"একটি অর্ধখাওয়া আপেলের চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

একটি অর্ধখাওয়া আপেলের চিত্র অঙ্কন:

IMG_20240218_200824.jpg

IMG_20240218_200742.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি সম্পূর্ণ নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করলাম একটি অর্ধখাওয়া আপেলের চিত্র।সবসময় তো সম্পূর্ণ ফলের আর্ট শেয়ার করা হয়, তাই আজ হঠাৎ করে মাথায় আসলো অর্ধ খাওয়া কোনো ফলের চিত্র অঙ্কন করবো।কিন্তু আমি জানি না, কতটা সেটা ফুটিয়ে তুলতে পেরেছি! তবে আমি চেষ্টা করেছি মন থেকে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20240218_200724.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.রবার
4.রঙিন জেল পেন
5.মার্কার পেন
6.কালো বলপেন ও
7.স্কেল

IMG_20240218_200508.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240218_200539.jpg
প্রথমে আমি একটি পেন্সিল দিয়ে অর্ধখাওয়া আপেলের দৃশ্য একে নিলাম।

ধাপঃ 2

IMG_20240218_200607.jpg
এরপর লাল রঙের জেল পেন দিয়ে উপর ও নীচে রং করে নিলাম।

ধাপঃ 3

IMG_20240218_200622.jpg
এখন একটা কালো বলপেন দিয়ে বর্ডার করে একে নিয়ে রবারের সাহায্যে পেন্সিল দাগ মুছে নিলাম।

ধাপঃ 4

IMG_20240218_200635.jpg
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।

ধাপঃ 5

IMG_20240218_200655.jpg
এরপর কালো রঙের বলপেন দিয়ে আপেলের মুখের বোটা তৈরি করে নেব।

ধাপঃ 6

IMG_20240218_200709.jpg
এখন হলুদ রঙের জেলপেন দিয়ে হালকা রং করে আপেলের সাদা অংশের ভিতরে একে নিলাম।

ধাপঃ 7

IMG_20240218_200843.jpg
এরপর নীল রঙের মার্কার পেন ও পেন্সিল দিয়ে আপেলের চারিপাশে অঙ্কন করে নেব।তারপর কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের চারিপাশে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20240218_200902.jpg

IMG_20240218_200917.jpg

IMG_20240218_200759.jpg
সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।তো আমার অঙ্কন করা হয়ে গেল একটি অর্ধখাওয়া আপেলের চিত্র।এটা অঙ্কনের পর কেমন দেখতে লাগছে আপনারাই বলুন বন্ধুরা!


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

হাহাহা! দিদি এটা তো দেখছি আপেল খাওয়ার একদম শেষ যেমন হয় তেমন! খুবই সুন্দর হয়েছে কিন্তু। আপনার আর্টের কনসেপ্টটা আমার কাছে ভালো লাগলো 🌼

 4 months ago 

ভাইয়া, এখনো শেষ হয় নি।উপর-নীচে একটুখানি আছে,হি হি।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু আপনার অর্ধ খাওয়া চিত্র অংকন টি দেখে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম আসলে একদম ঠিক আপেল যখন খাওয়া শেষ হয় তখনকার মতোই হয়েছে দেখতে অংকটি। তবে আমার কাছে অংকনটি একদম ইউনিক মনে হয়েছে। অংকনটি বেশ দারুন ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 4 months ago (edited)

আপনার সুন্দর মন্তব্য করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার আইডিয়া দারুন ছিল। অর্ধ খাওয়া আপেলের চিত্রটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরকম আর্ট দেখতে খুব সুন্দর লাগছে। দেখতে সত্যিকারের অর্ধ খাওয়া আপেলেরর মত লাগছে।। আর্ট করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এবং কালার কম্বিনেশনে বেশ ভাল ছিল। ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপনার প্রশংসা পেয়ে উৎসাহ বেড়ে গেল,ধন্যবাদ আপু।

 4 months ago 

দিদি আপনার শেয়ার করা আর্টটি দারুন হয়েছে দেখতে।সত্যি ই আধ খাওয়া আপেল দেখতে এমনটাই হয়। আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66120.88
ETH 3555.65
USDT 1.00
SBD 3.12