"এলোমেলো কিছু ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ফটোগ্রাফী ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমি চেষ্টা করি সপ্তাহে একদিন করে ফটোগ্রাফি পোষ্ট শেয়ার করার জন্য।আজও তার ব্যতিক্রম হয়নি।আজ আমি কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি পোষ্ট করবো।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: ০১

IMG_20230922_125511.jpg

এটি একটি শামুকের ছবি।এটি পুকুরে ভাসমান অবস্থায় রয়েছে।ছোটবেলায় যখন গরু নিতে মাঠে যেতাম বর্ষার দিনে।তখন অনেক শামুক পেতাম,সেটা কুড়িয়ে আমরা বাড়ি আনতাম পুকুরে দেওয়ার জন্য।কারন আমাদের পুকুরে অন্যান্য মাছের পাশাপাশি গলদা চিংড়িও চাষ করা হতো।এটি যেমন ভালো হাঁসের খাবার তেমনি গলদা চিংড়িরও ভালো খাবার।

আলোকচিত্র: ০২

IMG_20230922_125255.jpg

এখানে রাখাল গরু চড়াচ্ছে।লাঠি হাতে লোকটি তার দুটি গরুকে কাশবনে নামিয়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য।দূরে কাশফুলগুলি নেতিয়ে পড়েছে বৃষ্টিতে।ঝাঁকে ঝাঁকে ফড়িং উড়ছিল শুন্যে।এটা অনেকসময় রোদ-বৃষ্টির সম্ভাবনা জানাতে সাহায্য করে মানুষকে।

আলোকচিত্র: ০৩

IMG_20230922_103022.jpg

এটি একটি পাকা চিচিঙ্গার ছবি।চিচিঙ্গাটি কাঁচা অবস্থায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম।এই চিচিঙ্গার বীজ পরের বছর রোপন করা হবে।আমাদের এখানে এটিকে সবাই হুঁকা বলে।চিচিঙ্গাটির নীচে লাল রঙের হয়ে গেছে।চিচিঙ্গার উপরে কাঁচা রংয়ের দেখতে মনে হলেও এটি পুরোপুরি পেকে নরম হয়ে গেছে।তাই আমি এটিকে নামিয়ে নিয়েছি গতকাল।কারণ এটি ভারে ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আলোকচিত্র: ০৪

IMG_20230922_103049.jpg

এই ছবিটি তোলা হয়েছে মূলত ক্যানেলের মাঝে ভেসেল জাল পাতার দৃশ্য দেখে।এটি মাছ ধরার একটি ফাঁদ ছিল।আসলে কয়েকজন মানুষ ইয়া বড় বড় কিছু বাঁশ নিয়ে হাজির হলো।তার পরের দিন দেখলাম তারা ক্যানেলের মধ্যে বেশ কায়দা করে বাঁশগুলি বাঁধছে।আর একটি জায়গায় বসার জন্য বাঁশের পাড়াঙ্গ তৈরি করেছে।যদিও কাছ থেকে ছবিটি তুলতে পারিনি।তারপর তারা সন্ধ্যাবেলা ভেসেল জাল পেতে সকালবেলা অনেক মাছ সংরক্ষণ করলো জাল থেকে।এই পদ্ধতিতে অনেক মাছ একসঙ্গে ধরা পড়ে।

আলোকচিত্র: ০৫

IMG_20230922_103120.jpg

IMG_20230922_103141.jpg

এটি হচ্ছে বুনো ফুলের ছবি।সেমিস্টারের ফাইনাল এক্সাম দেওয়ার জন্য যখন আমাকে সকালে উঠতে হতো।তখন সকাল সাতটায় বাস ধরবো বলে বড় রাস্তায় দাঁড়াতে হতো কিছুক্ষণ।রাস্তার পাশেই এই বুনো ফুলটি চোখে পড়লো।খুবই ভালো লাগছিলো দেখতে।কিন্তু ঠিকভাবে ছবি তুলতে পারিনি দ্রুততার মধ্যে।আমি যতবারই ছবি তুলেছিলাম ততবারই এটি ঝলসে যাচ্ছিল।কিন্তু বুনো ফুলটি দেখতে সুন্দর।

আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ফটোগ্রাফি যেন কথা বলে,কিছু কিছু ফটোগ্রাফির দিকে তাকালে বোঝা যায় সেখানে অনেক কিছু বিদ্যমান।শামুকের ছবি দেখে বেশ ভালো লাগলো,আমাদের পুকুরে একসময় অনেক শামুক হতো।নারকেলের পাতাসহ ডাল পানিতে রেখে দিলে অনেক শামুক উঠে যেত,দেখতে সুন্দরই লাগতো।আর চিচিঙ্গাটি তো পেঁকে গেছে,তাহলে আগামীবার এর বীজ বপন করতে পারবেন।সবগুলো ছবিই সুন্দর ছিল।

 last year 

ঠিক বলেছেন আপু,পুকুরে তালপাতা দিয়ে রাখলে গুগলি এসে জমা হয়।আদিবাসীরা সেই গুগলি খায়।

 last year 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আজকের ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সবথেকে শামুকের ফটোগ্রাফি টি বেশি ভালো লেগেছে। তবে পাকা চিচিঙ্গার ফটোগ্রাফি টি দেখে মনে হচ্ছে একদম আঁকানো একটি চিচিঙ্গা। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

শামুকের ফটোগ্রাফিটি আমার কাছে ও ভালো লেগেছিল।ধন্যবাদ আপু।

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বরাবরই আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। চেষ্টা করে যাবেন আরও ইউনিক কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফিক পোস্ট তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া, চেষ্টা করি প্রতিনিয়ত ইউনিক কিছু তুলে ধরার জন্য আপনাদের মাঝে,ধন্যবাদ।

 last year 

এখন তো রাখাল দেখাই যায় না। সেখানে আপনি মাঠে রাখালের গরু চড়ানোর ফটোগ্রাফি শেয়ার করেছেন। এটা বেশ ভালো লেগেছে আমার কাছে। বুনো ফুলের ফটোগ্রাফি টা বেশ সুন্দর ছিল। মাঠে গেলে এইরকম বুনো ফুল চোখে পড়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।।

Posted using SteemPro Mobile

 last year 

ভাইয়া, এই বুনোফুলগুলি রাস্তার পাশে বেশি জন্মে থাকে।আর আমাদের এখানে অনেক রাখাল আছে যারা সারাদিন অনেক গরু চড়ায়।

 last year 

আপু আপনি আজকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফির বেশি ভাগ প্রাকৃতিক দৃশ্য নিয়ে। আর প্রাকৃতির এই রূপ লাবণ্য সবাইকে মুগ্ধ করে। অনেক সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই প্রকৃতির ফটোগ্রাফিগুলি আমার ও খুবই ভালো লাগে ভাইয়া।

 last year 

আপু আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে । দ্বিতীয় ফটোগ্রাফি রাখাল গরু চরাচ্ছে এই ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কেননা এ ধরনের দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে। আর আগামী বছরের জন্য যে চিটিংগাটি পাকিয়েছেন সেটি দেখতেও বেশ ভালো লাগলো । নিচে পড়ে যাবার আগেই ছিড়ে নিয়েছেন জেনে ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু ,আপনার কাছে দ্বিতীয় ছবিটি ভালো লেগেছে জেনে আমার ও ভালো লেগেছে।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পানির মধ্যে শামুকের ছবি দেখতে পেয়ে খুব ভালো লাগলো। সুন্দর কিছু ফটোগ্রাফি এবং তার সাথে বর্ণনা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 last year 

আপনার শেয়ার করা এই ফটোগ্রাফিগুলোর প্রত্যেকটি ফটোগ্রাফি একদমই সুন্দর হয়েছে৷ আপনার ফটোগ্রাফির মধ্যে একটি আলাদা শিল্প কাজ করছে। এরকম সুন্দর একটি ফটোগ্রাফি দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ আর আপনি প্রথমে যে শামুকের ফটোগ্রাফি তুলে ধরেছেন প্রথমে আমি এটিকে দেখে চিনতেই পারলাম না৷

 last year 

ভাইয়া, জলের মধ্যে আপনি ভালোভাবে খেয়াল করলে শামুকটি চিনতে পারবেন।যদিও শামুকের গায়ে হালকা শেওলা জমেছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86