Diy---"সামুদ্রিক কাঁকড়ার খোলা দিয়ে ক্যাকটাস উদ্ভিদ তৈরি"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি diy নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি diyটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

Diy---সামুদ্রিক কাঁকড়ার খোলা দিয়ে ক্যাকটাস উদ্ভিদ তৈরি:

IMG_20240630_192015.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি diy পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে সামুদ্রিক কাঁকড়ার খোলা দিয়ে ক্যাকটাস উদ্ভিদ শেয়ার করেছি।আসলে আমি চেষ্টা করি মাঝে মাঝেই নতুন কিছু তুলে ধরার।যেগুলো সম্পূর্ণ আমার ভাবনা থেকেই আসে।আমি জানি না, এই ধরনের diy পূর্বে আপনারা দেখেছেন কিনা কিংবা কেউ তৈরি করেছে কিনা!যাইহোক অনেকগুলো সামুদ্রিক কাঁকড়া আমাদের বাড়ি কিনে আনা হয়েছিল, বিভিন্ন ডিজাইন হওয়ার ফলে খোলাগুলি সুন্দর দেখতে লাগছিলো।তাই কাঁকড়া কাটার পর খোলাগুলি ফেলতে মন চাইছিলো না একদম-ই।তাই ভাবলাম ফেলেই যখন দেব, তখন এগুলো সাজিয়ে কিছু একটা তৈরি করি।আর তৈরি করে ফেললাম ক্যাকটাস উদ্ভিদ।যেটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছিলো।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে diy টি।তো চলুন শুরু করা যাক---

IMG_20240630_181337.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1. কলাপাতা
2.সামুদ্রিক কাঁকড়ার খোলা

IMG_20240630_181119.jpg

পদ্ধতিসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20240630_181132.jpg
প্রথমে আমি বেশ কিছু কাঁকড়ার খোলা নিয়ে নিলাম।আর কাঁকড়ার খোলাগুলি এইভাবে সাজিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20240630_181157.jpg
এবারে একটি জিরাফের মতো ডোরাকাটা কাঁকড়ার খোলা মাঝখানে রেখে তার পাশ দিয়ে তিনটি করে তিল দেওয়া কাঁকড়ার খোলা সাজিয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20240630_181219.jpg
এরপর উপরে একটি খোলা ফুলের পাপড়ির মতো সাজিয়ে নিয়ে জিরাফের মতো ডোরাকাটা কাঁকড়ার খোলার নীচে দুটি খোলা সাজিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20240630_181255.jpg
এখন উপরের দিকে দুটি খোলার মাঝবরাবর অংশে ভিন্ন ডিজাইনের আরো দুটি কাঁকড়ার খোলা সাজিয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20240630_181557.jpg
এবারে নিচের দিকে একটি কাঁকড়ার খোলা দিয়ে ডোরাকাটা কাঁকড়ার খোলা দুটি জড়ো করে নিলাম।

ধাপঃ 6

IMG_20240630_181317.jpg
এখানে ক্যাকটাস উদ্ভিদের নীচে ডোরাকাটা কাঁকড়ার খোলা দুটি সাজিয়ে নেওয়া হয়েছে মাটিতে।যাতে মনে হয়, এটির উপর উদ্ভিদটি বেড়ে উঠেছে।

ছবি উপস্থাপন:

IMG_20240630_181440.jpg

IMG_20240630_181416.jpg
সবশেষে তৈরি করা হয়ে গেল সামুদ্রিক কাঁকড়ার খোলা দিয়ে ক্যাকটাস উদ্ভিদ।এটি দেখতে অনেক সুন্দর লাগছিলো।।


আশা করি আমার আজকের diyটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 last month 

আপু আপনার আইডিয়া দেখে সত্যিই ভালো লাগলো। কাঁকড়ার খোলা দিয়ে ক্যাকটাস তৈরীর আইডিয়াটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখতেও কিন্তু দারুন হয়েছে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

আপনার কাছে আমার আইডিয়াটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপনাকে।

 last month 

প্রথমে কাকটাস উদ্ভিদ খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে মাথায় আসলো আপনি তো এই কাঁকড়া দিয়ে তৈরি করেছেন। আসলে সমুদ্রের কাকড়া গুলো খুবই সুন্দর হয়ে থাকে। অনেক অনেক ভালো লাগলো ভাই এত সুন্দর কাঁকড়া গুলো দিয়ে কাকটা গাছ তৈরি করতে দেখে।

 last month 

অনেক অনেক ভালো লাগলো ভাই এত সুন্দর কাঁকড়া গুলো দিয়ে কাকটা গাছ তৈরি করতে দেখে।

মাঝে মাঝেই ভাই হতে ভালোই লাগে। আর এখন খুঁজে পেলেন ক্যাকটাস গাছ জেনেও ভালো লাগলো, ধন্যবাদ।

 last month 

আপু আপনার এটা অনেক ইউনিক একটি কারুকলা হয়েছে। আমার কখনো মাথায় আসেনি যে কাঁকড়া দিয়ে এরকম কিছু বানানো যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর কাজের জন্য।

 last month 

আসলে ভাইয়া, সেই তো ফেলেই দেব তার থেকে একটা কিছু তৈরি করার চেষ্টা করলাম।ধন্যবাদ আপনাকে।

 last month 

অসাধারণ আপু, আপনার পোস্ট দেখে খুব ভালো লাগলো। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকারভাবে কাঁকড়ার খোলা দিয়ে ক্যাকটাস উদ্ভিদ তৈরি করেছেন খুবই দুর্দান্ত হয়েছে। কাঁকড়ার খোলা দিয়ে ক্যাকটাস উদ্ভিদ দেখতে বেশ সুন্দর লাগছে। ক্যাকটাস উদ্ভিদ তৈরি করার প্রক্রিয়া বেশ দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

প্রশংসামূলক মন্তব্য পড়ে বেশ লাগলো, ধন্যবাদ ভাইয়া আপনাকেও।

 last month 

আপনার আইডিয়াটা বেশ দারুন ছিল আপু। সামুদ্রিক কাঁকড়ার খোলা দিয়ে বেশ দারুন ভাবে ক্যাকটাস উদ্ভিদ তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last month 

সামুদ্রিক কাঁকড়ার খোলা দিয়ে ক্যাকটাস উদ্ভিদ তৈরি আমি তো অবাক হয়ে গেলাম এতো সুন্দর করে সামুদ্রিক কাঁকড়ার খোলা দিয়ে ক্যাকটাস উদ্ভিদ তৈরি করা দেখে।চমৎকার সুন্দর হয়েছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে ক্যাকটাস উদ্ভিদ তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ।

 last month 

আপনার চমৎকার মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23