Diy-"প্রাকৃতিকভাবে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে আবার একটি নতুন পোষ্ট নিয়ে হাজির হয়েছি।এটিকে diy ও বলা যেতে পারে।সেটি হলো-"প্রাকৃতিকভাবে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি"।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

IMG_20220623_195741.jpg

বন্ধুরা, অনেকদিন ধরেই আমার গাছের গন্ধরাজ ফুল দিয়ে আমার পারফিউম তৈরি করার শখ।দীর্ঘদিন আগে আমি ইউটিউবে একবার দেখেছিলাম বেলি ও গোলাপ ফুল দিয়ে সাধারণত পারফিউম তৈরি করতে ঘরোয়া পদ্ধতিতে।তো আমি ভাবছিলাম গন্ধরাজ ফুল দিয়ে পারফিউম তৈরি করলে কেমন হবে!তাই আমার গাছে যেদিন বেশি গন্ধরাজ ফুল ফুটেছিল সেদিন ঘটা করে লেগে পড়লাম কাজে।তো সত্যিই প্রাকৃতিকভাবে পারফিউম তৈরি করা সম্ভব এবং এটিতে কোনো ক্ষতিকর পদার্থও নেই।এভাবে আমি একদিন গন্ধরাজ ফুলের সুগন্ধটাকে বা ঘ্রানকে বোতলবন্দি করেই ফেললাম,হি হি☺️☺️।কিছুদিন আগে পারফিউম নিয়ে একটি প্রতিযোগিতাও হয়েছিল কমিউনিটিতে, দারুণভাবে অংশগ্রহণ করেছিলেন সবাই। তো চলুন শুরু করা যাক---

IMG_20220623_200459.jpg

■উপকরণসমূহ:

1.গন্ধরাজ ফুল
2.কেচি
3.সুঁই
4.সুতা(সাদা)
5.কাচের বোয়াম
6.প্লাস্টিকের একটি বোতল
7.ছোট ঝুড়ি

■প্রস্তুতপ্রণালি:

ধাপঃ 1

IMG_20220623_194122.jpg

প্রথমে আমি কিছু আমার গাছের গন্ধরাজ ফুলের ছবি তুলে নিলাম।

ধাপঃ 2

IMG_20220623_194148.jpg

এবারে কেচি দিয়ে গাছ থেকে কিছু ফুল কেটে সংগ্ৰহ করলাম।

ধাপঃ 3

IMG_20220623_194204.jpg

তো ফুলগুলি জড়ো করে একটি ছোট ঝুড়িতে রাখলাম।

ধাপঃ 4

IMG_20220623_194250.jpg

এরপর প্রত্যেকটি ফুল থেকে পাপড়ি ছাড়িয়ে নিয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20220623_200304.jpg

এরপর একটি সুঁইয়ে একটি সাদা সুতা গেঁথে ফুলের পাপড়িগুলো সাজিয়ে মালা বানিয়ে নেব।

ধাপঃ 6

IMG_20220623_194546.jpg

তো আমার গন্ধরাজ ফুলের মালাটি তৈরি করা হয়ে গেছে।

ধাপঃ 7

IMG_20220623_194657.jpg

এবারে একটি বোয়ামের মধ্যে এমনভাবে ফুলের মালাটি রেখে দেব যাতে ফুলের মালা কিছুটা উপর থাকে।

ধাপঃ 8

IMG_20220623_200344.jpg

তো পরিষ্কার কাঁচের বোয়াম নিয়ে ও তাতে ফুল ভরে রোদে দিয়ে দেব।

ধাপঃ 9

IMG_20220623_194747.jpg

এবারে কাঁচের পাত্রটি রোদে দিয়েছি ।এভাবে টানা2-3 দিন রোদে দিতে হবে।

ধাপঃ 10

IMG_20220623_194949.jpg

তো দ্বিতীয়দিন,আসলে কাঁচের পাত্রের ভিতর ফুল ধীরে ধীরে শুকাতে শুরু করবে আর ফুলের নির্যাস বা সুগন্ধ ঘাম হয়ে বোতলের মধ্যে জমবে।

ধাপঃ 11

CollageMaker_20220623_195959568.jpg

এভাবে 3 দিন পর ফুলের মালার কালার পাল্টে যায় এবং পুরোপুরি শুকিয়ে যায়।আর মালাটি বাইরে বের করা হয়।

ধাপঃ 12

IMG_20220623_195105.jpg

তো কাঁচের পাত্রের নিচে বেশ কিছুটা পানি জমেছে ফুলের ঘামে ঘামে এটিই হলো পারফিউম।

ধাপঃ 13

IMG_20220623_200423.jpg

এবারে এটি কাঁচের ছোট পাত্রে জলটি ভরে রাখতে হবে কিন্তু আমার কাছে এই মুহূর্তে কাচের ছোট পাত্র নেই বলে আমি একটা প্লাস্টিক বোতল নিয়ে নিয়েছি।

ধাপঃ 14

IMG_20220623_194042.jpg

তো সবশেষে সুগন্ধি জল বা পারফিউম বোতলের মধ্যে ঢেলে রাখলাম।এটি থেকে সত্যিই মৃদু-মিষ্টি ঘ্রাণ বের হচ্ছিল।

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

অকল্পনীয় একটি ব্যাপার। আমি কখনো ভাবতে পারেনি যে ঘরোয়া পদ্ধতিতে ও পারফিউম তৈরি করা সম্ভব। পারফিউম তৈরীর পুরো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আচ্ছা আমার প্রশ্ন,পারফিউম তৈরীর এই পদ্ধতিটা কি সত্যিই কাজে দেয়। মানে এই পারফিউমের গন্ধ কেমন?

 2 years ago 

আচ্ছা আমার প্রশ্ন,পারফিউম তৈরীর এই পদ্ধতিটা কি সত্যিই কাজে দেয়। মানে এই পারফিউমের গন্ধ কেমন?

ভাইয়া ,সত্যিই এইভাবে পারফিউম তৈরি করা যায়।তবে আমি এই প্রথম তৈরি করে যেটা বুঝলাম, পারফিউমে খুবই মৃদু গন্ধ পাওয়া যায়।যতটা আমরা গাছে থাকতে ফুল থেকে ঘ্রাণ পাই তার থেকে খুবই সামান্য ঘ্রাণ এতে পাওয়া যায়।আপনার কাছে বিষয়টি ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত ভাইয়া।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রাকৃতিকভাবে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরি ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নতুন কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে সত্যিই অসাধারণ, শুভকামনা রইল।

 2 years ago 

ভাইয়া,আমি কিন্তু শুধু ফুলের ফটোগ্রাফিই শেয়ার করিনি,আরো নতুন কিছু তৈরি করেছি।জানি না, আপনি সেটি খেয়াল করেছেন কিনা!তবুও আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক মজাদার ও খুব ব্যতিক্রমধর্মী একটি লেখা ও কাজ উপভোগ করলাম। গন্ধরাজ ফুল গন্ধরাজ ফুলের ঘ্রাণ আমার খুব ভালো লাগে। বাগানে গেলে খুব নিঃশ্বাস ভরে ফুলের ঘ্রাণ নেই। গন্ধরাজ ফুলের মিষ্টি মধুর গন্ধে আমি বিমুগ্ধ হয়ে যাই। আপনার মত আমিও একদিন চেষ্টা করব প্রাকৃতিক ভাবে পারফিউম তৈরি করার। ধন্যবাদ আপনাকে এত একটি ইউনিক আইডিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, চেষ্টা করে দেখতে পারেন।অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

প্রাকৃতিক উপায়ে গন্ধরাজ ফুলের পারফিউম তৈরির বুদ্ধিটা ইউনিক ছিলো। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন প্রতিটি ধাপ। এখন সব পারফিউমেই অ্যালকোহল ব্যবহার করেন। তাই এভাবে প্রাকৃতিক উপায়ে পারফিউম তৈরির প্রক্রিয়াটি আমাদের জন্য উপকারী। ধন্যবাদ আপনাকে প্রক্রিয়ায় টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, তবে তারা যেটাই ব্যবহার করুক না কেন সেটা শরীরের জন্য কিছুটা ক্ষতিকর ও দীর্ঘদিন পারফিউম ভালো রাখার জন্য।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অদ্ভুত একটা জিনিস দেখলাম ফুল দিয়ে পারফিউম তৈয়ার করা যায় আমি এই প্রথম দেখলাম, ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এমন অদ্ভুত কিছু শেয়ার করার জন্য,,,,।

 2 years ago 

ভাইয়া সুগন্ধি ফুল দিয়েই তো পারফিউম তৈরি হয় আপনি জানতেন না শুনে আমি অবাক হলাম।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও আপু আপনার আইডিয়া দেখে তো আমি মুগ্ধ। সত্যিই প্রাকৃতিক ভাবে আপনি সুগন্ধি পারফিউম তৈরি করে ফেললেন। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আপনার এই আইডিয়া। আপনার দক্ষতার প্রশংসা করতে হলে অবশ্যই। আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু, আপনার চমৎকার প্রশংসা ভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও আপু এত সুন্দর আইডিয়া সেটা আমি অবাক হয়ে গেলাম।
এভাবে করলে কিছুটা টাকা বাঁচবে আবার হাতে বানানো পারফিউম বলে মনে এত তৃপ্তি ও থাকবে 🤭🤭।

আসলে আপু আপনার এই পোস্টটি একদম ভিন্নধর্মী একটি ডাই ছিল। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার এই কাজটি। আপনার জন্য শুভকামনা জানাই আপু। শুভেচ্ছা ও ভালবাসা নিও আপু 🥰🥰

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু,আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপনি তো খুব ভাল একটি পোস্ট করেছেন আজ। প্রাকৃতিক ভাবে গন্ধরাজ ফুল থেকে এত সুন্দর ভাবে পারফিউম তৈরি করতে এই প্রথম দেখলাম। পারফিউম আমার অনেক পছন্দ কিন্তু আমরা এগুলো বাজার থেকে কিনে। এত সুন্দর ভাবে প্রাকৃতিক ভাবে তৈরি করা জানলে আমি আরো আগে তৈরি করে নিতাম। ধন্যবাদ এত সুন্দর গুরুত্বপূর্ণ পোষ্ট করার জন্য।

 2 years ago 

এখন জেনে গেলেন, তৈরি করবেন আপু।তাছাড়া বাজারের পারফিউমে অনেক ক্ষতিকারক পদার্থ ব্যবহার করা থাকে।ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63184.34
ETH 2560.17
USDT 1.00
SBD 2.72