আমার স্বরচিত কবিতা: "তৃষ্ণার ব্যাকুলতা"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও বেশ আছি।আসলে আবহাওয়া সবসময় পরিবর্তনশীল।সারাদিন প্রচন্ড ভ্যাপসা গরমে শরীরে এক অস্বস্তিকর ভাবের সৃষ্টি হয়।মনে হয় যেন অস্বাভাবিক ক্লান্তি লাগে শরীরে।আবার রাতে বেশ শীতল পরিবেশ বিরাজ করে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তাই প্রত্যেক সপ্তাহে নিজের অনুভূতি দ্বারা একটি করে কবিতা লিখে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি।


যাইহোক আজ একটি আবেগের ছোঁয়ায় প্রকৃতির কবিতা লিখেছি।কারন কয়েকদিন আগে এবিবি ফ্যানে আইরিন আপুর লেখা সুন্দর অনুকবিতার সঙ্গে সঙ্গতি রেখে এই কবিতার কিছু অংশ লিখেছিলাম।সেটাই এখন সম্পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করলাম মাত্র।আসলেই প্রকৃতির বৃষ্টি আমাদের মনে এক অন্যরকম আবেগ-অনুভূতির সৃষ্টি করে।পৃথিবী এখন উত্তপ্ত যেন ঝলসে দেবে সবকিছু।এই অবস্থায় সকলেই বৃষ্টির জন্য অধীর অপেক্ষায় দিন গুনছে।তবুও বৃষ্টির দেখা নেই।মেঘেরা সব কোথায় হারিয়ে গেছে যেন,তাই বৃষ্টিকে আহ্বান করে এই কবিতাটি লেখা।তো এই ভাবনায় লিখে ফেললাম কয়েক লাইন।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

pexels-photo-3497624.jpeg
সোর্স

তৃষ্ণার ব্যাকুলতা

রাতের আধারে ছেয়ে গেছে মন
চাঁদের আলো ছাড়া নিঃস্ব এ জীবন,
চঞ্চল হৃদয় আবেগের বশে জর্জরিত
তুমি বিনে সবকিছু ঝাপসা অবাঞ্ছিত।

বাগানের ফোঁটা সদ্য গোলাপ
তুমি বিনে ভালোবাসারা মিথ্যা, নীরব
তুমি ছাড়া পৃথিবী অস্থিরতায় ভরা
কতক্ষণ আটকে থাকবে বলো অপেক্ষারা ।

আকাশের উড়ন্ত পালকে তুমি সাদা-কালো ধোঁয়া
তোমার অপেক্ষায় নাজেহাল এই দিন গোনা,
ঝলসানো মনে তৃষ্ণার ব্যাকুলতা
অস্তির হৃদয়ে প্রশান্তির ছোঁয়া।

তুমি গর্জে উঠবে বলে এই হৃদয়
সিক্ত হবে যন্ত্রণা থেকে বর্ষণ ধারায়,
তুমি আকাশ চিরে বিন্দু হয়ে ঝড়ো
উতলা মনকে শীতলতায় ভরিয়ে তোলো।

আকাশ থেকে এই মাটির বিচ্ছেদ
তুমিই করো সুতোয় বেঁধে নিঃশেষ,
তুমি প্রকৃতির সতেজতা, বার্তাবাহক
এই চঞ্চল মনের যোগসূত্র, তুমিই আবেগ।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আপু আপনি আজ আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে সত্যি আমি মুগ্ধ। আপনার কবিতার প্রত্যেকটি লাইনের সাথে প্রত্যেকটি লাইনের অনেক সুন্দর মিল রয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। বৃষ্টি নিয়ে আপনার ভাবনা আর কবিতা লেখা দেখে আমি অবাক হলাম। অনেক অর্থপূর্ণ কবিতা লিখেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 2 years ago 

অনুপ্রেরণা পেলাম, অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন। সত্যি আবহাওয়া পরিবর্তন শীল। যাইহোক আপনি তৃষ্ণার ব্যাকুলতা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন ছন্দে ছন্দে দারুণ মিলিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য, ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু দিনের বেলায় খুব ভরসা গরম আর রাতের বেলায় হালকা শীত।। এর জন্যই অসুস্থতার পরিমাণটাও বেড়ে যাচ্ছে।। প্রতিনিয়তই আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন। তবে আমার বাংলা ব্লগের কোন কবিতার উদ্যোগে এখন প্রায় সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে।।
আজকের কবিতাটি অসাধারণ ছিল খুবই ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

তবে আমার বাংলা ব্লগের কোন কবিতার উদ্যোগে এখন প্রায় সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে।।

ঠিকই বলেছেন ভাইয়া, তবে আমি কমিউনিটির শুরু থেকেই কবিতা লিখি,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার কবিতাগুলো পড়ে আমার খুবই ভালো লাগে। খুবই সুন্দর সুন্দর কবিতা লেখেন। কবিতার ভাষা অসাধারণ। আজকের এই কবিতাটি আমার অনেক বেশি ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের কাছে আমার লেখা ভালো লাগে এতেই আমার সার্থকতা, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি আপনার কবিতাগুলো সব সময় আমার ভালো লাগে আর আজকের কবিতাটা একটু স্পেশাল আমার কাছে লেগেছে।কবিতায় আপনার শব্দ চয়নগুলো আমার সবচাইতে বেশি আকর্ষণ করে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।

 2 years ago 

আপনাদের এত সুন্দর সুন্দর মন্তব্য পড়ে খুবই ভালো লাগে, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু মনের মধ্যে আবেগ কাজ করলেন অনেক সুন্দর সুন্দর কবিতা লেখা যায়। যার যত বেশি আবেগ তার কবিতা তত বেশি সুন্দর হয়। আপনি তৃষ্ণার ব্যাকুলতা নিয়ে বেশ সুন্দর কবিতা লিখলেন মনের আবেগের ছোঁয়া থেকে পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,আবেগ থেকেই কবিতার জন্ম হয়।ধন্যবাদ আপনাকে ও।

 2 years ago 

তৃষ্ণার ব্যাকুলতা কবিতাটা আপনি খুবই সুন্দর ভাবে লিখেছেন। আমার কাছে এরকম কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে এই কবিতাটি লিখেছেন খুবই সুন্দর একটা টপিক নিয়ে। এরকম কবিতা গুলো আমি লিখতে যেমন পছন্দ করি তেমনই পড়তে সবথেকে বেশি ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে খুবই সুন্দরভাবে লিখেছেন আপনি। খুবই ভালো ছিল আজকের এই কবিতাটা।

 2 years ago 

আপনার কবিতা ও সুন্দর হয় আপু,টপিক ছাড়া কবিতা লেখা সম্ভব নয় বলে আমার মনে হয়।ধন্যবাদ আপনাকে ও।

 2 years ago 

অসাধারণ আপু অনবদ্য কবিতা লিখেছেন আপনি আসলে প্রিয়জনকে না পেলে সবকিছু শূন্যতা এবং ব্যর্থতা মনে হয়। কবিতার প্রতিটি ছন্দ ছিল বেশ দুর্দান্ত। আসলে আপনি মনের অনুভূতি গুলো প্রকৃতির উপমা দিয়ে চমৎকার ভাবে কবিতার ছন্দে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.034
BTC 110345.33
ETH 3918.75
USDT 1.00
SBD 0.60