"আমাদের প্রতিটি নিঃশ্বাস-ই মূল্যবান"
নমস্কার
আমাদের প্রতিটি নিঃশ্বাস-ই মূল্যবান:
সাধারণ অর্থে নিঃশ্বাস বলতে বোঝায় নাসাপথে নির্গত বায়ু, শ্বাস বা দমকে।আর এই নিঃশ্বাস আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে।নিঃশ্বাস নেই তো জীবন শেষ।অর্থাৎ দম ফুরালেই জীবন ফুড়ুৎ।আকাশের উড়ন্ত পাখির মতোই নিমিষেই হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতোই।তাই জীবনের প্রতিটি পদক্ষেপে সাবধানে পা ফেলা প্রয়োজন।
জীবনের প্রত্যেক মুহূর্ত-ই সমান গুরুত্বপূর্ণ।মানুষের বা প্রাণীর প্রত্যেকটা নিঃশ্বাস জীবনকে কেন্দ্র করে।এই শরীর শুধুই নিথর,নিস্তব্ধ।নিথর শরীরে প্রাণ ফিরিয়ে আনে, সচল রাখে এবং জীবন্ত করে তুলতে সাহায্য করে নিঃশ্বাস।কাল কি হবে তা আজ কেউ বলতে পারে না।এইজন্য সময়ের সঙ্গে সঙ্গে জীবনের মূল্য বোঝা উচিত।প্রত্যেকটি মুহূর্তকে সুন্দরভাবে প্রাধান্য দেওয়া উচিত।মানুষ মরণশীল ,তাই প্রত্যেক মুহূর্তেই মানুষ ঝুঁকির মুখে থাকে।স্বল্প জীবনের প্রতিটি মুহূর্ত আরো সুন্দর করে তুলতে সমান গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
প্রতিটি নিঃশ্বাস সৃষ্টিকর্তার দান।এই জীবন যেমন মহান সৃষ্টিকর্তার দেওয়া সম্পদ তেমনি তিনি আবার কেড়েও নিতে পারেন।তাই সবসময় ঈশ্বরের প্রতি সদয় থাকতে হবে।জীবন বহমান নদীর মতো কিন্তু নিঃশ্বাস সেই নদীর দ্বাররক্ষক কিংবা পরিচালক।সেই নদীতে কখনো জোয়ার আসে ভাটা হয় কখনো বা স্রোত বয়ে যায়।তাই আমাদের প্রতিটি নিঃশ্বাস-ই অত্যন্ত মূল্যবান।
আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের পোস্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | জেনারেল রাইটিং |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
হুম আপু। আমরা প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট করতে ভালোবাসি এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সাবধানে পা ফেলা উচিত কিন্তু আমরা কিছু না ভেবে পা ফেলে দিয় কিন্তু মাঝে মাঝে জীবনটা ফুড়ুৎ করে উড়ে যাওয়ার মতো হয়ে যায়। আমরা সব সময় মন খারাপ করে থাকি। আসলে মানুষ আশায় বাঁচে। আমাদের প্রতিটা সুন্দর মুহূর্তকে প্রাধান্য দেয়া উচিত এবং মানুষ মরণশীল। আজ আছি কাল নাও থাকতে পারি।সৃষ্টিকর্তা যেমন জন্ম দিয়েছেন তিনি কেড়েও নিতে পারেন তাই আমাদের সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে।
আপনার গঠনমূলক সুন্দর মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
আপনি ঠিকই বলেছেন, আমাদের প্রতিটি নিশ্বাসই অনেক বেশি মূল্যবান। প্রত্যেকটা মানুষ এবং প্রাণীর প্রত্যেকটা নিঃশ্বাস জীবনকে কেন্দ্র করে। আসলে একটা মানুষের নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তাহলে সে মৃত্যুবরণ করে। আর সৃষ্টিকর্তা চাইলেই একটা মানুষের নিঃশ্বাস সঙ্গে সঙ্গে কেটে নিতে পারেন। আপনি অনেক সুন্দর করে পুরো পোস্টটা লিখেছেন। খুব দারুণ ছিল সম্পূর্ণটা।
ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্য দ্বারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
দিদি আপনার কথার সাথে আমি পুরোপুরি ভাবে একমত। আপনি একেবারে সত্য কিছু কথা তুলে ধরেছেন আজকের এই পোস্টে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা মানুষের জন্য তার প্রত্যেকটা নিঃশ্বাস অনেক বেশি মূল্যবান। আর এখন আমরা আছি হয়তো আমরা কালকে না থাকতে পারি। প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা নিঃশ্বাস আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আর আমাদের মৃত্যুটাও ঘনিয়ে আসছে। আর এই টা তুলে ধরে সম্পূর্ণ পোস্ট লিখেছেন দেখে ভালো লাগলো।
আপনার কাছে আমার পোস্টটি ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম,অনেক ধন্যবাদ আপনাকে ও।
এটা একদম বাস্তব সত্য দিদি। মারা গেলেই আমাদের সব শেষ। তবে মানুষের মনে আমাদের জায়গা করে নিতে হয় কর্মের মাধ্যমে অথবা ভালো আচরণের মাধ্যমে।
কর্মের মাধ্যমে মানুষ বেঁচে থাকে পৃথিবীতে ঠিকই বলেছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
আসলেই আপু আমাদের এই ছোট্ট জীবনে প্রতিটি নিঃশ্বাস খুবই মূল্যবান। আমাদের উচিত প্রতিটি মূহুর্ত নিজের মতো করে উপভোগ করা এবং প্রতিটি কাজ সতর্কতার সাথে করা। কারণ এই ছোট্ট জীবনে যদি বারবার ভুল করতে থাকি,তাহলে ভুলে ভুলে জীবন শেষ হয়ে যাবে। উপভোগ করতে পারবো না এবং জীবনে ভালো কিছুও করতে পারবো না। সর্বোপরি চেষ্টা করতে হবে জীবনের প্রতিটি মূহুর্ত উপভোগ করার এবং সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করতে হবে। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলেই ছোট্ট জীবনে কোনো কাজ করার আগে ভেবে করা উচিত, ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।
আমাদের প্রত্যেকের জীবনে এই নিঃশ্বাসটুকুর অনেক দাম।এই নিঃশ্বাস নেই তো আমরা ও নেই।আল্লাহ এই নিঃশ্বাসটুকু দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন।তিনি চাইলেই নিয়ে নিতে পারেন।তাই আমাদের শুকরিয়া করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামীনের। ধন্যবাদ দিদি সুন্দর করে গুছিয়ে লিখে পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।