"দুটি ভ্রমর ও একটি ফুল গাছের চিত্ৰ অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

শীতের সকালে মিষ্টি রোদের শুভেচ্ছা সবাইকে।

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে একটি অঙ্কন শেয়ার করবো।সেটি হলো-
"দুটি ভ্রমর ও একটি ফুল গাছের চিত্ৰ"।

IMG_20220108_232437.jpg

কয়েক দিন হলো শরীরে ও হাতে প্রচন্ড ব্যথা তাই কিছু আঁকা হয়ে উঠে না ।তাই আজ খাতা নিয়ে বসলাম কিছু অঙ্কন করার জন্য।কিন্তু কি অঙ্কন করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না।তারপর আর কি !মনে যা আসলো তাই আকলাম,এককথায় মনের ডাক শুনলাম।মনে হলো একটি ফুল ধরে থাকা গাছ অঙ্কন করি যাতে আবার গুঞ্জন করা উড়ন্ত দুটি ভ্রমর থাকবে।মাঝে মাঝেই আমাদের মনের সাধারণ ইচ্ছেগুলি পূরণ করা খুবই জরুরি।তাতে একটা আলাদা তৃপ্তি ও ভালো লাগার অনুভূতি কাজ করে মনে।যাইহোক সকাল সকাল গাছে ধরে থাকা ফুল দেখে আপনাদেরও ভালো লাগবে আশা করি।তো চলুন শুরু করা যাক----

IMG_20220108_232416.jpg

উপকরণসমূহ

●সাদা কাগজ
●পেন্সিল
●রবার
●বলপেন, জেল পেন ও মাইক্রোটিভ পেন(রঙ্গিন)

অঙ্কনের পদ্ধতিসমূহ

ধাপঃ 1

IMG_20220108_232042.jpg

◆প্রথমে অঙ্কনের জন্য কাগজ, পেন্সিল ,রবারসহ সব উপকরণগুলি নিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20220108_232056.jpg

◆পেনসিলের সাহায্যে একটি গাছের ডালপালা ও গাছের গঠন একে নেব।

ধাপঃ 3

IMG_20220108_232110.jpg

◆এরপর ডালের মাথায় পেনসিল দিয়ে ফুল একে নেব চার পাপড়ির অথবা পাঁচ পাপড়ির।

ধাপঃ 4

IMG_20220108_232125.jpg

◆এবার নিজের হাতের একটি ছবি তুলে নিলাম।

ধাপঃ 5

IMG_20220108_232202.jpg

◆তো আমার অঙ্কন করা হয়ে গেল পেনসিল দিয়ে ফুলসহ ফুলের গাছটি।ফুলের কুঁড়ি একে নেব কয়েকটি।

ধাপঃ 6

IMG_20220108_232214.jpg

◆এরপর মাইক্রোটিভ সবুজ রঙের পেন দিয়ে ফুল গাছের ডালগুলি সবুজ রঙ করে একে নিলাম।

ধাপঃ 7

IMG_20220108_232231.jpg

◆এরপর জেল পেন দিয়ে বেগুনি রঙের ফুল একে নিলাম 5 পাপড়ি ও কোনটা 4 পাপড়ির।কুঁড়িগুলি কমলা রঙের জেল পেন দিয়ে একে নেব।এভাবে সব কুঁড়ি ও ফুল একে নেব এক এক করে।

ধাপঃ 8

IMG_20220108_232245.jpg

◆এবার মাইক্রোটিভ সবুজ রঙের পেন দিয়ে ফুল গাছের পাতাগুলি সবুজ রঙ করে একে নিলাম।রবার দিয়ে পেনসিল দাগগুলি ঘষে তুলে নেব।

ধাপঃ 9

IMG_20220108_232355.jpg

◆এইবার দুটি উড়ন্ত ভ্রমর একে নেব।লাল ও নীল রঙের বলপেন দিয়ে।নীচে সবুজ রঙের পেন দিয়ে ঘাস একে নেব গাছের গোড়ায় দুই পাশে।

ধাপঃ 10

IMG_20220108_232449.jpg

◆সবশেষে আমার নাম লিখে দেব নীচে।তো অঙ্কন করা হয়ে গেল আমার"দুটি ভ্রমর ও একটি ফুল গাছের চিত্ৰ"।

আশা করি আমার আজকের অঙ্কনটি আপনাদের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2


অভিবাদন্তে: @green015


Sort:  
 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

দুটি ভ্রমর ও একটি ফুল গাছের চিত্র আপনি দারুণভাবে অঙ্কন করেছেন। আমার খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপু। আপনার অংকনের হাতে অনেক ভালো মনে হচ্ছে এবং এভাবেই চেষ্টা করে যান ইনশাল্লাহ সফল হবেন। অনেক ভাল ছিল


IMG_20220106_113311.png

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদি আপনি দুটি ভ্রমর ও একটি ফুল গাছের চিত্ৰ অঙ্কন করেছেন অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দেখে অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

দুটি ভ্রমর ও একটি ফুল গাছের চিত্ৰ অঙ্কন ওয়াও!!!
এক কথায় অসাধারণ। কালার কম্বিনেশন টা দারুণ ভাবে ফুটেছে।।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দুটি ভ্রমর ও একটি ফুল গাছের চিত্ৰ অঙ্কন অসাধারণ হয়েছে আপু। আপনার অঙ্কন চিত্রটির প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি আপনার দক্ষ হাতে দারুন একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

  • গাছের চিত্র কোনটি আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে গাছের উপর দুইটি ভ্রমর উঠে আসে এটি দেখে খুবই ভাল লেগেছে। খুব সুন্দর একটি চিত্র অংকন শেয়ার করেছেন আমাদের মাঝে। এই চিত্রাংকন শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ । শুভকামনা রইল আপনার জন্য ।
 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কলম আর পেন্সিল এর ছড়াছড়ি। দারুন এঁকেছেন চিত্রটি। ভ্রমরের গুঞ্জনে ফুল ফোটে নাকি ফুটলেই ভ্রমর আসে গানটি মনে পড়ে গেল আপনার চিত্রটি দেখে। ধন্যবাদ ভালো থাকবেন বোন।

 3 years ago 

হুম, আপনাকে এইবারে আমাকে গান শুনাতে হবে দাদা।😊অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনিও।

 3 years ago 

দুটি ভ্রমর এবং একটি ফুল গাছের চিত্র অঙ্কন করেছেন। বিশেষ করে ভ্রমণের মধু সংগ্রহের দৃশ্যটি আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আমার কাছে ভালো লেগেছে। শীত কালীন সময়ে প্রচুর পরিমাণ মধু সংগ্রহ করে থাকে দৃশ্য পটভূমি আপনার অংকনের মধ্যে ফুটে উঠেছে।

 3 years ago 

বাহ,আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি ফুল গাছের আর্ট করেছেন আপু। গাছের উপরে আবার দুটি ভ্রমর এঁকেছেন। বলপেন দিয়ে এঁকেছেন বলে দেখতে বেশি সুন্দর লাগছে। খুব সুন্দর ভাবে আঁকা টি সম্পূর্ণ করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,অনুপ্রেরণা পেলাম।

 3 years ago 

আপনি রং পেন্সিলের সাহায্যে দুটি ভ্রমর ও একটি ফুল গাছের চিত্ৰ অঙ্কন টি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনি বরারবরই খুব দারুন দারুন কিছু নিয়ে হাজির হোন সেইটা আমি আগে থেকেই জানি। আজকের চিত্রাঙ্কন টাও অনেক ইউনিক ছিলো। খুব সুন্দর আর্ট করেছে। অসংখ্য ধন্যবাদ আপু ধারাবাহিকভাবে সুন্দর সুন্দর সবকিছু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া, মনে যা আসে তাই করি।অনেক ধন্যবাদ আপনাকে, অনুপ্রেরণা পেলাম।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56556.00
ETH 2492.21
USDT 1.00
SBD 2.22