্রহী পার্থীদের কে আবেদন করতে বলা হল। মোট ৩০০০০ ব্যক্তি আবেদন করল সারা বিশ্ব থেকে।মফিজ মিয়াও এই আবেদনকারীদের একজন।
যোগ্যব্যক্তি বাছাই করার জন্য মার্ক সবাইকে একটা বড় হল রুমে ডাকলেন। সবাই সমবেত হবার পর মার্ক ঘোষনা করলেনঃ "যারা জাভা প্রগ্রামিং জানেন তারা ছাড়াই সবাই এ হল ত্যাগ করে চলে যান" ১০০০০ লোক হল রুম ত্যাগ করল। মফিজ মিয়া মনে মনে ভাবল, জাভা প্রোগ্রামিং টা আবার কি জিনিস? যাই হোক। চাকরি হলে দুদিনেই শিখে ফেলব।
এবার জুকারবার্গ ঘোষনা করল, "যারা নেটওয়ার্কীং জানেন তারা ছাড়া সবাই চলে যান।" আরো ১৫০০০ লোক রুম ছেড়ে চলে গেল। বাকী থাকল মাত্র ৫০০০ আবেদন কারী।
মফিজ মিয়া মনে মনে ভাবল, "নেটওয়ার্কীং! এটা না জানি আবার কি জিনিস। ব্যাপার না। চাকরি টা হলে দুদিনের একটা বুলেট কোর্স করে নিব"
এরপর জুকার অবশিষ্ট আবেদনকারীদের প্রতি আহবান জানালেন, "যারা তুরস্কের ভাষা জানেন, তারা এখানে থাকনে। বাকীরা চলা যান।" ৪৯৯৮ রুম ছেড়ে চলে গেলেন। বাকী রইল মফিজ মিয়া এবং আরেকজন আবেদনকারী।
মার্ক জুকারবার্গ এবার তাদেরকে বললেন, "আপনাদের স্বাগতম।যেহেতু আমার এখানে পদ সংখ্যা মাত্র একটা। একজন চাকরী পাবেন। আরে একজনকে চলে যেতে হবে। তাই পরবর্তী টেস্ট হিসাবে আপনার পরস্পরের সংগে তুরস্কের ভাষায় কথা বলেন।"
মফিজ মিয়া এবার পড়লেন বিপদে। কিন্তু বাঙ্গালী বলে কথা। এমনিতে তো হার মানা যায় না। তাই অপর ব্যক্তির দিকে ঘুরে আস্তে করে পিওর বাংলা ভাষায় জিজ্ঞেস করলেন, "ভাই! কেমন আছেন?"
অপর ব্যক্তি আস্তে করে বাংলা ভাষায় জবাব দিলেন, "আমি ভাল আছি। আপনে কেমন আছেন?"

Anyway, a good number of people around the world is earning from steemit. We, Bangladeshi should also involve ourselves in this flow. Like Tier 1, Tier 2, Tier 3 countries, here we don't have such demarcation. Everybody has similar potential to earn from there. Just need to follow the rules.

Lets join and support each other. Gather in this discord chat room and share our thoughts and concern Bangladesh Make account there with same user name of steemit.

Sort:  

আমাদের বাংলাদেশীদের সম্পৃক্ততা এখানে খুবই কম। আমাদের বাংলাদেশীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। বাংলাদেশীদের কি ভোটিং পাওয়ার কি কম নাকি?

I think our voting power is not much at all. But it will come over time unless someone invest here. Thanks for the comment.

ভোটিং পাওয়ার নির্ভর করে SP এর উপর। আমাদের SP নাই বললেই চলে।

SP kivabe barabo???

good post hafiz cerry on

Funny post.... আসলেই আমাদের বাংদেশিদের
সম্পৃক্ততা বারাতে হবে|

Hmm. we should invite more people and post quality contents here.

ha ha golpo ta onek valo laglo jodio eta banano akta golpo. Amra bangali ar amra nijerai nijeder troll ar pochanir jonno jotheshto. lol

সব গল্পই বানানো। কিন্তু গল্প তৈরি হয় কোন না কোন ঘটনাকে কেন্দ্র করে। হয়ত সিমিলার কোন কিছু ঘটেছিল কখনও।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64689.90
ETH 3450.92
USDT 1.00
SBD 2.50