"প্রকৃতির দর্শনে"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।

প্রকৃতির দর্শনে:

frog-butterfly-pond-mirroring-45863.jpeg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে আমার নিজস্ব অনুভূতি শেয়ার করবো।আসলে প্রকৃতিকে আমরা সবাই ভালোবাসি।প্রকৃতির সব কিছু আমাদের ভালো না লাগলেও কিছু কিছু বিষয় আমাদের হৃদয়কে সস্পর্শ করে। তো আমি সেই প্রকৃতি সম্পর্কে অনুভূতি প্রকাশ করবো।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক----



বৃষ্টির দিনেও বিভীষিকাময় জ্বলন্ত আগুনের ফুলকি চারিদিকে।এই আগুন সূর্যের ছড়ানো রোদের, কোনো দেশলাই কাঠির নয়।রোদের তাপে নিস্তেজ মানুষের ছোট্ট প্রাণখানি।উত্তপ্ত রোদে ঘাস নিঙরানোর কাজ করে চলেছে মাঠে একদল আদিবাসী মানুষ।ক্লান্ত দেহে পিপাসু হয়ে ছুটে চলা জলের সন্ধানে মাঠের মাঝে।তারপর গোগ্রাসে তৃষ্ণা নিবারণ করে সঙ্গে একরাশ দীর্ঘশ্বাস নেওয়া।এ যেন সবই আমার সামনে দর্শন।

প্রচন্ড গরমে ঘরেও বসে শান্তি নেই।কোথাও হাওয়ার দেখা নেই তাই প্রকৃতির মাঝে গেলাম একটু শরীরকে শান্তি দিতে।এত গরমেও গরুর একনাগাড়ে ঘাস খাওয়া, ছাগলের জিভ বের করে কানফাটানো ডাকের শব্দ।গাছের ডালে পাখির কিচিরমিচির আন্দোলন আর খালে জলের উপর এপার থেকে ওপার সাঁতরে যাওয়া সাপের দৃশ্য।যেন মনে করিয়ে দেয় প্রেমেন্দ্র মিত্রের লেখা 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পটি। যেখানে প্রকৃতির অপরূপ বর্ননা আর মাছ ধরার মজার স্মৃতিমাখা অনুভূতি রয়েছে। রয়েছে গ্রাম্য জনজীবনের একদম অতিসাধারণভাবে দিন অতিবাহিত করার গল্প।ছিপছিপে পাখনা মেলে ঝিঁঝিঁপোকার লড়াই মনে এক আলাদা অনুভূতির সৃষ্টি করে।

প্রকৃতিতে সন্ধ্যা নামলেই মশাদের রাজত্ব শুরু।ঝাঁকে ঝাঁকে মশা সদলবলে উড়ে এসে আক্রমণ করে রক্ত মাংসের প্রাণীগুলোকে।তারপর ডেঙ্গু ছড়িয়ে মহানন্দে ঘুরে বেড়ানো।এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এখন বৃহৎ আকার ধারণ করেছে।আর এর সবকিছুর মূলে আমাদের অসচেতনতা মনোভাব দায়ী।অতিরিক্ত বৃক্ষ কেটে ফেলার জন্য প্রকৃতিতে বর্ষা নামতে ভুলে গেছে।আবার বর্ষা হলেও অতিরিক্ত গরম আবার যেখানে সেখানে অপরিস্কার করে রাখার জন্য মশার উপদ্রব বেড়ে ডেঙ্গু সৃষ্টি করছে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোষ্টটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 last year 

দিদি খুব সুন্দর ভাবে আপনি প্রকৃতির দর্শনের বর্ননা তুলে ধরেছেন। আসলে এসবটাই বাস্তবতা।এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আজ অনেক বড় হয়ে আমাদের মাঝে খুব খারাপভাবেই দেখা দিয়েছে।প্রকৃতির এই রুপের জন্য আমরাই আসলে দায়ী।আমাদের সচেতনতার খুব অভাব।আমরা সামান্য একটু সুখের আশায় খুব বড় রকমের ক্ষতি নিজেদের করে ফেলেছি।এখনো সময় আছে আমাদের সচেতন হবার।

 last year 

অনেক সুন্দর মন্তব্য করেছেন, ধন্যবাদ আপু।

 last year 

দিদি আপনার এই লেখাটা বেশ ভালো লেগেছে আমার। আমরা সবাই সব সময় প্রকৃতির সান্নিধ্যে থাকতে চাই। কারণ প্রকৃতি আমাদের সবার কাছেই অনেক বেশি প্রিয়। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 last year 

ধন্যবাদ আপনাকে ও।

 last year 

বাহ্ আপু প্রকৃতি নিয়ে দারুন লিখেছেন।একদম ঠিক কথা প্রকৃতির সব বিষয় আমাদের ভালো লাগেনা।তবে কিছু বিষয় হৃদয় ছুঁয়ে যায়।এই বর্ষাকালেও হওয়ার দেখা নেই যেমনি আবার রাতের অন্ধকারে মশার রাজত্ব।ভালো লিখেছেন পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আপনার গঠনমূলক মতামত জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47