স্বরচিত কবিতা: "প্রশ্ন যখন নিজেই"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি ভালোবাসার কবিতা নিয়ে।আসলে কোনো কোনো সময় মানুষকে স্বয়ং কোনো প্রশ্ন হতে হয় কয়েক মুহূর্তের জন্য।তারপর উত্তর খোঁজার অপেক্ষায় দিন কাটাতে হয়, যেটা খুবই কষ্ট ও যন্ত্রণার।মানুষের ছোট্ট জীবন ভাসমান তরীর মতো আবার কখনো বা প্রদীপের শিখার মতো জ্বলন্ত আবার নিভৃত মনে হয়।তো আজকের কবিতায় সেই রকমই প্রতিচ্ছবি ব্যক্ত করার চেষ্টা করেছি আমি।তো সেই ভাবনায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
প্রশ্ন যখন নিজেই
আর প্রতিটা নিঃশ্বাস তোমার জন্য প্রতীক্ষায়,
এক একটি মুহূর্ত কাটছে একটি যুগের মতো-
একটি কঠিন প্রশ্নের উত্তর শোনার আগ্রহে
মনে হচ্ছে সেই উত্তরটাই জীবনের সবথেকে শ্রেষ্ঠ।
আর সেই কঠিন প্রশ্ন যখন নিজেই
তবে তার উত্তর হবে তোমার দৃঢ় ভাবনার ঢেউ,
ভাঙা স্তম্ভের মতো জুড়ে আছে কোনো একটু লাগোয়া স্বপ্ন।
নুড়ি-পাথরের মতোই আমার হৃদয় আশা হারাচ্ছে---
সবটুকু আশা যেন ক্ষীণ প্রদীপের শিখার মতো জ্বলছে
আবার কখনো প্রদীপের তুলির মতো একটু একটু করে পুড়ছে,
যদি তুমি চাও নিমিষেই জ্বালতে পারো আলো
যন্ত্রণার সঙ্গে প্রতীক্ষাকে দিতে পারো চিরমুক্তি।
এলোমেলো সময়টা গেছে নিশ্চলতায়
কাল থেকে ফিরতে হবে নব উদ্মাদনায়,
হয়তো আজ চোখের পাতাগুলো বলতে পারিনি কথা
তবে মন যে ফেলেছে ছবির পাতায় প্রাচী সাড়া।
আমার আন্দোলিত হৃদয় একটি শব্দেই ব্যাকুল
প্রশ্ন যখন আমি নিজেই,উত্তর তার-ই মূল।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
আপনার কথার সাথে আমি একমত কবিতা হলো অনুভূতির ফসল। মানুষ নিজের আবেগ অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করে। যে য যার উপলব্ধিগুলো যেরকম হয় কবিতার ভাষাগুলো সেই রকম হয়ে থাকে। অনেক সুন্দর হয়েছে আপু কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি আপনার সঙ্গে সহমত পোষণ করছি আপু,আসলেই কবিতা লেখার জন্য ভাবনাগুলো সুন্দর হতে হয়।ধন্যবাদ আপনাকে
আসলে আপনি কথাটি অবশ্যই ঠিক বলেছেন। আর কবিতা মানুষের সব সময় মনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই কবিতা হল এমন এক জিনিস যার মাধ্যমে আপনি আপনার মনের সকল কথা এবং ব্যথা বেদনা ফুটিয়ে তুলতে পারবেন। আসলে আজকের কবিতার প্রতিটা লাইন সত্যিই আমার খুব ভালো লেগেছে। এছাড়াও প্রত্যেকেই তার নিজের প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। কারণ প্রশ্নটা যেহেতু আমাদের নিজেদের তাই প্রশ্নের উত্তরটাও আমাদের নিজেদেরকে খুঁজে বের করতে হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম দাদা👍,আপনার অসাধারণ মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।অনেক ধন্যবাদ ও স্বাগতম আপনাকে।💐
কবিতা আমাদের সকলেরই অনেক ভালো লাগে৷ কবিতা পড়ার মাধ্যমে আমরা অনেক বাস্তবতা সম্পর্কে জানতে পারি৷ অনেক ধরনের ভালো চিন্তাও আমাদের মনের মধ্যে এবার জাগ্রত হতে থাকে। আজকে আপনার কাছ থেকে এই সুন্দর কবিতাটি পড়ে খুব ভালো লাগলো৷ খুব সুন্দরভাবে আপনি এই কবিতা তৈরি করেছেন৷ আপনার এই কবিতার লাইনের সামজ্ঞস্যতা খুব সুন্দরভাবে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ৷
আসলেই একটি ভালো লেখনী মনকে ভালো রাখতে সাহায্য করে, ধন্যবাদ ভাইয়া।
একদমই ঠিক বলেছেন৷ অসংখ্য ধন্যবাদ।
😊
আসলে এই মুহূর্তটা সত্যি খুবই কষ্ট হয়, যখন নিজের কাছেই প্রশ্ন ধরা দেয়। কয়েক মুহূর্তের জন্য একটা মানুষকে নিজেই কোন প্রশ্ন হতে হয়, তখন অন্যরকম হয় বিষয়টা একেবারে। আর আপনি অনেক সুন্দর করে এই অনুভূতিগুলোকে নিয়ে আজকের কবিতাটা লিখেছেন দেখে, সম্পূর্ণটা পড়তে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার লেখা কবিতা গুলো সব সময় ভালো লাগে আমার কাছে দিদি। কবিতার প্রত্যেকটা লাইনের মাধ্যমে বিষয়টা সুন্দরভাবেই ফুটে উঠেছে। সুন্দর করে পুরো কবিতাটা লিখে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু,এই অন্যরকমের মাঝে মন বিষাদময় হয়ে ওঠে।ধন্যবাদ আপনাকে ও।
বাহ দারুন একটি কবিতা লিখেছেন আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলেই আপু যখন নিজের কাছে নিজের প্রশ্ন ধরা দেয় তখন বিষয়টা বেশ বেদনাদায়ক। বিশেষ করে যখন নিজেই প্রশ্নের উত্তর খুঁজতে থাকি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত দারুন একটি কবিতা শেয়ার করার জন্য
বেদনাদায়ক মুহূর্তকে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে, ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেওয়ার জন্য।
আমি কবিতা লিখতে খুবই পছন্দ করি, এমন কি আমার কাছে কবিতা পড়তেও খুবই ভালো লাগে। আসলে নিজেকে নিয়ে প্রশ্ন আসলে সেই প্রশ্নের উত্তর খুঁজি আমরা পাইনা, সেটা খোঁজা কষ্টকর হয়ে পড়ে। আর সেই অনুভূতিটা সবথেকে ভিন্ন রকমের হয়। আর আপনি সেই ভিন্ন অনুভূতিকে নিয়েই পুরো কবিতাটা লেখার চেষ্টা করেছেন দেখে, সম্পূর্ণটা পড়তে ভালো লেগেছে দিদি। নিজের প্রশ্নের উত্তর নিজেকেই খুঁজে বের করতে হবে তা যত কষ্টই হোক না কেন।
সবসময় সব প্রশ্নের উত্তর খুঁজে না পেলেও খুঁজতে হয় ভাইয়া।চেষ্টা করি ভিন্ন কিছু উপস্থাপন করার,ধন্যবাদ আপনাকে।
কবিতা হল আবেগ অনুভূতির ফসল। কবিতা মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য। আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু আপনি বেশ দারুন কবিতা লেখেন। আপনার কবিতাগুলো আমার পড়া হয়। অসাধারণ লিখেন আপনি। ধন্যবাদ আপু আজকের কবিতা টি পড়ে অনেক ভালো লাগলো।
আপু, আপনিও কিন্তু খুব সুন্দর কবিতা লিখে আবৃত্তি করেন।যেটা আমার কাছে খুবই ভালো লাগে,অসংখ্য ধন্যবাদ আপনাকে।