"মোবাইল কভার কেনার সমাচার"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি শেয়ার করবো মোবাইল কভার কেনার গল্প আপনাদের সঙ্গে।তো চলুন শুরু করা যাক---

মোবাইল কভার কেনার সমাচার:

IMG_20230610_183433.jpg

চলছে গরমকাল।তাই সকল স্কুল ও কলেজ বেশ কিছুদিন ধরে ছুটি রয়েছে।ফলে আমার কলেজ ও ছুটি তাই আর বর্ধমান শহরে যাওয়া হয় না।কিছুদিন আগে অর্থাৎ আমার তৃতীয় সেমিস্টারের এক্সামের সময় ফোনের কভারের পাশে বাটনগুলি খুলে পড়ছিল।কিন্তু ওইসময়ে কাজ চালানোর জন্য আমি আঠা দিয়ে বাটনগুলি লাগিয়ে ঠিক করে নিয়েছিলাম।ফোনের কভারে বেশি সমস্যা না থাকায় এবং এক্সামের চাপের কারণে ফোনের কভার কেনা আর সম্ভব হয়নি।

IMG_20230611_163053.jpg
এক্সামের কিছুদিন পর থেকেই কলেজ ছুটি পড়লো অতিরিক্ত গরমের।যাইহোক আমার মোবাইলের কভার আঠা দিয়ে লাগানোর পর বেশ চলছিল।কিন্তু পরশুদিন ফোনের কভার কয়েক জায়গায় ফাটল ধরে ছিড়ে গেছে।আসলে আমার ফোনের কভারটি দীর্ঘদিন হয়ে গিয়েছে।ফোনের কভারটি ফোন কেনার কিছুদিন পর থেকেই ব্যবহার করা হয়েছে।প্রায় 3 বছরের মতো হয়ে গিয়েছে তবুও নতুনের মতোই ছিল।আর ওই ছিড়ে যাওয়া ফোনের কভারটি আমার দাদা আমাকে কিনে দিয়েছিল।যেটা রবারের ছিল,রবারের কভারগুলি অনেক টেকসই হয়।এই কভারগুলি সহজে ভেঙে যায় না বেঁকে গেলেও।

যেহেতু আমার কলেজ ছুটি তাই বর্ধমান শহরে যাওয়া হয় না।কিন্তু মাঝে মাঝেই দাদা বিভিন্ন কাজে এবং কোচিং সেন্টারে যায়।তাই দাদাকে আবারো একটি কভার এনে দেওয়ার কথা বললাম।সেইজন্য পরশুদিন আমার দাদা আমার ফোনের জন্য এই কভারটি কিনে এনে দিল।

IMG_20230610_182746.jpg
এই ফোনের বাইরের অংশ ও ভিতরের অংশ এমনভাবে প্যাকেটে ছিল।আর এই কভারটিও রবারের ছিল।আমার যেহেতু poco m2 ফোনের মডেল তাই দাদা এই কভারটি কিনে এনেছিল।

IMG_20230611_163039.jpg
আগের কভারটির থেকে এই কভারটি বেশ ভালো।কারণ আগের কভারটি একটি রঙের একট ছিল।কিন্তু এই কভারটি খোলার পর দেখলাম দুটি পার্ট রয়েছে।কভারটি এমনিতেই কাঁচের মতোই পরিষ্কার আর ভিতরের পার্টটিতে দুটি রং রয়েছে।একপাশে নীল অন্যপাশে নীল ও মিষ্টি রঙের সমন্বয় রয়েছে।ভিতরের এই পার্টটি লাগালে কালার চেঞ্জ অবস্থায় দেখা যায়।অর্থাৎ দুটি কালার চোখে ধরা পড়ে ফোন নাড়ানোর সঙ্গে সঙ্গে।

IMG_20230611_163109.jpg

আমাদের এখানে 60 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ফোন কভার পাওয়া যায়।তবে কমদামের কভারগুলি বেশ শক্ত হয় ফলে খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।আমার দাদা সবসময় যেকোনো জিনিস বারবার কেনার থেকে একবারে একটু ভালো মানের কেনার চেষ্টা করে।দাম বেশি হলেও একবারে ভালো জিনিস কিনলে অনেক দিন টেকসই হয়।তাই এই কভারটি 150 টাকা দিয়ে কিনে এনেছিল আমার ফোনের জন্য।

এই ছবিতে ফোনের দ্বিতীয় পার্ট লাগানোর পর বাইরের অংশ এমন দেখতে লাগবে।চাইলে দ্বিতীয় পার্ট ছাড়াই শুধু কাঁচের মতো অংশ ও ফোন কভারে ব্যবহার করা যাবে।

IMG_20230611_163123.jpg
এছাড়া ফোনের ভিতরের অংশ এমন নীল রঙের।আমার কাছে ফোনের দুটি পার্ট হওয়াতে বেশি ভালো লেগেছে।যখনই মন চাইবে দুইরকম ভাবে ব্যবহার করা যাবে কভারটি।

IMG_20230610_183319.jpg
কভারে কাঁচের রংয়ের সঙ্গে পাশে গোল্ডেন কালারের রংটি বেশ ভালো মানিয়েছে।এটি যেহেতু কালার চেঞ্জ হচ্ছিল তাই লাইটের আলোতে আবার ভিন্ন ধরনের রং অর্থাৎ আকাশি রং দেখা যাচ্ছিল।

IMG_20230610_182935.jpg

তো আমার দাদার এনে দেওয়া ফোন কভারটি আমার কাছে অনেক ভালো লেগেছে।আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোষ্ট ও ছবিগুলো ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 last year 

আপনার দাদার এনে দেওয়া ফোনের কভার টা আসলেই খুব সুন্দর। কাঁচ এবং রবারের দুটো কভারই রয়েছে এখানে। কালার চেঞ্জের বিষয়টাও বেশ ভালো লেগেছে দেখতে। আপনার ফোনের কভার দেখছি অনেকদিন টিকে। আর আমি তো প্রায় চার পাঁচ মাস আগে একটি কাঁচের কভার কিনেছিলাম সেটি এখন প্রায় অনেকটাই ভেঙ্গে গিয়েছে। তবে কভারটা আমার খুব পছন্দের তাই চেঞ্জ করা হয়নি।
যাই হোক কভারটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর দামটাও খুব কমই মনে হল।

 last year 

কাঁচ এবং রবারের দুটো কভারই রয়েছে এখানে।

@isratmim আপু,কাঁচের মতো ঝকঝকে তবে কোনো কাঁচ নেই, ওটাই মূলত রবারের।আর ভিতরেরটা আলাদা,আমার এইরকম সিম্পল কভারই ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আপনার দাদার কেনা এই মোবাইলের কাভার টি। খুব সুন্দর একটা মোবাইলের কাভার নিয়ে এসেছে আপনার দাদা আপনার জন্য। দুই রকম ভাবে এটি লাগানো যাবে এই পদ্ধতিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। যেহেতু ১৫০ টাকা দিয়ে এই কাভারটি কেনা হয়েছে তাই অনেকদিন যাবে। আর আপনার দাদা একটু ভালো মানের মোবাইলের কাভার কিনেছে যা দেখে বুঝতে পারছি। ভালো লাগলো আপনার সম্পূর্ণ পোস্ট।

 last year 

আপনার কাছে ফোনের কভারটি পছন্দ হয়েছে এটা জেনে আমার ও ভালো লাগছে আপু।ধন্যবাদ আপনাকে☺️.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62065.67
ETH 2429.85
USDT 1.00
SBD 2.68