"চোরের হাত থেকে সতর্ক থাকুন"

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।

চোরের হাত থেকে সতর্ক থাকুন:

IMG_20230930_082036.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে সতর্কতামূলক একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি।যদিও আমি এতে আমার নিজস্ব মতামত শেয়ার করার চেষ্টা করেছি।আসলে প্রত্যেক সময় সংবাদ মাধ্যমে বা খবরের কাগজে চোখ রাখলে দেখা যায় বর্তমানে চোরের সংখ্যা কতটা বেড়ে গেছে।তাই সকলকে সাবধানে থাকাটা জরুরি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক----



এমন একটা সময় ছিল যখন ডাকাতের উপদ্রব ছিল বেশি।ডাকাতের ভয়ে মানুষ সন্ধ্যার পর থেকে ঘরের বাইরে বের হতো না।এমনকি রাস্তা দিয়ে মানুষ নিরাপদে হাঁটতে পারতো না সমস্ত দামি কিছু লুট হয়ে যেত অথবা প্রাণ দিতেও হতো।তখন ছিঁচকে চোরের সংখ্যা ছিল বেশি।যেমন মানুষের ঘর থেকে থালাবাসন, কাপড়চোপড় ও হাসমুরগি ইত্যাদি চুরি করতো শিদ কাঁটা পদ্ধতির মাধ্যমে।আর এটা গ্রামেই বেশি দেখা যেত গৃহস্থদের মাটির ঘরে।

বর্তমানে সেই শিদকাঁটা চোরের সংখ্যা বা ডাকাতের সংখ্যা অনেকখানি কমে গেলেও নতুন নতুন চোরের অভাব নেই।যদিও ডাকাতের কথা এখন শোনাই যায় না শুধু গল্প হয়েই রইয়ে গেছে।সেই নতুন নতুন চোরেরা আবার বেশ দক্ষ সম্পন্ন,এমনকি ছোট ছোট দলে বিভক্ত।

শুধু গ্রামাঞ্চলেই এই চোরের উপদ্রব দেখা যাচ্ছে তা কিন্তু নয় শহরাঞ্চলেও পুরো প্রস্তুতি নিয়ে চোরের সংখ্যা বেড়েই চলেছে।কয়েকদিন আগে দেখছিলাম, মাঠে এক ছাগল চড়ানো মহিলা বকাবকি করছে।আর সামনেই দুটি ছোট ছেলেমেয়ে হেঁটে যাচ্ছে।উস্কোখুস্কো চেহারার ময়লা পোশাকে, হাতে একটি বাজার করা ব্যাগের মতো রয়েছে।এখনো তাদের শৈশব কাটে নি।মহিলাটি মূলত তাদের দেখেই বকাবকি করছিল।কারন হিসেবে জানতে পারলাম, এখানের অধিকাংশ মানুষ যেহেতু মাঠের কাজে ও গরু ছাগল চড়ানোর কাজে ব্যস্ত থাকে।তখন এই ছেলেমেয়ে মানুষের বাড়ি ঢুকে জিনিসপত্র চুরি করে 11-12টার টাইমে।ওই মহিলাটি তাদের প্রতিবেশী এক মহিলার বাড়ির দরজায় শিকল ধরে টানাটানি করতে দেখেছে তাই সে সবাইকে এই কথা বলে সতর্ক করে দিচ্ছিল।আসলে ভাবতে কষ্ট হয় পরিবেশ ও সমাজ এখন এতটাই নিষ্ঠুর যে শৈশবেও এই বাচ্চাদের এই সমস্ত খারাপ কাজে লিপ্ত হতে হচ্ছে।

এছাড়া মাঝে খবরে দেখছিলাম,60 বছরের উপরে মহিলারা দল গঠন করে শহরের বাড়িতে ভিক্ষার নাম করে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে তারপর সুযোগ বুঝে চুরি করছে তালা ভেঙে।তাই ইট-পাথরের শহরেও নিরাপত্তা নেই।এক্ষেত্রে নিজেদের সতর্কতা অবলম্বন করাটা খুবই জরুরী।যাকে তাকে বিশ্বাস করে সাহায্য করা একদম উচিত নয়।অপরিচিত মানুষের কথার জালে জড়ানো একদম ঠিক নয়।বিশেষ করে বাড়ির মহিলাদের অসতর্কতার জন্য এমন ঘটনা ঘটে।তাই সকলেই সতর্ক থাকুন।

আশা করি আমার আজকের লেখাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

আসলে এখন ছোট বাচ্চারাও চুরির কাজে লিপ্ত হচ্ছে আস্তে আস্তে। আর মহিলাদের যে বিষয়টা বলেছেন এটা কিন্তু একেবারে সত্যি। ভিক্ষার নাম দিয়ে তারা বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন তথ্য সংরক্ষণ করে এবং চুরি করার কাজে তা ব্যবহার করে। আপনি অনেক সুন্দর করে আজকের পোস্টটা লিখেছেন যা পড়ে সতর্ক হলাম। আপনারা ও সতর্ক থাকবেন সব সময়।

 11 months ago 

একদম আপু,বর্তমান সময়ে সতর্ক থাকাটা ভীষণ জরুরি।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

যেকোনো কিছুর প্রতি আমরা যদি আগে থেকে সতর্ক থাকি, তাহলে এটা আমাদের নিজেদের জন্যই অনেক বেশি ভালো হবে। আসলে এখন চুরি করার বিষয়টা অনেক বেশি বেড়েছে। ছোট বড় সবাই এখন এই কাজের লুপ্ত হয়ে গিয়েছে। আপনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আজকে লিখেছেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে।

 11 months ago 

বয়স এখন কোনো বিষয় না হয়ে খারাপ কাজে ব্যবহার হচ্ছে বেশি।

 11 months ago 

সত্যি আপু বর্তমান সময়ে চোরের বেশি উৎপাদ বেড়ে গেছে। আসলে ডাকাত বর্তমান নামে চলে কিন্তু কাজে দেয় চোর।বর্তমান ভিক্ষা করার অজুহাত দিয়ে সুযোগ বুঝে চুরি করে নিয়ে যায়।আসলে এই ধরনের চোর থেকে আমাদের সাবধান থাকতে হবে। ধন্যবাদ আপু সচেতনতা মূলক একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

মানুষকে এখন বিশ্বাস করাটা বড় ভুল হয়ে দাঁড়াচ্ছে,ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59834.01
ETH 2665.66
USDT 1.00
SBD 2.46