"লেবু সমাচার"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।

লেবু সমাচার:

IMG-20230724-WA0002.jpg

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে একটি অনুভূতি শেয়ার করবো।আসলে গ্রাম্য জীবনে অন্যের গাছে ছোট লেবু বা পাতিলেবু দেখে যে অনুভূতিটা হয় মানুষের মনে সেটাই প্রকাশ করবো আজ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক----



বন্ধুরা, গ্রাম্য জীবনে অন্য কিছু চুরির ঘটনা শোনা না গেলেও কিন্তু লেবু চুরির ঘটনা বেশ শোনা যায়।আর লেবু চুরির কথা শুনলেই গোপাল ভারের সেই জামাইকে লেবু চুরির দোষ দিয়ে তাড়ানোর গল্প কিন্তু মনে পড়েই যায়। আমার মনে হয় লেবুর সম্পর্কে সবার একটা আলাদা অনুভূতি কাজ করে গ্রাম্য জীবনে।আমি কখনো লেবু চুরি করিনি তবে অন্যের চুরি করা পাতিলেবু কিন্তু খেয়েছি।প্রত্যেকের শৈশব জীবনে লেবু চুরি আর আম চুরির ঘটনা অন্যতম।সঙ্গে কিন্তু কুল চুরির ঘটনা অস্বীকার করা যায় না।যাইহোক এমনই একদিনের ঘটনা বলি---

আমি তখন ছোট।বেড়াতে গিয়েছিলাম এক দিদির বাড়ি।দিদির বাড়ির পাশে পাঁচিল ঘেরা একটি বাড়ি।বাড়িতে কেউ না থাকলেও পেয়ারা ,কয়েকটি ফুল ও একটি পাতিলেবু গাছ লাগানো রয়েছে।লেবু পাকা তো দূরের কথা যখন আধা বড় হয়ে যায় তখনই লেবু গাছের উপর হুমরী খেয়ে পড়ে সবাই।একে তো বাড়ির লোকজন বাড়ি থাকে না তার উপর রাস্তার পাশে লেবু গাছ।একদিন দুপুর বেলা একদম ছেলে মেয়ে কয়েকটি লেবু ছিড়ে পালালো।সামনে থেকে এভাবে লেবু তুলে নিয়ে যাচ্ছে দেখে দিদিও গেল লেবু তুলতে।গিয়েই দুই তিনটি পাতি লেবু ছিড়ে নিয়ে আসলো,খুব একটা বড় নয়।আধা বড় হতেই রস হোক না হোক লেবু গাছ সাবার হয়ে যায়।তারপর আর কি!খেলাম সেই লেবু যদিও বেশি রস হয়নি।

IMG-20230724-WA0001.jpg

কয়েক দিন আগেই একটি বাড়ি গিয়েছিলাম কাগজ পত্রের কাজে।তখনই চোখে পড়লো ইয়া বড় পাতিলেবুর গাছ।সেটিও আবার সুন্দরভাবে মাচা করা, লেবু পেকে তাতে ঝুলছে।সেই বাড়িতে একটি বয়স্ক দিদাকে পেলাম।দিদাকে বললাম ,কয়েকটি বিক্রি করতে আমাদের কাছে।কিন্তু দিদা বললো আমরা লেবু বিক্রি করিনা।একে তো গাছভর্তি লেবু পেকে হলুদ হয়ে রয়েছে তারপর বিক্রি করে না জেনে অবাক হলাম।বারবার বলার পরও তিনি টাকা নিয়ে বিক্রি করতে রাজি হলো না।তারপর বললো-বিক্রি করবো না তবে তোমাদের খেতে দিতে পারি কয়েকটি।লেবুগুলির সাইজ ভালোই বড় ছিল।তিনি আমাদের পাঁচটি পাতিলেবু খেতে দিয়েছিলেন ফ্রি তে।ভালোই রসালো ছিল লেবুগুলি।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোষ্টটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  

আসলে লেবু চুরি নিয়ে আমার নিজেরও কিন্তু একটা গল্প আছে। কারণ ছোটবেলায় আমাদের গ্রামের বাড়ির পাশে একটা বাড়ি ছিল তারা লেবু চাষ করত। আমি তো সন্ধ্যা হলেই ওই বাড়ির একটা ছেলেকে সাথে নিয়ে লেবু চুরি করে নিয়ে বাড়ি চলে আসতাম।

তাছাড়া এমন এমন কিছু লোক রয়েছে যারা লেবু বা বাড়ির জিনিষ বিক্রি করে না, এটা স্বাভাবিক। আমাদের বাড়ি তে বেশ কয়েকটা পাতি লেবু গাছ রয়েছে, কিন্তু আমরা বিক্রি করি না। পাড়ার লোকজন এসে খেয়ে যায়।

 last year 

তাছাড়া এমন এমন কিছু লোক রয়েছে যারা লেবু বা বাড়ির জিনিষ বিক্রি করে না, এটা স্বাভাবিক।

ঠিক বলেছ দাদা,এটা আমাদের বাড়ির ক্ষেত্রেও হয়।তবে লেবু নয় অন্যান্য ফল ,সবজি।ধন্যবাদ তোমাকে।

 last year 

আমার অবশ্য এরকম কখনো লেবু চুরি করে খাওয়া হয়নি। তবে আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগছিলো কারন কেমন একটা মিষ্টি অনুভূতি খুঁজে পাচ্ছিলাম। অনেক বাড়ির মানুষ এরকম বাড়ির জিনিস বিক্রি করতে চায় না, তবে চাইলে ঠিক খেতে দেয়। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে দেখছি।

 last year 

হ্যাঁ ভাইয়া, চেয়ে খাওয়ার মধ্যে একটা তৃপ্তি আছে।ধন্যবাদ আপনাকে।

 last year 

আমাদের বাসায় দুইটি লেবুর কাছে রয়েছে । লেবু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আসলে আমার কখনো লেবু চুরি করে খাওয়া হয়নি। যদিও আম নারিকেল ইত্যাদি খাওয়া হয়েছে। অবশেষে আপনাদের পাঁচটি লেবু খেতে দিয়েছে জেনে ভালো লাগলো। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনার অনুভূতি জেনে ভালো লাগলো,ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90