"বর্ধমানের ঘোড়দৌড়চটি সব্বর্জনীন পূজা প্যান্ডেলের কিছু ফটোগ্রাফি(থিমসহ)"

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আজ শেয়ার করবো নবমী পূজা দেখার কিছু অনুভূতি ও ফটোগ্রাফি।আশা করি ফটোগ্রাফিগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

বর্ধমানের ঘোড়দৌড়চটি সব্বর্জনীন পূজা প্যান্ডেলের কিছু ফটোগ্রাফি(থিমসহ):

IMG-20231026-WA0012.jpg

বর্ধমান একটি ঐতিহাসিক শহর।কলকাতার পরেই তাই বর্ধমান শহরের নাম বলাই যায়।কারন এই বর্ধমান শহরের আলাদা একটা ঐতিহ্যও খ্যাতি যেমন রয়েছে তেমনি বেশ পরিচিতিও রয়েছে।বর্ধমান শহরে আগেকার দিনে অনেক জমিদার ও রাজ -রাজাদের বসবাস ছিল।বর্তমানে সেই জমিদারীত্ত্ব না থাকলেও তাদের কিছু বংশধর রয়েছে,আবার কোনো কোনো রাজা তার সম্পত্তি কলেজ কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে দান করে গিয়েছেন।কোনো কোনো জমিদার বাড়ি আবার পরিত্যক্ত অবস্থায় পাখি কিংবা ছোট ছোট প্রাণীর বসবাসের স্থান হয়ে রইয়ে গেছে। যাইহোক আমি নবমীর দিনে বর্ধমান শহরের পূজা দেখতে বের হয়েছিলাম।আর ঘুরে ঘুরে মোট ছয়টি প্যান্ডেলের পূজা দেখেছি।প্রত্যেকটি প্যান্ডেল আলাদা আলাদা থিম ও বিষয়ের উপর ভিত্তি করে তৈরি।তাই সবগুলো প্যান্ডেলের বর্ননা বা ছবি একটি পোষ্টে শেয়ার করা সম্ভব নয়।সেগুলো আমি আপনাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করবো।তো চলুন দেখে নেওয়া যাক---

IMG-20231026-WA0014.jpg

প্রথমত আমি বাড়ির সামনে থেকে বাস ধরে চলে গেলাম বর্ধমান শহরে।গন্তব্য ছিল পুলিশ লাইনে নামার কিন্তু বাস সেই অব্দি না যাওয়াতে আমাদের আরো দুই স্টপ আগেই নেমে যেতে হয়েছিল।এরপর রোদ্রের মধ্যে শুরু হলো হাঁটা, যদিও খুবই কষ্ট হচ্ছিল তবুও যেতে যেতে আলিশায় একটি ছোট পূজা প্যান্ডেল দেখতে পেলাম।তারপর মায়ের মুখ দর্শন করে মনে প্রশান্তি মিললো।

IMG-20231026-WA0016.jpg

IMG-20231026-WA0013.jpg

আলিশায় এই পূজা প্যান্ডেলের নাম ছিল ঘোড়দৌড়চটি সব্বর্জনীন।এই প্যান্ডেলের থিমের নাম আমার সঠিক জানা নেই।তবে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে সমুদ্রের নানা বিষয়ের আদলে।এখানে সমুদ্রের তলদেশে নানা উদ্ভিদ, ছোট-বড় মাছ,শামুক-ঝিনুক জাতীয় প্রজাতি এবং জলের সুন্দর বুদবুদকে কেন্দ্র করে সবকিছু সাজানো হয়েছে।প্যান্ডেলের গাঁয়ে নীল রঙের প্লাস্টিক ও ভিতরে নানা জীবিত মাছসহ ,খেলনা জাতীয় নানা কিছু দিয়ে ছোট্ট প্যান্ডেলটি আকর্ষণীয় করে তোলা হয়েছে।এখানে মায়ের প্রতিমাটি একটি নৌকার ভিতরে রয়েছে আর চারিদিকে জলজ শেওলার দৃশ্য ও জলের বুদবুদের দৃশ্য তুলে ধরা হয়েছে।যেটা দেখতে এককথায় খুবই অসাধারণ ও বেশ আকর্ষণীয় লাগছিলো।তাছাড়া প্যান্ডেলের উপরে ডলফিন, কচ্ছপ ও হাঙর জাতীয় মাছের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।।

IMG-20231026-WA0018.jpg

IMG-20231026-WA0006.jpg

IMG-20231026-WA0010.jpg

IMG-20231026-WA0007.jpg

IMG-20231026-WA0009.jpg

IMG-20231026-WA0005.jpg

IMG-20231026-WA0001.jpg

IMG_20231026_162939.jpg

IMG_20231026_162921.jpg

IMG_20231026_163148.jpg

IMG-20231026-WA0008.jpg

IMG-20231026-WA0004.jpg

IMG-20231026-WA0002.jpg

IMG-20231026-WA0003.jpg

IMG_20231026_163110.jpg

IMG_20231026_175811.jpg

আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের প্যান্ডেলের ফটোগ্রাফি পোষ্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2 এবং redmi note 10 pro max
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান,আলিশা

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 11 months ago 

Thank you so much♥️.

 11 months ago 

থিম পুজো গুলো আমার অনেক ভালো লাগে। তবে বাংলাদেশে সেভাবে থিম পুজো হয় না। আপু আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনি পুজোর সময় অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতেই পারছি আপু।

 11 months ago 

হ্যাঁ আপু,অনেক ভালো সময় কেটেছে।তবে এটা খুবই ছোট প্যান্ডেল ছিল।পরবর্তীতে বড় প্যান্ডেলের ছবিগুলো শেয়ার করবো,আশা করি পাশে থেকে উৎসাহ দিবেন।ধন্যবাদ আপু।

 11 months ago 

শারদীয় দুর্গাপূজা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে‌। আবার এক বছর পরে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দুর্গা পূজাতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন দিদি। পূজা মন্ডপে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। প্রতিমার ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে এতো চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 11 months ago 

ভাইয়া,যদিও দুর্গাপূজা শেষ হয়ে গেছে কিন্তু তার স্মৃতি আমাদের মাঝে এক বছর জ্বলন্ত হয়ে রইয়ে যাবে।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনার এই পোষ্টের মাধ্যমে পূজা মন্ডপের অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 11 months ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু😊.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62847.35
ETH 2464.17
USDT 1.00
SBD 2.64