"এলোমেলো কয়েকটি ফটোগ্রাফী"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ব্লগ নিয়ে আপনাদের মাঝে।ফটোগ্রাফী করতে আমার এখন বেশ ভালো লাগে।আর সেই ভালো লাগা থেকেই আমি আজকেও এলোমেলো কয়েকটি ফটোগ্রাফী নিয়ে চলে আসলাম আপনাদের সামনে।তবে ছবিগুলো এলোমেলো হলে ও বেশ অর্থপূর্ণ ও সুন্দর।তো চলুন দেখে নেওয়া যাক---

এলোমেলো কয়েকটি ফটোগ্রাফী:

সন্ধ্যাকালীন দৃশ্য

IMG-20230106-WA0005.jpg

প্রকৃতি মানেই ভিন্ন রকম অনুভূতি আবার ভিন্ন মনের টান।প্রকৃতির মাঝে সময় কাটাতে সবারই ভালো লাগে।তাইতো কয়েকদিন আগে আমি ও ছুটে গিয়েছিলাম মাঠপানে।এই দৃশ্যটি সন্ধ্যার দিকে তোলা হয়েছে।মাঠের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছটি আমার কাছে খুবই ভালো লাগছিল।গাছের নিচেই রয়েছে আলুক্ষেত।প্রকৃতি তখন কালো করে সন্ধ্যা নামতে চলেছে।

সরিষা ফুলের দৃশ্য

IMG-20230106-WA0016.jpg

সরিষা ফুল খুবই জনপ্রিয় একটি ফুল বলে আমার মনে হয়।কারণ মানুষ কথায় কথায় সরিষা ফুলের উদাহরণ টানে।তার থেকে বড় বিষয় হলো হলুদ রঙের সৌন্দর্য্য।হলুদ রঙের ফুলে কালো রঙের সরিষা দানা হয়ে থাকে।তবে ছোট্ট হলে ও সরিষা ফুল দেখতে বেশ আকর্ষণীয়।

মাঠপানের দৃশ্য

IMG-20230106-WA0014.jpg

বিকেলবেলা মাঠের দৃশ্য অবলোকন করলে মন সত্যিই ভালো হয়ে যায়।আসলে এইসময় গরু,ছাগল ও ভেড়া মাঠে চড়ে।যাদের প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করে মনে।আর মাঠের ঠিক এক প্রান্তে একটি বড়ই গাছ রয়েছে।শুন্য মাঠে একটি মাত্র গাছ দেখতে বেশ চমকপ্রদ লাগে।

মেঠো রাস্তার দৃশ্য

IMG-20230106-WA0007.jpg

সরিষা ক্ষেতের পাশ দিয়ে ছোট্ট একটি মেঠো পথ চলে গিয়েছে।পথের দুপাশে ছোট বড় অনেক গাছ।প্রকৃতির এই গাছের ছায়ায় পথ চলতে বেশ প্রশান্তি কাজ করে গ্রীষ্মের সময়।তবে এই ঝোপঝাড়যুক্ত রাস্তায় পথ চলা বেশ ঝুঁকিপূর্ণ ও বটে।যাইহোক নির্মল হাওয়া মেলে প্রকৃতির থেকে।

ফাঁকা মাঠের দৃশ্য

IMG-20230106-WA0015.jpg

এটা দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠের দৃশ্য।আসলে কিছুদিন পূর্বে মাঠপানে তাকালে এক শুন্যতা ও হাহাকার ভরা দৃশ্যের প্রতিচ্ছবি চোখে পড়তো।যতদূর চোখ যায় শুধুই মাঠের সীমানা দেখা যায়।বহুদূর একটি গ্রাম দেখা যাচ্ছে।

পাতাবাহার গাছ

IMG_20230130_182621.jpg

IMG_20230130_182531.jpg

সবশেষে দুই ধরনের পাতাবাহারের ছবি দিলাম।আসলে দুটি পাতাবাহারই ভিন্ন প্রজাতির ও রঙের।তবে প্রথম পাতাবাহারটি কিছুটা মোরগঝুঁটি ফুল গাছের পাতার মতো।পাতার উপর যেন রঙের মিশেলে আবরণ দেওয়া।খুবই সুন্দর দেখতে পাতাবাহারগুলি।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের ব্লগটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

বিষয়এলোমেলো কয়েকটি ফটোগ্রাফী
স্থানপালসিট
ডিভাইসredmi 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

দিদি নমস্কার.
আপনি তো প্রকৃতির সানিদ্ধ্য উপভোক করেছেন ৷ প্রকৃতির সুন্দর নির্মল ৲প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল ৷ সন্ধা বেলা আগে মুহূর্ত ফটোগ্রাফ টি অনেক ভালো ছিল ৷ অনেক ধন্যবাদ দিদি

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ দাদা।

 2 years ago 

গ্রাম বাংলার ফটোগ্রাফি আমার কাছে সব সময়ই ভালো লাগে। সরিষা ফুলের সৌন্দর্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। দিদি আপনি তো চমৎকার ফটোগ্রাফি করেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

গ্রামের অপরূপ সৌন্দর্য আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। ছবিগুলো এলোমেলো হলেও তার ভিতরে অনেক সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আমার কাছে সন্ধ্যাকালীন দৃশ্যটি অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার কাছে দৃশ্যটি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার তোলা এলোমেলো দৃশ্যের মধ্যে সবগুলোই গ্রামের প্রকৃতির সৌন্দর্যে ঘেরা। সবগুলো ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে তবে যদি সেরা সৌন্দর্যের বিচার করা হয় তাহলে সরিষা ফুলের ছবিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে।

 2 years ago 

সত্যিই ভাইয়া, সরিষা ফুলের হলুদ রঙ মুগ্ধ করে সকলকে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য্য দেখলে আসলে অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে ফাঁকা মাঠের দৃশ্য ও সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গ্রাম বাংলার সবুজের সমারোহ দেখলেই যেন প্রান জুড়িয়ে যায়। এই গ্রামের মেঠোপথ, ধূঁ ধূঁ ফাঁকা মাঠ, সরিষা ক্ষেত সব মিলিয়ে যেন এক মন ভোলানো পরিবেশ। মন চায় হারিয়ে যায় প্রকৃতির এই অপরূপ রূপে। ধন্যবাদ আপু কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

গ্রাম বাংলার দৃশ্যগুলো ভালোই লাগে দেখতে! ধান কাটার পরের মুহূর্তগুলো সুন্দর। আপনাদের দিকে ধান কাটা হয়ে গেছে! সরিষা ফুলের ফটোগ্রাফি টা সুন্দর হয়েছে দিদি 🌼

 2 years ago 

ভাইয়া, আমাদের এখানে ধান কেটে আবার গরমের ধান লাগানো ও প্রায় শেষের দিকে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এ ধরনের ফটোগ্রাফি আমার অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার ছবিগুলোর মাধ্যমে গ্রাম বাংলার বেশ কিছু চমৎকার ছবি দেখতে পেলাম। বিশেষ করে সরিষার ফুল এবং মাঠের অন্যান্য ছবিগুলো অসাধারণ লেগেছে আমার কাছে।
সাথে চমৎকার বর্ননা উপস্থাপন করেছেন যা পোস্টের মান বৃদ্ধি করেছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59838.11
ETH 2384.78
USDT 1.00
SBD 2.51