স্বরচিত কবিতা: আমাদের ছুটি কোথায়?

in আমার বাংলা ব্লগ5 months ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

pexels-photo-3768256.jpeg
সোর্স

কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।শীতের মধ্যেও বেরিয়ে পড়া কর্মরত পুরুষ মানুষের কথা তুলে ধরা হয়েছে এখানে।আজকের এই কবিতায় প্রিয়জনকে সুখী রাখার জন্য প্রতিনিয়ত ছুটে চলা পুরুষের এক অনবদ্য লড়াইয়ের কথা বলা হয়েছে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

আমাদের ছুটি কোথায়?

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

কনকনে শীতেও আমাকে বের হতে হয়
ঘুমে ভরা ক্লান্ত শরীর নিয়ে,
শহরের যানবাহনের ভিড় আর অলিগলি ঠেলে
কখনো বা জনসমুদ্রের বাঁধ ভেঙে।
এই ছুটে চলা আসলেই কাদের জন্য?
সবকিছুই সুখের নির্ঘুম স্বপ্ন নিয়ে।
আবার একটি যুদ্ধ,তারপর নিঃশেষ চতুর্দিক
আগুনের গোলা বারুদের মতো দমকা হাওয়া,
ফাঁকা ময়দানে নিজেকে বড্ড নিঃসঙ্গ মনে হয়--
মাঝে মাঝে সমুদ্রের কিনারায় বসে
ইচ্ছে করে পা ডুবিয়ে ঢেউ উপভোগ করতে--
গলা ছেড়ে গান গাইতে খোলা আকাশের নিচে
আবার দুই হাত মেলে বৃষ্টি ফোটায় হাত ভিজাতে।
কিন্তু আমাদের ছুটি কোথায়?
যা একদিন বাস্তবের সাক্ষী, তা আজ স্মৃতিতটে
কল্পনার রহস্যময় জগত ভেদ করে সময়ের পটে।
আমি নিয়েছি অফুরন্ত দায়িত্বের পাহাড়
আর হাত বাড়িয়ে দিয়েছি সঙ্গী নীরবতার,
ধূসর কালিমায় মিশে যাই অন্ধকারের প্রতিচ্ছায়ায়
নিজেকে বিষণ্ণ আর বিচ্ছেদের ফোকর খুঁজতে--
তবুও দিনশেষে আস্তানার আসল গন্তব্য নিজ কুঠিরে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 5 months ago 

Thank you..

 5 months ago 

পুরুষের জীবনটাই অন্যরকম! আপনজনকে খুশি রাখার জন্য সবসময় কত চেষ্টা করে পুরুষ! শত বাধাঁ উপেক্ষা করে ছুটে চলে, দিনশেষে কি নিয়ে ফিরে এসেছে নীড়ে সেটাই দেখার বিষয়। আপনার কবিতার লেখা বরাবরই দারুণ হয় 😍

 5 months ago 

আপনার দারুণ মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 5 months ago 

সত্যিই ছোট্ট কবিতার মাধ্যমে অনেক বড় বিষয় তুলে ধরা যায়। আপনার আজকের কবিতার টপিকস এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে।
আমরা যারা কর্মজীবী মানুষ আমাদের সত্যিই ছুটি নেই।
সবাই যখন গভীর ঘুমে ঠিক তখনই চোখ দুটো জেগে থাকে জীবিকার তাগিদে। আর সারাদিনের কষ্টের কথা নাহয় নাইবা খুলে বললাম। যাইহোক আপনার কবিতায় মোটামুটি সবকিছুই ফুটে উঠেছে।
অনেক ধন্যবাদ আপু চমৎকার কবিতা উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

সেই পুরুষের কর্মজীবনের অনুভূতি নিয়েই একটুখানি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ভাইয়া, আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে অনেক অনেক অনুপ্রেরণা পেলাম।ধন্যবাদ আপনাকে😊.

Posted using SteemPro Mobile

 5 months ago 

দিদি এটা ঠিক আর সত্য বলেছেন ৷ কবিতা অনুভব অনুভুতির ফসল যেখানে মনের গহীনে থাকা কথা গুলো কবিতার মাঝে প্রকাশ করা যায় ৷ আপনি পুরুষ মানুষের বাস্তবিক চিত্র ফুটিয়ে তুলেছেন ৷ পরিবারের সুখের জন্য কতকিছু করছে পুরুষ ৷
কবিতার মাঝে পুরুষের আত্মত্যাগের কথা ফুটে উঠেছে৷ সবমিলে ভালো লাগলো কবিতা টি পড়ে ৷

 5 months ago 

ধন্যবাদ আপনাকে ও।

Posted using SteemPro Mobile

 5 months ago 

প্রত্যেকটা পুরুষের জীবনটা আসলেই এরকম। যত কিছুই হোক না কেন একটা পুরুষকে নিজের কর্মের স্থানে চলে যেতে হবে। কারণ সে যদি সেখানে না যায় তাহলে ফ্যামিলি কে যেমন চালাতে পারবে না, তেমন চাকরিটাও তাকে হারাতে হবে। যতই শীত হোক যতই গরম হোক একটা পুরুষকে যেতেই হবে। আপনি একেবারে বাস্তবতাকে তুলে ধরেছেন দিদি, এই কবিতাটার মধ্যে। যেটা পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে।

 5 months ago 

যতই শীত হোক যতই গরম হোক একটা পুরুষকে যেতেই হবে।

চেষ্টা করেছি কিছুটা সেই অনুভূতিটাকে কবিতায় জায়গা দেওয়ার।আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা সার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ঠিক বলেছেন কবিতা হচ্ছে অনুভূতির ফসল।আমাদের ছুটি কোথায় কবিতাটি খুব সুন্দর করে লিখেছেন। আপনার কবিতাগুলো পড়তে এমনিতে বেশ ভালো লাগে। শীতের সময় মানুষ অনেক কষ্ট করে কাজে যায়। আর মানুষ কর্মের কারণে এত কষ্ট করে। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। যাই হোক খুব অসাধারণ ভাবে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আপনাদের অনুপ্রেরণাই চেষ্টা করি নতুন ভাষায় কবিতা সাজানোর,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।ভালো থাকুন।

Posted using SteemPro Mobile

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 5 months ago 

Thank you so much💝.

 5 months ago 

আপনি সবসময় খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। আজকে আপনি অনেক সুন্দর করে আমাদের ছুটি কোথায় কবিতাটি লিখেছেন। তবে এটি ঠিক শীতের সময় ও পুরুষ মানুষ গুলো কর্মস্থানে যাই। শুধুমাত্র আপন মানুষগুলোর সুখের জন্য। তবে কবিতাটি আপনি খুব সুন্দর করে লিখেছেন। কবিতাটি পড়তে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর করে আমাদের ছুটি কোথায় কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

আপনার সুন্দর মতামত পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57979.07
ETH 3124.67
USDT 1.00
SBD 2.36