"একটি ত্রিশূল ও ডমরু চিত্র অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।বরাবরের মতোই আমি আজও চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।

একটি ত্রিশূল ও ডমরু চিত্র অঙ্কন:

IMG_20230129_183932.jpg

IMG_20230129_183452.jpg

বন্ধুরা,আর্ট করতে আমার খুবই ভালো লাগে।যদিও আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।যাইহোক আজ আমি একটা ত্রিশূল ও ডমরু চিত্র অঙ্কন করেছি।ত্রিশূল আমাদের হিন্দুধর্মে শিব ঠাকুরের অস্ত্র বলে পরিচিত।এছাড়া ত্রিশূলের গায়ে ডমরু ও লাল রঙের কাপড়ও বাঁধা অবস্থায় থাকে।আসলে এইরকম এক একটি বস্তু শিব ঠাকুরের এক একটি প্রতীক ও এর সঙ্গে পৌরাণিক নানা কাহিনী ও যুক্ত রয়েছে।ডমরু হচ্ছে একটি ছোট আকারের দ্বিমুখী ড্রাম। এই বাদ্যযন্ত্র মহাদেবের বাদ্য ছিল।তাই আমি আজ শিবের ডমরু ও ত্রিশূল অঙ্কনের চেষ্টা করলাম।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন অঙ্কনটি শুরু করা যাক---

★উপকরণসমূহ:

IMG_20230129_183158.jpg

1.সাদা কাগজ
2.কালো রঙের বলপেন
3.পেন্সিল
4.লাল রঙের জেলপেন
5.স্কেল
6.রবার

★অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20230129_183227.jpg
প্রথমে সাদা কাগজের উপর স্কেল ও পেন্সিল দিয়ে একটা বক্স একে নিলাম।

ধাপঃ 2

IMG_20230129_183251.jpg
এরপর বক্সের মধ্যে ত্রিশূলের ফলা অঙ্কন করে নিলাম পেন্সিলের সাহায্যে।

ধাপঃ 3

IMG_20230129_183310.jpg
এবারে ত্রিশূলের গায়ে ডমরু ও লাল রঙের কাপড় বাঁধা অবস্থায় থাকে এমনভাবে একে নিলাম পেন্সিল দিয়ে।

ধাপঃ 4

IMG_20230129_183326.jpg
পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিয়ে ডমরুর গায়ে কালো রঙের বলপেন দিয়ে ডিজাইন করে নেব।

ধাপঃ 5

IMG_20230129_183342.jpg
পেন্সিল দাগগুলি রবার দিয়ে ঘষে তুলে নিলাম এবং ত্রিশূলের গায়ের কাপড় লাল রঙের জেলপেন দিয়ে কালার করে একে নিলাম।

ধাপঃ 6

IMG_20230129_183851.jpg
এবারে ত্রিশূলের মধ্যে গাড় পেন্সিল রং সেট করে দিলাম।তারপর আমার হাতের ছবি তুলে নিলাম ফোনে।

শেষ ধাপঃ

IMG_20230129_183531.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার একটি ত্রিশূল ও ডমরুর চিত্র।সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনটির নীচে কালো রঙের বলপেন দিয়ে।এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আর্ট বা অংকন সেটা ধৈর্য ৷ মূলত সময় আর ধৈর্য ছাড়া অংকন সম্ভব না ৷ যা হোক আপনি বাবা ভোলানাথ শিবের ত্রিশূল ও ডঙ্কার চিত্র অংকন করেছেন ৷ অনেক সুন্দর লাগছে আর একদম নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন ৷ শিব এই ত্রিশূল ও ডঙ্কার দিয়ে তান্ডব ও অশুভ শক্তির সাথে ধংশ করে ৷
অনেক ভালো লাগলো দিদি ৷

 2 years ago 

ঠিক বলেছেন দাদা,অশুভ শক্তির দূর করে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

পেন্সিল দিয়ে যেকোনো ধরনের চিত্র অঙ্কন করলে সেটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। ত্রিশূল এবং ডংকার চিত্র অঙ্কন অনেক সুন্দর হয়েছে আপু যেটা নিজের দক্ষতা বাড়িয়ে তোলে।

 2 years ago 

সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হর হর মহাদেব। 🙏🙏🙏মহাদেবের হাতের ত্রিশূল ডঙ্কা খুবই সুন্দর এঁকেছো।আর্ট করতে অনেক ধৈর্যের প্রয়োজন যা সকলের থাকে না তুমি অনেক ধৈর্যের সহিত আজকের আর্ট টি সম্পন্ন করেছো তাই দেখতে খুবই সুন্দর হয়েছে। সকাল সকাল মহাদেবের প্রিয় জিনিস গুলো দেখতে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। মহাদেব তোমার মঙ্গল করুক এই প্রার্থনা করি। 🙏🙏🙏🧡

 2 years ago 

অনেক ধন্যবাদ আন্টি।আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে ত্রিশূল ও ডংকারের দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে দেখিয়েছেন। সাদা কাগজের উপর শুধু বলপেন আর পেন্সিলের দ্বারা এত সুন্দর একটি নকশা তৈরি করে। ডংকার টি কালার করার মধ্য দিয়ে সম্পূর্ণ করে তুলে ধরেছেন। আপনার এত সুন্দর আর্ট করা দেখে আমার খুব ভালো লাগলো।

 2 years ago 

আপনার কাছে আর্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে আপু অনেক চমৎকার ও ভয়ঙ্কর একটি চিত্রাংকন করেছেন।খুব সময় দিয়ে কাজটি করেছেন দেখে বোঝা যাচ্ছে। আর ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে, সবসময়ই এই কামনা করি।

 2 years ago 

ভাইয়া, ভয়ংকরের ব্যাপার নেই।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই অসাধারণ একটি আর্ট করেছেন আপনি। মহাদেবের অস্ত্রটি খুবই দারুণভাবে আর্ট করেছেন। বিভিন্ন ধরনের রং ছাড়াই পেন্সিল কালো কলম ও লাল রঙের জেল পেন দিয়ে খুবই সুন্দর একটি আর্ট করেছেন।

 2 years ago 

আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি আগেও আপনার আর্ট দেখেছি। খুব সুন্দর এবং স্পষ্ট আর্ট করেন আপু আপনি। আপনার আর্ট গুলো দেখে অনেক সময অনুপ্রেরনা পাই। আজকের ত্রিশুলের আর্টটি করতে মনে হয় বেশ সময় নিয়েছে। তবু বেশ সুন্দর ছিল আপনার আজকের আর্টটি।

 2 years ago 

অনুপ্রেরণা পেলাম,অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ত্রিশূল ও ডঙ্কার আর্ট পোস্টটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার আর্ট এর ধাপগুলো দেখে যে কেউ আর্ট টি করে নিতে পারবেন সহজেই।আপনি খুবই দক্ষতার সাথে আর্ট শেষ করেছেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য আপু।

 2 years ago 

চেষ্টা করি সবগুলো ধাপ সহজভাবে ফুটিয়ে তোলার।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58572.58
ETH 2551.35
USDT 1.00
SBD 2.47