"রঙিন লাচ্ছা সেমাই রেসিপি"

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

রঙিন লাচ্ছা সেমাই রেসিপি:

IMG_20240727_144714.jpg

বন্ধুরা,বর্ষাকাল চললেও আমাদের এখানে বৃষ্টির দেখা নেই,যেটা খুবই অস্বস্তিকর।চাষীরা ভাবনায় অস্থির, অথচ দেখুন শহর এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে।চাষীরা শেষমেষ জল সেচ দেওয়া মেশিনের সাহায্যে জল নিয়ে তবেই বর্ষাকালে জমি চাষাবাদ করছে।কেমন একটা অদ্ভুত বিষয় তাইনা!দিন যতই বদলে যাচ্ছে তেমনি আবহাওয়া কতটা পরিবর্তন হচ্ছে তা কল্পনার বাইরে।যাইহোক এইরকম খাপছাড়া আবহাওয়াতে মন চাইছিলো কিছু একটা তৈরি করার।তাছাড়া অনেক দিন থেকে বাবা আবার সেমাই খাওয়ার আবদার করছিলো।সেজন্য সেমাই বানিয়ে ফেললাম ঝটপট।আমি এখানে সাদা ও লাল রঙের দুই প্রকার সেমাই নিয়েছিলাম।আর এটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, ভেজে নেওয়ার ঝামেলা থাকে না।যাইহোক এটা খেতেও কিন্তু দারুণ লাগে।তাছাড়া যেকোনো ধরনের সেমাই আমার খুবই প্রিয়।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20240727_144654.jpg

উপকরণসমূহ:

1.রঙিন সেমাই-200 গ্রাম
2.চিনি- 1/2 কাপ
3.কাজু-কিসমিস -2 টেবিল চামচ
4.গুঁড়া দুধ-2 প্যাকেট
5.জল-2.5 কাপ

IMG_20240727_143519.jpg

প্রস্তুত-প্রণালী:

ধাপঃ 1

IMG_20240727_142858.jpg
প্রথমে আমি গুঁড়া দুধে পরিমাণ মতো জল দিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20240727_142912.jpg
এরপর চুলার মিডিয়াম আঁচে একটি হাড়িতে করে দুধ বসিয়ে দিলাম।

ধাপঃ 3

IMG_20240727_142938.jpg
এখন দুধ হালকা গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম।

ধাপঃ 4

IMG_20240727_142947.jpg
এরপর কুঁচিয়ে রাখা কাজু-কিসমিস দিয়ে দিলাম দুধের মধ্যে।

ধাপঃ 5

IMG_20240727_142958.jpg
এবারে সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।

ধাপঃ 6

IMG_20240727_143017.jpg
এবারে চিনি গলে গিয়ে দুধ টগবগ করে ফুটে উঠলে তার মধ্যে দুই রঙের লাচ্ছা সেমাই দিয়ে দিলাম।

ধাপঃ 7

IMG_20240727_143028.jpg
এখন একটা চামচের সাহায্যে সবকিছু একত্রে মিশিয়ে নিলাম।

ধাপঃ 8

IMG_20240727_143040.jpg
এরপর সেমাইটি ভালোভাবে সেদ্ধ করে নেব কয়েক মিনিট ফুটিয়ে।

ধাপঃ 9

IMG_20240727_143056.jpg
এবারে দুধের কালার লালচে ও সেমাই গাড় হয়ে আসলে নামিয়ে নিতে হবে চুলা থেকে।

শেষ ধাপঃ

IMG_20240727_143133.jpg

IMG_20240727_143615.jpg
এখন সেমাইটি নামিয়ে নিলাম একটি পাত্রে।

পরিবেশন:

IMG_20240727_143635.jpg

IMG_20240727_144714.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "মজাদার রঙিন লাচ্ছা সেমাই রেসিপি"।এটি এখন গরম গরম পরিবেশন করতে হবে।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 4 months ago 

এই লাল রঙের লাচ্ছা সেমাই তো আমার ভীষণ পছন্দের অপর। আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটা সম্পূর্ণ করেছেন। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি খেতে। দারুন হয়েছে আপু আপনার রেসিপিটা। ধন্যবাদ আপু এরকম লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

সেমাই আপনার পছন্দের জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আপু সেমাই খেতে সবাই অনেক পছন্দ করে। আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আপু রঙিন লাচ্ছা সেমাই আমার খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে যদি এক চামচ খেতে পারতাম হা হা হা।কালার দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

আসলেই আপু,খুবই মজার হয়েছিল খেতে।ধন্যবাদ আপনাকে।

 4 months ago (edited)

ও দুই রকমের সেমাই নিয়েছেন দেখে রঙিন লাচ্ছা সেমাই নাম দিয়েছেন । তাই তো বলি লাচ্চা সেমাই আবার রঙিন হয় কিভাবে । আর এটা ঠিকই বলেছেন ইদানিং বৃষ্টি খুব কমই হয়ে থাকে। যেখানে দরকার সেখানে হয় না অন্য জায়গায় বেশি হচ্ছে । ভালোই লাগলো আপু আপনার সেমাই দেখে । লাচ্ছা সেমাই রান্না করা তো খুবই সোজা খুব বেশি জালের প্রয়োজন হয় চুলায় দিলেই হয়ে যায় ।

 4 months ago 

আসলে আপু,এই ধরনের সেমাইগুলি কম খাওয়া হয়।মোটা জাতীয় প্যাকেটের সেমাইগুলি বেশি খাওয়া হয় তাই কি নাম দেব বুঝতে পারছিলাম না, তাই সাদা ও লাল রঙের দেখে রঙিন দিলাম আরকি।ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আমার পছন্দের একটা রেসিপি আপনি আজকে শেয়ার করেছেন আপু। আসলে সেমাই রান্নাটা খুব সহজে হয়ে যায় বলে যখনই মিষ্টি খেতে মন চাই তখনই সেমাই রান্না করি। আপনার এই রঙিন লাচ্চা সেমাই রেসিপি তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। রেসিপি তৈরি করার ক্ষেত্রে কিসমিসের ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লেগেছে ,অনেক ভালো লাগলো এমন মজাদার একটা রেসিপি দেখে।

 4 months ago 

হ্যাঁ আপু,কিসমিস দিলে খুবই ভালো লাগে খেতে।আপনার অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ও।

 4 months ago 

ঠিক বলেছেন আপু দিন যত যাচ্ছে আবহাওয়া ততই পরিবর্তন হচ্ছে। এখনকার বাংলা ঋতুর সাথে সময়ের তেমন একটা মিল পাওয়া যায় না। বৃষ্টি না হলে কৃষকদের জন্য খুবই কষ্ট হয়ে যায়। যাই হোক আপু আপনার লাচ্ছা সেমাই দেখে মনে হচ্ছে খুব মজাদার হয়েছে। লাচ্ছা সেমাই আমার কাছে খুবই ভালো লাগে খেতে। দেখতেও লোভনীয় লাগছে।

 4 months ago 

শুধু দেখতে লোভনীয় নয় আপু,খেতেও অনেক মজাদার হয়েছিল ।ধন্যবাদ আপু।

 4 months ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দুই রঙের লাচ্ছা সেমাই তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু।বেশ চমৎকার ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।

 4 months ago 

বৃষ্টি না হলে তো কৃষকদের ভোগান্তির শেষ নেই। যাইহোক বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। সেমাই আমার খুব পছন্দ। খাওয়া দাওয়া শেষ করার পর ডেজার্ট হিসেবে সেমাই খাওয়ার মজাই আলাদা। রঙিন লাচ্ছা সেমাই রেসিপিটা দেখে আসলেই খুব ভালো লাগলো। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, খাওয়ার শেষে সেমাই খেলে মনে হয় পরিপূর্ণতা এসেছে খাবারে।ধন্যবাদ আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91017.04
ETH 3083.40
USDT 1.00
SBD 2.87