"চেনার মাঝে অচেনা ফুলের ফটোগ্রাফি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই শীতের মাঝে বেশ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।তবে বেশ ব্যস্ততা চলছে।সামনেই ফাইনাল এক্সাম আছে তাই চিন্তারও শেষ নেই।যাইহোক অনেকদিন ফুলের ছবি শেয়ার করা হয় না তাই আজ কয়েকটি চেনা অচেনা ফুলের ছবি নিয়ে হাজির হলাম।আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে ।তো চলুন শুরু করা যাক----

চেনার মাঝে অচেনা ফুলের ফটোগ্রাফি:

IMG_20230118_190220.jpg
লোকেশন

টাইটেলটা পড়েই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে।আসলে এমন নাম দেওয়ার কারন হলো-আজ একটি বিশেষ ফুলের ছবি সংগ্রহ করেছি।যেটা আমি প্রথম দেখছি।আশা করি আপনাদের কাছেও নতুন লাগবে।

সাদা সরিষা ফুল

IMG_20230118_190057.jpg
লোকেশন

এটি একটি সাদা সরিষার ফুল।এখন মাঠে গেলেই সরিষা ক্ষেতের অফুরন্ত সৌন্দর্য্য চোখে পড়ে।সাদা ও হলুদ রঙে চোখ ধাঁধিয়ে যায়।আসলে সাদা সরিষার ফুল থেকে সাদা সরিষা পাওয়া যায় ।আর হলুদ সরিষার ফুল থেকে কালো রঙের সরিষা পাওয়া যায়।সরিষা ফুলের রেসিপি করে ও খাওয়া যায়।ছোট ছোট ফুলগুলো দেখতে ভারী মিষ্টি লাগে।

গোল আলুর ফুল

IMG-20230118-WA0005.jpg
লোকেশন

IMG-20230118-WA0002.jpg

বন্ধুরা,এটাই আমার কাছে বিশেষ একটি ফুল।আমাদের বাড়ির আলু খেতে এই একটি মাত্র ফুল ফুটেছিল।আমি এই প্রথম দেখলাম গোল আলু গাছে ফুল ফুটতে।এটা দেখতে অনেকটা বুনো ফুল বা তিত বেগুনের ফুলের মতো।যাইহোক সাদার মধ্যে হলুদ রঙের ফুলটি দেখতে ভারী অদ্ভুত সুন্দর।

দোপাটি ফুল

IMG_20230118_190131.jpg
লোকেশন

IMG_20230118_190159.jpg

দোপাটি ফুল আমার খুবই প্রিয়।এই ফুলের বিভিন্ন রঙ ও প্রজাতির হয়ে থাকে।একটি গাছে স্তরে স্তরে অনেক ফুল ফুটে থাকে।যেগুলোর গঠন কিছুটা গোলাপ ফুলের মতোই সুন্দর।ছোট টবে ও এই ফুলগাছ লাগানো যায় এবং এই ফুলের বীজ থেকে ও ফুলের গাছ উৎপাদন করা সম্ভব।এটি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে।যেমন-সাদা, গোলাপী, বেগুনি, লাল, কমলা রঙেরও হয়ে থাকে দোপাটি।কয়েকদিন আগে প্রতিবেশীর বাড়ি থেকেই ছবিটি সংগ্রহ করেছিলাম।

বেগুন ফুল

IMG_20230118_190337.jpg

IMG_20230118_190356.jpg
লোকেশন

এটি একটি বেগুন ফুল।যেটা আমাদের বাড়িতে লাগানো হয়েছে।আসলে সবুজ রঙের গাছে হলুদ ও বেগুনি রঙের সমন্বয়ে গঠিত হয় ফুলটি।যেটা ফলের নামের সঙ্গে রঙের মিল থাকে ।তবে অধিকাংশ বেগুন ফুল বেগুনি রঙের হলেও সাদা রঙের বেগুন ফুলও হয়ে থাকে।রং অনুযায়ী ফল ধরে থাকে।আমাদের বাড়িতে বেগুনি রঙের বেগুন ধরে থাকে।

শিম ফুল

IMG-20230118-WA0003.jpg
লোকেশন

শিম ফুল আমাদের খুবই পরিচিত একটি সবজির ফুল।এটাও নানা প্রজাতির ও রঙের রয়েছে।তবে আমাদের বাড়িতে দেশি শিম গাছের জাত লাগানো হয়েছে।যেটা দেখতে অনেক সুন্দর। আকাশের দিকে লম্বা ডাটিযুক্ত ফুলটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।একটি ডাটায় অনেকগুলো ছোট ছোট ফুল ধরে থাকে।বেগুনি, সাদা ও গোলাপি রঙের মিশেলে একটি ফুল গঠিত হয়।যেটা দেখতে অনেক সুন্দর।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফুলের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।পরের দিন আবারো নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো।ততক্ষণ সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸ধন্যবাদ সকলকে🌸

ক্যামেরা: redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপু আপনার চেনা অচেনা ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আলু ফুল ও দোপাটি ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। দোপাটি ফুল টা আমি প্রথম দেখলাম আপনার পোস্টটের মাধ্যমে। ফুল গুলোর পাশাপাশি আপনি সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মতামত জানানোর জন্য, ধন্যবাদ আপু।

 2 years ago 

পরীক্ষা আসলে টেনশনের কোন শেষ থাকে না।
আমি গোলআলুর ফুল এর আগেও দেখেছি তাই আমরা কাছে চেনাই লাগছে☺️।দোপাটি ফুলটা আমার কাছে বেশ ভালো লাগে।কালার টা বেশ মিষ্টি এই ফুলের।ভালো লাগলো ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন আপু, এক্সাম মানেই চিন্তা।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার চেনা অচেনা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সরিষার ফুল এবং সিমের ফুল। ফুলের ফটোগ্রাফির পোস্ট গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে। আসলে ফুল তো সৌন্দর্যের প্রতীক। অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রবীন্দ্রনাথ ঠাকুর এজন্যই বলেছেন,দেখা হয়নি ঘর থেকে ২পা বাইরে ফেলিয়া,একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।সব গুলোই কত পরিচিত।কত সুন্দর।ধন্যবাদ দিদি সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন বলেছেন দাদা।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি মন দিয়ে পড়াশোনা করেন। আমার আগে কোনো টেনশন হতো না যখনই পরীক্ষা সামনে চলে আসতো তখন টেনশনের কোনো শেষ ছিল না। যাই হোক আপনার প্রতিটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমার কাছে দোপাটি ফুল দেখতে খুব ভালো লেগেছে। এই ফুল আমি আগে কখনো দেখিনি। আমি তো প্রথমে মনে করেছিলাম এটি গোলাপ ফুল কিন্তু পরে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম এর নাম দোপাটি ফুল। বাকি ফুলগুলো আমার পরিচিত। ধন্যবাদ দিদি এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ও একই অবস্থা আপু,এক্সাম আসলেই চিন্তা।অসংখ্য ধন্যবাদ আপনার সুমন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিকই বলছেন পরীক্ষা থাকলে টেনশন এর কোন শেষ থাকে না। সামনে আমারও পরীক্ষা তাই আমি অনেক টেনশনে আছি। চমৎকার কিছু চেনা অচেনা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমার কাছে দোপাটি ফুলের ফটোগ্রাফি এবং আলুর ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

সত্যিই তাই আপু,অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার চেনা অচেনা ফুলের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার। তবে আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ লাগলো। বিশেষ করে দোপাটি ফুলটি আমার কাছে অনেক ভালো লাগলো। এই ফুলটি আমি আগে কখনো দেখিনি। আমি তো প্রথম ভেবে নিলাম এটি একটি গোলাপ ফুল। পরে পোস্টটি পরে বুঝতে পারলাম নাম হচ্ছে দোপাটি ফুল। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

লাল দোপাটি ফুল অনেকটা গোলাপ ফুলের মতোই দেখতে ভাইয়া।ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর। ফুল গুলো দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম।আমার ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে।
এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি করতে ভালো লাগে জেনে খুশি হলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59022.17
ETH 2569.27
USDT 1.00
SBD 2.53