"নীরবতা-ই একমাত্র সঙ্গী"

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।

নীরবতা-ই একমাত্র সঙ্গী:

IMG_20231124_234331.jpg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে নীরবতা সম্পর্কে আমার নিজস্ব অনুভূতি শেয়ার করবো।আসলে প্রত্যেক মানুষ-ই কোনো না কোনো একসময় নীরবতায় থাকতে চান।কিন্তু এই নীরবতা কখনো সখনো ভয়াবহ আকার ধারণ করে সেটা নিয়েই লিখবো আজ।এক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অনুভূতি প্রকাশ করছি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক----



নীরব শব্দের অর্থ হচ্ছে নিঃশব্দ বা বাক্যহীন।জীবনে মানুষের অনেক মুহূর্তে কষ্টের ছায়া নেমে আসে।তখন নীরবতা-ই একমাত্র সঙ্গী হয়ে রইয়ে যায়।

মানুষের জীবনে তখনই একাকী পদার্পন করে যখন সে কোনো চাওয়া পাওয়া থেকে বঞ্চিত থাকে কিংবা কেউ তাকে দুঃখ দিয়ে দূরে সরে যায়।নিরবতা-ই তখন একমাত্র সঙ্গী হয়ে পাশে দাঁড়ায়।কেউ পৃথিবী ছেড়ে চলে গেলে মানুষ যেমন নীরবতা পালন করে এবং দুঃখ পায় তার থেকে বেশি একাকীত্ব অনুভব করে যখন তার প্রিয় মানুষ তার থেকে দূরে সরে যায়।এই কষ্টটা মনে চাপা পড়ে তীব্র যন্ত্রণার সৃষ্টি করে, আর নীরবতা তখনই সঙ্গী হয়ে কাছে আসে।

নীরবতা মানুষের সঙ্গী যেমন হতে পারে তেমনি খারাপ মানুষের উচিত জবাবের হাতিয়ার হিসেবেও কাজ করতে পারে। চলুন বিষয়টি সহজ করার জন্য ছোট্ট একটি গল্প বলি আপনাদের---একব্যক্তি অতিরিক্ত কথা বলে ফলে তার সব কথা গ্রহণযোগ্য হয় না।মতের অমিলে তাই অন্যদের সঙ্গে তার বারবার ঝামেলার সৃষ্টি হয়।তখন সেই বেশি কথা বলা ব্যক্তিকে একজন বলেছিলেন, তুমি শুধু শুধু অতিরিক্ত কথা না বলে নীরব হয়ে থাকবে।অনেক কথার প্রতিউত্তরে নীরবতা-ই সুন্দর অস্ত্র হয়ে কাজ করবে।

তেমনি ধরুন,কারো কথা আপনার কোনো কারণে পছন্দ হলো না কিংবা আপনি কাউকে এড়িয়ে চলতে চান তখন নীরবতা আপনাকে সেই কাজে সাহায্য করবে।খুব সহজেই আপনি নীরব থেকে শত্রুদের সেটা বুঝিয়ে দিতে পারবেন। নিঃশব্দে তাদের উপর থাকা সব ক্ষোপ, রাগ প্রকাশ করতে পারবেন সহজেই।অনেক ক্ষেত্রে নীরবতা দিয়েই অনেক বড় কোনো ঝামেলাকে আটকে দেওয়া যায় খুব সহজেই।

আশা করি আমার আজকের লেখা পোস্টটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

পোস্ট টি ভাল ছিল,তবে আরেকটু বেশি আশা করেছিলাম।নীরবতা যেমন উচিত জবাব আবার শোক কাটিয়ে উঠতে সাহায্য করে তেমনি আবার নীরব ব্যক্তির শত্রু কম থাকে। ধন্যবাদ সুন্দর টপিক নিয়ে লিখার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

পোস্ট টি ভাল ছিল,তবে আরেকটু বেশি আশা করেছিলাম।

দাদা,রাতে ঘুমিয়ে ঘুমিয়ে লিখেছিলাম।এখন আরেকটু বাড়তি করে লিখে দিয়েছি,,ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

খুব সুন্দর পোস্ট করেছেন দিদি।আসলেই নিরবতা অনেক কিছুর প্রকাশ করে।ঠিক বলেছেন নিরবতা যেমন সঙ্গী হতে পারে তেমনি খারাপ মানুষকে এই নিরবতার মাধ্যমেই উচিত জবাব দেয়া যায়। ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 months ago 

আপনার সুন্দর মন্তব্য এর জন্য,ধন্যবাদ দিদি।

 8 months ago 

আমাদের খারাপ সময়ে একমাত্র সঙ্গী নীরবতা।আমার ভীষণ ভালো লাগে আপনি প্রতিনিয়ত পোষ্টের মধ্যে ভিন্নতা আনার চেষ্টা করতেছেন এবং পোস্টের ভিন্নতা আনতে আপনি খুবই ভালোবাসেন। প্রতিটা মানুষের জীবনে কিন্তু কষ্ট থাকে এই সেই কষ্টের সময় কিন্তু একমাত্র সঙ্গী হয়ে থাকে এই নীরবতা। ভালো সময় সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময়ে এই নীরবতা ছাড়া কেউ পাশে থাকে না।

আপু একটা কথা আমি বলতে চাই যে আপনার পোস্টে লেখার থেকে ভূমিকা হয়ে গেছে বেশি।

যাই হোক আপনি নীরবতা নিয়ে অনেক সুন্দর কিছু কথা আমাদের মাঝে বলেছেন। যে আমাদের খারাপ সময়ে কিন্তু একমাত্র হাতিয়ার হতে পারে এই নীরবতা। আমাদের এটাই উচিত বিপদ আসলে ধৈর্য ধরতে হবে এবং কেউ যদি আমাদের সাথে কোন খারাপ ব্যবহার করে আমাদের নীরবতা অর্জন করতে হবে। এটা অনেক সাহায্য করবে। সকল প্রকার রাগ প্রকাশ করতে পারা যাবে নিঃশব্দে নীরবতার মাধ্যমে। যাইহোক অনেক সুন্দর আলোচনা করেছেন।

Posted using SteemPro Mobile

 8 months ago 

পোস্টের ভিন্নতা আনতে আপনি খুবই ভালোবাসেন।

ঠিক বলেছেন ভাইয়া, বরাবরই আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোষ্ট করার জন্য।ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

খুব চমৎকার ভাবে নীরবতা নিয়ে পোস্ট শেয়ার করলেন। এটা সত্যি মানুষ যখন কারো দ্বারা আঘাত পায় তখনই সে নীরব হয়ে যায়। নীরবতা তখন তার সঙ্গী হয়ে পাশে থাকে।আর এই নীরবতাই সেই আঘাত দেয়া মানুষটিকে জবাব দেয়া।খুব সুন্দর ভাবে নীরবতা ই একমাত্র সঙ্গীনিয়ে লেখাটি শেয়ার করলেন। ধন্যবাদ দিদি সুন্দর করে বিষয়টিকে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য, ধন্যবাদ আপু।

 8 months ago 

খুব সুন্দর একটা টপিক শেয়ার করেছেন দিদি। আসলে সবসময় আমাদের নীরব থাকাও উচিত নয়। আবার মাঝে মাঝে নীরব থাকতে হয়। নিজের সম্মান বলেও একটা কথা আছে

 8 months ago 

ঠিক বলেছেন, ধন্যবাদ ভাইয়া।

 8 months ago 

বাহ্! দারুণ বলেছেন তো আপু, আমিও মনে করি নীরবতা আমাদের জীবনের একমাত্র সঙ্গী। আমরা অনেক সময় বিভিন্ন কারণে জীবনে অনেক কষ্ট পেয়ে থাকি, তখন অতি শোকে একেবারে পাথর হয়ে যাই। আর তখন নীরবতা হয় আমাদের নিত্য সঙ্গী। আবার কাউকে এড়িয়ে চলতে নীরবতা দারুণ ভূমিকা পালন করে। দারুণ লিখেছেন আপু। পোস্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64646.41
ETH 3230.29
USDT 1.00
SBD 2.63