"রঙ-বেরঙের আর্ট"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

রঙ-বেরঙের আর্ট:

IMG_20240721_174339.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।অনেকদিন পর জেল পেন ও মোম রং দিয়ে অঙ্কন করলাম।এক্সামের জন্য কমিউনিটিতে বেশি সময় দেওয়া সম্ভব হচ্ছে না।তারপরও চেষ্টা করছি জেনারেল চ্যাটগুলিতে কথা বলে খবরাখবর নেওয়ার জন্য।খুবই খারাপ লাগে যখন পরিচিত মানুষগুলোকে দেখতে পাই না।আজ রঙ-বেরঙের একটি আর্ট করেছি ,যেটা দেখতে অনেক আকর্ষণীয় লাগছিলো।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.রঙিন মোম রং
4.জেল পেন
5.কাঁটা কম্পাস
6.পেন্সিল ও
7.রবার

IMG_20240721_174113.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240721_174102.jpg
প্রথমে আমি পেন্সিল ও কাঁটা কম্পাসের সাহায্যে কয়েকটি দাগ টেনে নিলাম।

ধাপঃ 2

IMG_20240721_174129.jpg
এবারে লাল রঙের জেলপেন দিয়ে পেন্সিল দাগের উপর দিয়ে দাগ টেনে নিলাম।

ধাপঃ 3

IMG_20240721_174141.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 4

IMG_20240721_174158.jpg
এরপর গোলাপি রঙের জেল পেন দিয়ে ডিজাইন করে একে নেব।

ধাপঃ 5

IMG_20240721_174211.jpg
তো ডাল ও ডিজাইন একে নেওয়ার পর পেন্সিল দাগগুলো মুছে নিলাম রবারের সাহায্যে।এরপর ডিজাইনের মধ্যে ফিতার মতো ডিজাইন একেঁ নেব কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 6

IMG_20240721_174228.jpg
এবারে রঙিন মোম রং দিয়ে ফিতার মতো ডিজাইনের মধ্যে রঙিন আর্ট করে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20240721_174240.jpg
সবশেষে কমিউনিটির নাম ও আমার নাম লিখে নিলাম অঙ্কনের মধ্যে কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20240721_174322.jpg

IMG_20240721_174308.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "রঙ-বেরঙের আর্ট"।এটি দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 last month 

ঠিকই বলেছ বোন,প্রত্যেকটা আর্ট ভিন্ন ধরনের কিছু অর্থ বহন করে। পরীক্ষার চাপের মধ্য দিয়েও আমাদের মধ্যে তুমি যুক্ত হচ্ছো এটাই বড় কথা। জেল পেন আর মোম রঙের সাহায্যে বেশ সুন্দর একটা আর্ট উপস্থাপন করেছ। শুভকামনা রইল তোমার জন্য।

 last month 

অসংখ্য ধন্যবাদ দিদি,সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

 last month 

একে বলে চটজলদি আর্ট। এর একটা আলাদাই আনন্দ আছে। বাড়িতে জানালার পাশে বসে এসব করলে কখন যে মনের মধ্যে পাখি এসে জমা হয় আর একটা বো মিষ্টি করে ঝুলতে থাকে তা আমরাও টের পাই না৷

চরম ব্যস্ততার মধ্যেও যে নিজেকে টিকিয়ে রেখেছ এটাই আনন্দের বিষয়। তুমি এভাবেই সবুজ হয়ে থেক। ভালোবাসা নিও।

 last month 

দিদি,আপনার কমেন্টগুলি কিন্তু বেশ ব্যতিক্রম হয়।তাই অন্যরকম ভালোলাগা কাজ করে, এভাবেই পাশে থেকে উৎসাহ দিবেন আশা করি।ভালো থাকুন,ভালোবাসা অবিরাম💝.

 last month 

সবার মতো হলাম না যে জীবনে। এটাই তো বড় সমস্যার বোন।

 last month 

হি হি,তাহলে তো গুলিয়ে যাবে দিদি।ব্যাতিক্রম নিজস্বতার পরিচয়।

 last month 

সকলেই যে চায় তার মতোই যেন ভাবি বলি বা হই।

 last month 

☺️☺️

 last month 

খুবই খারাপ লাগে যখন পরিচিত মানুষগুলোকে দেখতে পাই না।

হ্যাঁ বোন, আমারও খুবই খারাপ লাগছে পরিচিত মানুষগুলোকে এখানে এখন দেখতে না পেয়ে। যাইহোক, তোমার শেয়ার করা রংবেরঙের এই আর্ট টি দেখতে বেশ ভালো লাগছে আমার। তোমার এই আর্ট টি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।

 last month 

ধন্যবাদ দাদা তোমাকেও।

 last month 

প্রত্যেকটা আর্টের আলাদা বিষয়বস্তু থাকে।জেল পেন ও মোম রং দিয়ে বেশ দারুন একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।গোলাপি রঙের জেল পেন দিয়ে নিজের মনের মত করে খুব সুন্দর করে একটি আর্ট করেছেন আর্টটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে।এত ব্যস্ততার মাঝেও দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 last month 

আমার আর্টটি আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো, আসলে চেষ্টা করেছি একটু ভিন্নভাবে তুলে ধরার জন্য।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.032
BTC 63760.92
ETH 2737.73
USDT 1.00
SBD 2.60