Time management (10%carepoint70)

in Help4Help2 years ago

এই ইংরেজি শব্দটা শুনলে মনে হয়, না জানি কত কঠিন কিছু।

আসলে তেমন কিছুই না। আমরা সময় কে কিভাবে কাজে লাগাচ্ছি ব্যাপার টা হলো তেমন।

দিনের ২৪ ঘন্টা আমরা কিভাবে ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের উপর।

কেউ অলস ভাবে, শুয়ে বসে কাটায়। আবার কেউ সারাদিন অর্থ উপার্জন এ কাজে লাগায়।

আমি ছোট বেলায় দেখতাম আমার বাবা বেশিক্ষণ বাসায় থাকতেন না।

তিনি স্কুলের শিক্ষক। তাই সকাল ৭.৩০ এ তাকে বাসা থেকে বের হতে হতো।

স্কুল শেষ করে দুপুরে বাসায় এসে খাওয়া করে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়েই বের হয়ে যেতেন।

আবার সেই রাত ৯ টা ১০ টায় ফিরতেন বা মাঝে মাঝে তারও পরে।

তখন মনে হতো বাবা আমাদেরকে সময় দেন না। কিন্তু এখনও বুঝি তিনি অক্লান্ত পরিশ্রম না করলে অর্থ উপার্জন না করলে আমরা ভালো ভাবে পড়াশোনা করতে পারতাম না।

এমনকি শহরে আমাদের বাড়িও হতো না। কারণ একজন শিক্ষক এর আর কতই বা বেতন।

তিনি এখনও আমাদের সুখের জন্য পরিশ্রম করে চলেছেন।

আবার আমি অনেককেই দেখেছি যে, তারা যে কাজ টা করেন সেটা করেই বাকী সময় টা রেস্ট নিয়ে কাটিয়ে দিয়েছেন।

এবং পরে আফসোস করেন।

সময়ের প্রয়োজনীয়তা এবং সময় কে কিভাবে ভাগ করে কাজে লাগানো যায় সেটাও কিন্তু শেখার বিষয়।

আবার আগের দিনেই যদি পরের দিনের কাজের লিস্ট করে রাখা যায় তাহলে কাজ করতে যেমন সুবিধা তেমনি সময়ও অনেক টা বেঁচে যায়।

তাই আমাদের সবার উচিৎ টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখা এবং সে অনুযায়ী কাজ করা।
IMG_20220720_183026.jpg

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 57658.56
ETH 2273.22
USDT 1.00
SBD 2.46