(গল্পে গল্পে)"বড় লেদা পোকার ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ফটোগ্রাফি ব্লগ নিয়ে।সেটি হলো-"বড় লেদা পোকার ফটোগ্রাফি"।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

(গল্পে গল্পে)বড় লেদা পোকার ফটোগ্রাফি:

IMG_20240219_144455.jpg

ফটোগ্রাফি করাটাও একটি আর্ট।প্রথমত ফটোগ্রাফি করাটা পছন্দসই না হলেও এখন বেশ ভালো লাগে আমার ফটোগ্রাফি করতে।তাইতো নতুন কিছু দেখলেই দৌড়ে চলে যাই ফটোগ্রাফি করতে।ততটা পারদর্শী না হলেও ফটোগ্রাফির প্রতি আলাদা একটা টান কিন্তু কাজ করেই থাকে আমার।গত দুই দিন স্নান সেরে পূজা দেওয়ার জন্য ফুল গাছ থেকে ফুল তুলতে গিয়েই চোখে পড়লো আমার ইয়া বড় সবুজ রঙের লেদা পোকা।

IMG_20240219_144427.jpg

বড় টগর গাছের পাতাগুলি এই সময় আসলেই ন্যাড়া করে রেখে যায় এই পোকাগুলি খেয়ে।পোকাগুলি দেখতে ভারী কিউট তবে আমার ফটোগ্রাফি করা রয়েছে পূর্বে এই জন্য আর গুরুত্ব দিইনি।মায়ের সঙ্গে বলতেই আমাকে পোকাটি ধরে মেরে ফেলতে বলেছিল।কিন্তু আমার পরে আর মনেই ছিল না, তাছাড়া এই ধরনের সবুজ রঙের পোকার ফটোগ্রাফি আমি আপনাদের সঙ্গে পূর্বে শেয়ারও করেছি।

IMG_20240219_144513.jpg

গতকাল হঠাৎ আমাদের বাড়ির পোষ্য বিড়াল এমন ধরনের একটি পোকা ধরে আনলো।আর পোকাটি তিড়িং তিড়িং করে লাফালাফি শুরু করে দিল।সেটা দেখেই আমার মনে পড়ে গেল গাছের পাতাখেকো পোকার কথা।তো এই পোকাগুলি খুবই ক্ষতিকর ও বিষাক্ত হয়ে থাকে।তাই পোষ্য বিড়ালের কাছ থেকে কেড়ে নিয়েই মা ফেলে দিয়ে আসলো ক্যানেলে।তার আগেও নাকি মা আরেকটি পোকা ফেলে দিয়ে এসেছে।

IMG_20240219_144523.jpg

সেটা শুনেই মনে পড়ে গেল আমার ফুল গাছের কথা।গাছের কাছে গিয়ে খোঁজাখুঁজি করে দেখতে পেলাম না পোকাটিকে,ততক্ষনে আমার ফুল গাছের সব পাতা খেয়ে উধাও হয়ে গিয়েছে।কিন্তু পাশেই কলাপাতার উপর আলাদা একটা পোকা দেখতে পেলাম।পোকার মুখগুলো খুবই শক্ত হয়ে থাকে আর গায়ের রং বিভিন্ন ধরনের হয়ে থাকে।লেদা পোকার অনেক প্রজাতির হয়ে থাকে।এক একটি পোকার গায়ে অনেকগুলো রঙের মিশেল রয়েছে।এই পোকার গায়েও 6-7 টি রঙের মিশেল রয়েছে।এই পোকাগুলি খুবই বিষাক্ত ও ক্ষতিকর তাই ক্যানেলে ফেলে দিয়ে আসলাম।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

এই পোকা গুলো সবুজ পাতা খেয়ে ফেলে। পোকাটির নাম আমার জানা ছিলো না। ফটোগ্রাফি তে পোকার ছবি দেখে তো ভয় লাগতেছে দিদি। আপনি তো বেশ সাহসী নারীর মতো ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ভাইয়া, আমাদের বর্ধমানে পোকা-মাকড়ের উপদ্রব একটু বেশিই।ধন্যবাদ আপনাকে ও।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু আপনার তো দেখছি দারুন সাহস। আমিতো পোকাটির ফটোগ্রাফি দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম। আর আপনি পোকাটির ফটোগ্রাফি করে নিলেন। পোকাটি দেখতে বেশ ভয়ানক। আপনার সাহসিকতা দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 4 months ago 

ভাইয়া, গ্রামে আমরা এই সমস্ত পোকা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, ফটোগ্রাফি এক প্রকার আর্ট। আপনি অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন লেদা পোকার। দেখে জীবন্ত মনে হচ্ছে। যে কোন গাছের পাতার জন্য লেদা পোকা ক্ষতিকর। একটি পাতায় এই পোকার আগমন ঘটলে ঐ গাছের সব পাতা খেয়ে শেষ করে দেয়। সুন্দর বর্ণনা সহ ফটোগ্রাফিটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 months ago 

আপু,এটা জীবন্ত পোকা-ই তো।নাহলে কি আর একেক সময় একেক রকম পোজ দেয়,ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে ফটোগ্রাফি একপ্রকার আর্ট। যদি সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করা যায় তাহলে দেখতে অনেক ভালো লাগে। তবে লেদা পোকাটি দেখে ভীষণ ভয় লাগছে আমার। এই ধরনের পোকা আমার দেখলেই ভয় লাগে। লেদা পোকার ফটোগ্রাফি করে দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আপু ,ভয় পাওয়ার কিছু নেই এরা শুধু গাছেরই ক্ষতি করে।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65348.61
ETH 3557.74
USDT 1.00
SBD 2.45