"প্রকৃতি নিয়ে আমার অনুভূতি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ভাবনা নিয়ে আপনাদের মাঝে।তো চলুন শুরু করা যাক----

IMG_20230201_000809.jpg

প্রকৃতি নিয়ে আমার অনুভূতি:

আমার খুবই ভালো লাগে যেকোনো বিষয় নিয়ে লিখতে।তবে বাস্তবতা ও প্রকৃতি নিয়ে বেশি ভালো লাগে লিখতে।আসলে মনের ভাব অন্যদের মাঝে সঠিকভাবে ব্যক্ত করাটা খুবই কঠিন কাজ।তবুও চেষ্টা করি লেখার মাধ্যমে সব অনুভূতি নিঙড়ে দেওয়ার।যাইহোক আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আজকের প্রকৃতির বিষয় নিয়ে লেখাটি।

প্রকৃতি মানেই নিখাত সুন্দর কিছু।যার কোনো খুঁত থাকবে না শুধুই থাকবে অপূর্ব রূপ।কিন্তু দিনদিন সেই রূপ মানুষের জন্যই ম্লান হয়ে যাচ্ছে ।অথচ দেখুন সেই মানুষরাই প্রকৃতির প্রেমে পড়ে আবার একবুক আশা নিয়ে ছুটে চলে প্রকৃতির পানে।কখনো বা নিজের ক্লান্তিগুলি ভাগ করে নিতে চায় প্রকৃতির কাছে।আবার প্রকৃতির সান্নিধ্যে এসে নিজের জীবনকে গুছিয়ে নিয়ে মনের অতৃপ্ত আশা পূরণ করে।মানুষ বড়ই অদ্ভুত।প্রকৃতির ক্ষতি করে আবার প্রকৃতির রূপের মোহে পাগল হতে চায়।এইজন্যই বোধহয় আমরা মানুষেরা বড্ড প্রেমের পাগল,মায়ার পাগল আবার প্রকৃতির পাগল।

প্রকৃতির কাছে আমরা ক্ষুদ্র জেনেও বারবার প্রকৃতিকে আঘাত করার চেষ্টা করি।অথচ প্রকৃতির কাছ থেকে পাওয়া এক্টুখানি তান্ডব সহ্য করার ক্ষমতাটুকুও অসহায় মানুষের নেই। সেই প্রকৃতির কাছে মানুষরা বড্ড স্বার্থপর তার প্রমাণ মেলে প্রতি মুহূর্তে।কেউবা বছরের পর বছর মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা গাছ কেটে বিল্ডিং গড়ছে ব্যবসার জন্য ।আবার কেউ বা পরিবেশ দিবসের দিন গাছ লাগানোর শপথ নিয়ে গাছ কাটছে নির্বিচারে।আবার কেউ বছরে ওই একটি দিন লোক দেখানো গাছ লাগানোর নাটক করে।সুতরাং প্রকৃতির জীবন নিখাত খাঁটি হলে ও মানুষের জীবন খাঁটি নয়,নাটকীয়তায় ভরপুর। প্রকৃতির অপূর্ব রূপ শহরে তো দূরের কথা গ্রামে ও ম্লান হয়ে যাচ্ছে মানুষের জন্য।শহরের খা খা বিল্ডিং এ ঘেরা জীবন যেন মরুভূমির বালুচরের মতোই অতৃপ্ত।শুধুই সেখানে একটু প্রকৃতির অনাবিল মুক্ত হাওয়ার প্রয়োজন।

আশা করি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

দিদি প্রকৃতি সুন্দর তা প্রতি ক্ষনে প্রতি মূহুর্তে ৷ আমাদের মনের মধ্যে ভাবনা চিন্তার শেষ থাকে না ৷ আর সত্যি কথা বলতে প্রকৃতিকে নিয়ে লিখলেও শেষ করা যাবে না ৷ আপনার প্রকৃতির বেশ কিছু আলোকচিত্র তার সাথে অনুভুতি গুলো সত্যি অসম্ভব সুন্দর ছিল ৷

 2 years ago 

ঠিক বলেছেন দাদা,যতই লিখি না কেন শেষ হবে না।সুন্দর মন্তব্য করেছেন।

 2 years ago 

প্রকৃতির দিকে তাকালেই মনটাকে বারে ভরে যায়। আসলে মানুষ বিভিন্ন কারণে গাছপালা কেটে থাকে, যার জন্য পরিবেশটা একেবারেই অন্যরকম হয়ে যায়। আসলে সবাই প্রতি বছরে কতই না গাছ কাটে বছরের একটা দিনে গাছ লাগানোর নাম করে। আপনি একেবারে ঠিকই বলেছেন প্রকৃতির জীবনের নির্ঘাত খাটি হলেও মানুষের জীবন খাঁটি নয়, নাটকীয়তায় ভরপুর। প্রকৃতির সৌন্দর্যকে মানুষ নষ্ট করে দেয় গাছ কেটে বিভিন্ন রকমের দালানকোঠা তৈরি করে। ভালোই ছিল আজকের লেখার টপিক।

 2 years ago 

ধন্যবাদ আপু,বিষয়টি আমার মতো করে উপলব্ধি করার জন্য।

 2 years ago 

আপনি আজকে যে বিষয়ে পোস্ট করেছেন সে লেখার টপিক কিন্তু খুবই ভালোই ছিল। এখন তো মানুষ সব সময় গাছ কাটে বিভিন্ন রকম দালান কোটা তৈরি করে। হয়তো বছরের একটা দিনে তারা মানুষকে দেখানোর জন্য কয়েকটি গাছ লাগায়। এরকম গাছ কাটার ফলেই প্রকৃতির সৌন্দর্য আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। মানুষ আস্তে আস্তে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে না। যেকোনো জিনিসের খুঁত থাকতে পারে কিন্তু প্রকৃতির কখনোই খুঁত থাকবে না এটা কিন্তু ঠিকই বললেন। আপনার পুরো পোস্ট পড়ে সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

আপনার কাছে পোষ্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বেশ ভালো বলেছেন আপু। প্রকৃতির জীবন খাঁটি হলে ও মানুষের জীবন খাঁটি নয়,নাটকীয়তায় ভরপুর। মানুষ খাঁটি মানুষের মুখোশ পড়ে থাকে৷ যাইহোক প্রকৃতি নিয়ে লিখলে তা কখনোই শেষ হবে না। আপনি প্রকৃতি নিয়ে লিখতে ভালোবাসেন তা আমি আগেও লক্ষ্য করেছি। বেশ ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য,অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রকৃতি তার নিজের গতিতেই বয়ে চলে। প্রকৃতি এত সুন্দর ভাবে সেজে থাকে যে চোখ জুড়িয়ে যায়। সৃষ্টিকর্তা তার নিপুন হাতে যেন এই পৃথিবীটা সৃষ্টি করেছে।আপনি প্রকৃতি নিয়ে খুবই সুন্দর কিছু মন্তব্য করেছেন। আসলে প্রকৃতিকে লেখে বা বলে তো শেষ করা যায় না। তারপর আপনি প্রকৃতি দিয়ে বর্ণনাটি দিয়েছেন তা আমার কাছে খুব ভালো লেগেছে।মানুষ তার নিজের হাতে প্রকৃত নষ্ট করে ফেলেছে। আর এর খেসারত এই মানুষকেই দিতে হচ্ছে বা হবে।

 2 years ago 

আপনার মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অনেক সচেতন মূলক একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন আপনি। আপনার আজকের এত সুন্দর পোস্ট আমাকে মুগ্ধ করেছে। খুবই ভালো লাগলো এত সুন্দর সচেতন মূলক একটা পোস্ট করেছেন দেখে। সত্যি কথা বলেছেন। মানুষ গাছ কেটে উজাড় করে দেয় কিন্তু গাছের কথা স্মরণ করে না। যে গাছগুলো আমাদের প্রতিনিয়ত প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে আসছে।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রকৃতি আমার প্রিয় বন্ধু। আপু আপনি আমার প্রিয় বন্ধু কে নিয়ে খুব সুন্দর একটি পোস্ট করেছেন। একমাত্র প্রকৃতির সাথেই নিজের মনের সকল সুখ দুঃখ ভাগ করা যায়। আর আমরা সেই প্রকৃতিকে কত ভাবে ধ্বংস করছি। প্রতি দিন কত শত গাছ কেটে নিজেদের স্বার্থ কে উদ্ধার করা হচ্ছে। যাই হোক বেশ সুন্দর এবং গুছালো ছিল আজকের পোস্ট টি।

 2 years ago 

শুধু আপনার নয়, আমার ও খুব প্রিয় বন্ধু প্রকৃতি☺️☺️।আমি বেশিরভাগ সময়ই প্রকৃতি নিয়ে লিখতে বেশি পছন্দ করি।ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

প্রকৃতি আমাদেরকে সবকিছু উজাড় করে দিয়েছে। তবে আমরাই প্রকৃতিটাকে শেষ করে ফেলছি। দিনশেষে আসলেই আমাদের কারণেই সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। তবে এখান থেকে আমাদের সচেতন হওয়া উচিত। বেশ ভালই লিখেছেন কথাগুলো।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ,সচেতনতা জরুরি।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি আপনি ঠিক বলেছেন। অনেক মানুষ আছে যারা পরিবেশ দিবসের দিন গাছ লাগানোর শপথ নিয়ে গাছ কাটছে নির্বিচারে। প্লাস্টিকের গাছ দিয়ে ফটোশট করে আর প্রকৃত গাছ কেটে বিরান ভূমি তৈরী করে। প্রকৃতি নিয়ে আপনার অনুভূতি পড়ে অনেক ভাল লাগলো । ধন্যবাদ দিদি।

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61180.45
ETH 2409.35
USDT 1.00
SBD 2.62