Diy- "রঙিন কাগজ দিয়ে কিউট সূর্য তৈরি"
নমস্কার
রঙিন কাগজ দিয়ে কিউট সূর্য তৈরি:
বন্ধুরা,অনেকদিন হলো diy তৈরি করা হয়না।তাই ভাবলাম আজ ভিন্ন কিছু তৈরি করবো রঙিন কাগজ দিয়ে।আমি এখানে দুটি ভিন্ন রঙের কাগজ ব্যবহার করে সূর্য তৈরি করেছি।আসলে সকাল হতেই সূর্য আমাদের পৃথিবীকে আলো দেয় ,তাই আমরা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি উপভোগ করতে পারি।তবে আমি সূর্যকে গোলাকার বৃত্তের মতো আকৃতি না করে একটু ভিন্ন আকৃতিতে তৈরি করেছি।তাই সূর্যটি তৈরির পর দেখতে বেশ কিউট লাগছিল। তাছাড়া যেকোনো diy তৈরি করতে আমার খুবই ভালো লাগে।যদিও সময়ের অভাবে তৈরি করা হয় না।আজ সেই ভালো লাগা থেকেই রঙিন কাগজ দিয়ে ভিন্ন একটি diy তৈরি করার চেষ্টা করলাম।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন diy টি তৈরি করা যাক---
উপকরণসমূহ:
●কেচি
●আঠা
●কালো বলপেন
প্রস্তুতপ্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি হলুদ রঙের কাগজ নিয়ে ছোট ছোট চারকোনা করে কেটে নিলাম তিন খণ্ডে।
ধাপঃ 2
এরপর ছোট ছোট একটি করে সোজা ভাঁজ এবং একটি উল্টো ভাঁজ দিয়ে নেব।
ধাপঃ 3
এবারে ভাঁজ করা কাগজটি মাঝবরাবর আবারো ভাঁজ করে নিলাম।
ধাপঃ 4
তো আমি এভাবে আরো তিনটি কাগজ ভাঁজ করে তৈরি করে নিলাম।
ধাপঃ 5
এরপর সব ভাজ করা কাগজগুলো একত্রে আঠা দিয়ে আটকে নিলাম।
ধাপঃ 6
এবারে সাদা রঙের কাগজ কেচি দিয়ে কেটে দুটি চোখ ও একটি মুখের আকৃতি তৈরি করে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে কালো রঙের বলপেন দিয়ে চোখ, নাক ও ঠোঁটের অংকন করে নিয়ে আঠা দিয়ে ভাঁজ করা কাগজের উপর আটকে নিলাম।
ছবি উপস্থাপন:
তো তৈরি করা হয়ে গেল আমার "রঙিন কাগজ দিয়ে কিউট সূর্য"।এটি দেখতে খুবই কিউট ও আকর্ষণীয় দেখতে লাগছিল।
আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের diyটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | diy |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর পোস্ট করতেছে সবাই এবং আজকে আপনি রঙিন কাগজ দিয়ে কিউট সূর্য তৈরি করেছেন। এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। জি সকাল হতেই সূর্য আমাদের পৃথিবীতে আলো দেয় এবং সূর্য অনেক সুন্দরভাবে ফুটে উঠে। যার ফলে আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারি। আমার কাছে ও সপ্তাহে একদিন এসো নিজে করি ডাই তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে এবং আজকেও আপনি এটা তৈরি করেছেন এবং এটা করতে যেহেতু সময় লাগে তাই সময় নিয়ে করতে হবে। আপনি দারুণ দক্ষতায় রঙ্গিন কাগজ দিয়ে কিউট সূর্য তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল। এটা দারুন ছিল
যেকোনো diy করতে হলে সময় নিয়ে করতে হবে ঠিকই বলেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
দিয়ে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সূর্য বানিয়েছেন। আপনার এই সূর্য আমার কাছে অনেক ভালো লেগেছে। সূর্যের কালার খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে বানানো সূর্যটা আসলেই অনেক চমৎকার লাগছে। খুব সুন্দর ধাপে ধাপে এই কাজটি কিভাবে করেছেন সেটি দেখিয়েছেন এটাও ভালো লাগলো। সব মিলিয়ে চমৎকার ছিল আপনার আজকের এই ডাই ব্লগটি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।
আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে কিউট সূর্য তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া।
ভিন্ন আকৃতিতে তৈরি করা আপনার সূর্যটি কিন্তু দেখতে বেশ দারুন লাগছে। আপনি বেশ সুন্দর করে ধাপে ধাপে সূর্য বানানোর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে আমার কাছে ভালো লেগেছে যে আপনি সূর্যটি অন্য একটি আকৃতিতে তৈরি করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য আপু।
চেষ্টা করি যেকোনো কিছুর ভিন্ন মাত্রা দিতে,আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপু।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে সূর্য তৈরি। আপনার তৈরি রঙিন কাগজের সূর্য দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সূর্যের মুখ তৈরি দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজের সার্থকতা ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
আপু রঙিন কাগজ দিয়ে সত্যিই কিউট একটি সূর্য তৈরি" আমাদের মাঝে শেয়ার করেছেন। সূর্যটি দেখতে সূর্যের মতোই হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু। এত সুন্দর একটি সূর্য সকাল সকাল উপহার দেয়ার জন্য।♥♥
আপনাকে ও ধন্যবাদ আপু, সকাল সকাল সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটা সূর্য তৈরি করছেন। আপনার তৈরি করা সূর্য টি দেখতে দারুণ লাগতেছে। আপনার দক্ষতা আছে এটা মানতে হবে।যাইহোক আপনি খুবই ভালো ভাবে ধাপে ধাপে সূর্য তৈরি করার প্রক্রিয়াটি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া,সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।
অসাধারণ আপু আপনার শেয়ার করা রঙিন কাগজের সূর্য তৈরির আরিগ্যামি। এ ধরনের অরিগ্যামি গুলো খুবই ভালো লাগে। রঙিন কাগজের ভাঁজ দিয়ে কিউট সূর্য তৈরি করলেন। আমার কাছে আপনার শেয়ার করা কিউট সূর্যের অরগ্যামি খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আপনাদের কাছে ভালো লেগেছে আমার diy টি জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।