"একদিন আলুক্ষেত ভ্রমণ"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই শীতের মাঝামাঝি সময়ে বেশ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যদিও আগের থেকে শীত অনেকটাই কমে গেছে।যাইহোক আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে ।তো চলুন শুরু করা যাক----

একদিন আলুক্ষেত ভ্রমণ:

IMG-20230106-WA0004.jpg

বন্ধুরা, আলু খেতে কে না ভালোবাসে।আমার মনে হয় অধিকাংশ মানুষের কাছে আলু বেশ প্রিয় একটি সবজি।যেটা ছাড়া আমার ও চলে না।আমাদের বর্ধমানে বিশেষ বিশেষ কিছু ফসলের চাষ করা হয়।তার মধ্যে ধান অন্যতম।এইজন্য বর্ধমান জেলাকে শস্য ভান্ডার বলা হয়।যাইহোক ধান ছাড়াও আলু,পেঁয়াজ,সরিষা ,গাঁদা ফুল ও বিভিন্ন ধরনের শাকসবজিও চাষ করা হয়ে থাকে।পাশাপাশি বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় এখানে।যাইহোক আমি কয়েকদিন আগে আলু খেতে ঘুরতে গিয়েছিলাম।

IMG-20230106-WA0009.jpg

IMG-20230106-WA0012.jpg

যেকোনো সবজি চাষ করা খুব পরিশ্রম ও কষ্টসাধ্য কাজ।আলু লাগানোর জন্য প্রথমে ছোট ছোট মাটির পিলি কেটে নিতে হয়।আলুর মাটি ও ধানের মাটি সম্পূর্ণ আলাদা ধরনের হয়ে থাকে।আলুর মাটি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।আলুর মাটি দোয়াশ বা বেলে দোয়াশ প্রকৃতির হয়ে থাকে। ঝরঝরে মাটিতে বেশ ভালো আলু জন্মে।এই বছর আলুর ফসল বেশ ভালো।দূর থেকে আলুগাছগুলি দেখতে অনেক ঝাঁকড়া মনে হলেও এর ফাঁকে ফাঁকে বেশ দূরত্ব রয়েছে।

IMG-20230106-WA0001.jpg

বিস্তৃত মাঠজুড়ে আলুর চাষ করা হয়েছে।তবে আলু চাষীদের মাথায় চিন্তার বিষয় হয়ে পড়ে বৃষ্টিকে ঘিরে।গত দুইবছর বৃষ্টির কারণে অনেক চাষীর আলু পচে গিয়ে ক্ষতি হয়েছে।আসলে আলুর গোড়ায় জল জমলে খুব সহজেই এটি পচে যায়।আমি মাঠে গিয়ে যতদূর চোখ রেখেছি ততদূর শুধু আলুর ক্ষেত দেখতে পেয়েছি।যেটা খুবই সুন্দর।সবুজ রঙের আলুগাছগুলি বেশ সতেজ হয়ে বেড়ে উঠেছে।আলু ক্ষেতের মাঝ দিয়ে কারেন্ট লাইন চলে গিয়েছে।

IMG-20230106-WA0002.jpg

IMG-20230106-WA0003.jpg

আলু ক্ষেতের পাশ দিয়ে মাটির ঢিবি ও তালবাগান রয়েছে।মাটির ঢিবি দেখতে অনেকটা ছোট্ট পর্বতের মতো।আর তার উপরে গাছ হয়ে রয়েছে।আলু গাছের পাতা ও ভাজি করে খাওয়া যায়।আলুর কন্দ থেকেই আলু গাছ রোপন করা হয়।আলু চাষের মাঝে মাঝে পিলি থাকার কারণে খুব সহজেই জলসেচ দেওয়া যায়।তো আলুর ক্ষেত দেখে আমার খুবই ভালো লেগেছে।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের ব্লগটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

বিষয়আলুর ক্ষেত ভ্রমণ
স্থানপালসিট
ডিভাইসredmi 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আলু খেতে সবাই পছন্দ করে। আসলে আলু দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়। তাই খেতে ভালো লাগে। আলু ক্ষেতগুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। মনে হচ্ছে যেন সবুজেরসমারোহ। অনেকে আলুর শাক খেতে পছন্দ করে। এরকম টাটকা আলুর শাক হলে খেতে ভালই লাগবে। আপু আপনি নিশ্চয়ই অনেক সুন্দর সময় কাটিয়েছেন। ভালো লাগলে আপনার ফটোগ্রাফি গুলো দেখে।

 2 years ago 

হ্যাঁ আপু,সত্যিই সবুজের সমারোহ ছিল আলু ক্ষেতে।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আপনি ঠিকই বলেছেন আলু খেতে কে না পছন্দ করে। আমিও তো ভীষণ ভালোবাসি আলু খেতে। সকল ধরনের রিসিপির মাঝে আলু দেওয়া যায়। দেখেই বুঝতে পারছি আপনি বেশ ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন আলু ক্ষেতে গিয়ে। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে একটু ভালোই মুহূর্ত কাটালেন সেখানে গিয়ে। আসলেই যেকোনো সবজি চাষ করা খুব পরিশ্রম ও কষ্টসাধ্য কাজ। ভীষণ ভালো লেগেছে আপনার কাটানো মুহূর্ত পড়ে।

 2 years ago 

হ্যাঁ আপু,ভালো সময় কাটিয়েছিলাম।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আলু ক্ষেত দেখতে অনেক বড় লাগছে। এত বড় আলু ক্ষেত আমি আগে কখনো দেখিনি খুবই সুন্দর লাগছে। আপনাদের বর্ধমান কে যে শস্য ভান্ডার বলা হয় সেটা জানা ছিল না। আমিও আলু খেতে অনেক বেশি পছন্দ করি। আর আলুর পাতা যে ভাজি করে খাওয়া যায় সেটা আমি কখনো খাইনি প্রথম শুনলাম । যাই হোক খুব সুন্দর একটি পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করেছেন পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো।

 2 years ago 

সত্যিই অনেক বড় আলু ক্ষেত আপু,অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আলু খেতে যেমন সবাই পছন্দ করে তেমন আলুর ক্ষেত দেখতে অনেক ভালো লাগে। কারণ আলুর ক্ষেতগুলো চারদিকে সবুজের সমগ্রহ। এত বড় আদর খেত আমি কখনো দেখিনি। আসলে আমাদের এদিকে তেমন আলুর ক্ষেত নেই তো দেখবো কি করে। আপনার পোষ্টের মাধ্যমে সুন্দর একটা আলুর ক্ষেত দেখতে পেলাম অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ব্লগটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি অনেক বড় একটি আলু ক্ষেতে গিয়েছেন। এরকম বড় বড় শস্য ভান্ডারে যাওয়ার ফলে বেশ ভালোই লাগে মনটা একেবারে ভরে যায়। আমি তো মাঝে মাঝেই ঘোরাঘুরি করতে ইচ্ছে করলে এরকম জায়গায় গিয়ে থাকতাম সবার সাথে। প্রকৃতির মাঝে এভাবে সময় কাটাতে সবারই ভালো লাগে। এটা কিন্তু আপনি ঠিকই বলেছেন সবজি চাষ করা খুবই পরিশ্রম এবং কষ্টসাধ্য।আমাদের সাথে শেয়ার করার জন্য দেখছি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করলেন।

 2 years ago 

আমার ও প্রকৃতির মাঝে সময় কাটাতে খুবই ভালো লাগে আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আলু আমার খুব প্রিয় একটি সবজি। তরকারিতে আমি আলু ছাড়া খেতেই তো পারি না। আপনি তো দেখছি আলু খেতের সুন্দর সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর একটি বর্ণনাও আমাদের মাজে তুলে ধরেছেন। মনে হচ্ছে আপনি বেশ ভালই জানেন আলু খেত সর্ম্পকে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট করার জন্য।

 2 years ago 

আপু,আসলে যেখানে যে জিনিস চাষ করা হয় সেই জিনিস সম্পর্কে দেখেই কিছুটা ধারণা পাই আরকি।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি মনে করি কৃষি কাজ হচ্ছে সেরা।যেই জেলাতে কৃষিকার সবচেয়ে বেশি সেই জেলা অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে।চারদিকে সবুজের ভান্ডার দেখে অনেক ভালো লেগেছে।এত বড় আলুর ক্ষেত এর আগে দেখিনি আপু।আপনি আলু ক্ষেত ভ্রমণ করেছেন এবং ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করেছেন।আপনার মাধ্যমে খুব সুন্দর আলু ক্ষেত দেখতে পেয়েছি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু।এইজন্য আমাদের জেলাতে ভাতের অভাব হয় না।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আলু খেতে কে না ভালোবাসে

এই কথাটি আপনি কি বললেন আপু আমি তো ভীষণ ভালোবাসি আলু খেতে। আলু আমার খুবই ফেভারিট। আলো খেতে আমি ভীষণ পছন্দ করি। কয়েকদিন আগে এরকম একটি জায়গায় আমি গিয়েছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছিল সেখানে বিভিন্ন ধরনের শস্য ছিল। এরকম শস্য ভান্ডারে আমি মাঝেমধ্যে গিয়ে থাকি সময় কাটানোর জন্য ভীষণ ভালো লাগে কিন্তু। আপনি আলু ক্ষেতে গিয়ে বেশ ভালই মুহূর্ত অতিবাহিত করলেন দেখছি। পুরোটা পড়তে ভীষণ ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আপনার কাছে আলু প্রিয় সবজি জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you💝.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58572.58
ETH 2551.35
USDT 1.00
SBD 2.47