"কৃষ্ণসায়র ফুলমেলা"(পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি পর্ব : 2)

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি পর্ব : 2

GridArt_20250212_072024585.jpg

শীতকাল মানেই বাহারি ফুল-ফল ও সবজি।আর এই শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া যায়।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছ।নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমিও সেই মেলা থেকেই সংগ্রহ করেছি এই পিটুনিয়া ফুলের ফটোগ্রাফিগুলি,আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক---

পিটুনিয়া ফুল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250212_070630.jpg

শীতকালের একটি জনপ্রিয় ফুল পিটুনিয়া।যেটা নানা রঙের হয়ে থাকে।পাপড়িগুলো কেমন নেতানো প্রকৃতির হয়ে থাকে এবং খুবই পাতলা হয়ে থাকে।এই ফুল টবে কিংবা ঝুড়িতে খুব সুন্দরভাবে চাষ করা যায়।

IMG_20250212_070811.jpg

পিটুনিয়া ফুলগুলি বাগানের সৌন্দর্য্য বৃদ্ধিতে বেশ সাহায্য করে।একসঙ্গে অনেক ফুল ফুটতে দেখা যায়।এই ফুল রৌদ্রোজ্জ্বল অবস্থায় সুন্দরভাবে ফোটে।এছাড়া প্রথম দিকে পিটুনিয়া ফুলের রং অনেক উজ্জ্বল থাকে কিন্তু ধীরে ধীরে এর রং পরিবর্তন হতে থাকে।

IMG_20250212_070404.jpg

পিটুনিয়া ফুল অনেক রঙের হয়ে থাকে।এক রঙের ফুল ও সংকর প্রজাতির পিটুনিয়া ফুল হতে দেখা যায়।আমি এখানে অনেক প্রজাতির পিটুনিয়া ফুলের ছবি শেয়ার করেছি।যেমন---সাদা,হালকা গোলাপি,গাড় গোলাপি,হালকা বেগুনি, গাড় বেগুনি,সাদা-বেগুনি এবং সাদা-গোলাপি রঙের পিটুনিয়া ফুল।

IMG_20250212_070321.jpg

সাদা-গোলাপি রঙের পিটুনিয়া ফুলটি যখন ধীরে ধীরে ঝরে পড়ছে তখন রং পরিবর্তন করে গাড় সাদা-বেগুনি আকার ধারণ করছে।এই ফুলগুলি কম যত্নে সহজেই বেড়ে ওঠে।

IMG_20250212_070513.jpg

পিটুনিয়া ফুলগুলি সপুষ্পক উদ্ভিদের একটি প্রজাতি।এটা রোদে ভালভাবে বেড়ে ওঠে।সংকর প্রজাতির পিটুনিয়া ফুলগুলি দেখতে বেশি সুন্দর হয়ে থাকে।এই ফুলগুলি অনেকটাই মাইক ফুলের মতোই দেখতে লাগে আমার কাছে।

IMG_20250212_070725.jpg

পিটুনিয়া ফুলগুলি থেকে বীজ সংগ্রহ করা হয় এবং বীজ থেকে চারা উৎপাদন করা হয়।এই ফুলের সৌন্দর্য্য বিভিন্ন প্রতিষ্ঠানসহ,বাড়ির আঙিনা এবং বিভিন্ন পার্কেও দেখা যায়।যেখানে এক মনোরম পরিবেশের সৃষ্টি করে এই ফুলগুলির সৌন্দর্য্য।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 2 months ago 

টাস্ক প্রুফ:

GridArt_20250213_061643961.jpg

 2 months ago 

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি ২য় পর্ব শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি চোখ জুড়ানোর মতো ছিল। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। পিটুনিয়া ফুলের বিভিন্ন ধরনের ফটোগ্ৰাফি করেছেন। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে আপু।

 2 months ago 

প্রশংসামূলক মন্তব্য পড়ে সত্যিই কাজের প্রতি উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ওয়াও আপনি আজকে অনেক সুন্দর কিছু পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি কিন্তু চোখ জুড়ানো ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আপনার তোলা প্রতিটা পিটুনিয়া ফুলের ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।

 2 months ago 

আপনার কাছে আমার করা ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। পিটুনিয়া ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলগুলো বিভিন্ন কালারের দেখতেও অসাধারণ লাগছে। ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 months ago 

আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 months ago 

বাহ আপনার একটি পোষ্টের মধ্যেই নানান রঙের পিটুনিয়া ফুল দেখতে পেলাম।কৃষ্ণসায়র ফুলমেলায় দেখতেছি চমৎকার কিছু ফুলের আগমন হয়েছিলো। সেখান থেকে পিটুনিয়া ফুলের দুর্দান্ত ফটোগ্রাফি সংগ্রহ করে সাবলীল বর্ণনা সহকারে আমাদের সাথে শেয়ার করেছেন। পুরো পোস্ট জুড়েই গভীর আনন্দ অনুভব করলাম ,ধন্যবাদ।

 2 months ago 

শুধু কি তাই!বিভিন্ন কসমেটিকস, কাঠের আসবাবপত্র,আর্টিফিশিয়াল জিনিস ,কাপড়ের দোকান সেগুলো তো কিছুই শেয়ার করা হয় নি ভাইয়া, দেখতে থাকুন।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলে, এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

বৈচিত্রময় পিটুনিয়া ফুলের সৌন্দর্য খুব দারুন। এই ফুল গুলো অনেক জাতের হয়ে থাকে। আপনার পিটুনিয়া ফুলের সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। পিটুনিয়া ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। একসাথে অনেক রকমের ফুল দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলেই পিটুনিয়া ফুল দেখতে খুবই আকর্ষণীয় হয়ে থাকে, ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপনার আজকের তোলা পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো যে দেখবে সে মুগ্ধ হবে। কারণ সবগুলো পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে তাকিয়ে থাকার মত ছিল। যেকোনো কিছুর যদি সুন্দর ভাবে ফটোগ্রাফি করা হয় তাহলে দেখতে খুব ভালো লাগে। আমি তো এখন যে কোনো ফুল দেখলে সাথে সাথে ক্যামেরাবন্দি করে ফেলি। কারণ ফটোগ্রাফি করা ছাড়া এখন একেবারেই ভালো লাগেনা। ফটোগ্রাফির পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় থাকলাম।

 2 months ago 

সুন্দর কিছু দেখলে আসলেই ঠিক থাকা যায় না, আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

কৃষ্ণসায়র ফুলমেলার দ্বিতীয় পর্ব আমাদের মাঝে শেয়ার করলেন। দ্বিতীয় পর্বে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। পিটুনিয়া ফুল আমার খুব পছন্দ। রংবেরঙের এই ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে। এগুলো অনেক কালারেরই দেখা যায়। আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো দারুন ছিল দিদি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.24
JST 0.031
BTC 85229.89
ETH 1596.71
USDT 1.00
SBD 0.89