আমার লেখা কবিতা "সেই দিনগুলো হারিয়ে গেছে" (10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।ধীরে ধীরে করোনার ভয়াবহ ও আতঙ্ক মানুষের মধ্যে থেকে অনেকাংশে দূরে সরে যাচ্ছে যেটি আমাদের সকলের জন্য একটি আশার বাণী।আবার পৃথিবী আগের মতোই শান্ত হোক সবদিক দিয়ে সেটাই কাম্য।যাইহোক আজ আমি আপনাদের সঙ্গে আমার লেখা একটি কবিতা শেয়ার করবো।কবিতাটির নাম হলো -"সেই দিনগুলো হারিয়ে গেছে"।

IMG_20220310_201425.jpg

প্রত্যেক মানুষের জীবনে ছেলেবেলাগুলি খুবই আনন্দদায়ক হয় ।কারণ ছেলেবেলাটা ছুটোছুটি ,হই হুল্লোড়ে কাটে সকলের ,সেই লুটোপুটি হাসি খেলারমাঝে দিন গড়িয়ে যায় কখন আমরা টের পায় না ।টের পায় না কখন সেই সুন্দর মুহূর্তগুলি সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে আসে আর আমাদের জীবন থেকে দূরে চলে যায় ।শুধু রেখে যায় স্মৃতিগুলি সান্ত্বনার বাক্য হয়ে।তো কথা না বাড়িয়ে চলুন ছেলেবেলাকে কেন্দ্র করে লেখা আমার কবিতাটি শুরু করা যাক---

IMG_20220310_201334.jpg

সেই দিনগুলো হারিয়ে গেছে

@green015

সেই দিনগুলো হারিয়ে গেছে
ছোট্ট এই জীবন থেকে
এখন শুধু খবরের কাগজ ও হাতে গুটিকয়েক বই নিয়ে,
চেয়ারে বসে জ্ঞানের বাণী ছোড়া
ছেলেবেলাটা হারিয়ে ফেলেছি যে!
এখন আর বিকাল হলেই
মাঠপানে দৌড়াতে হয় না
ঘুরনচন্ডী ও লাফিয়ে কিৎ কিৎ খেলার উদ্দেশ্যে,
বৃষ্টি হলেই ইচ্ছে করে না
দলবেঁধে কচুপাতা মাথায় আম কুড়াতে যেতে,
ইচ্ছেরা সব ফিকে হয়ে গেছে যে!
বন্ধুরা মিলে স্কুলের বাগান থেকে
লুকিয়ে ফুল তোলা আর হয় না
ডপ্তরের বকবকানি শুনে,
এখন আমি স্বাধীন কিন্তু
মুক্ত স্বাধীনতার স্বাদ আর খুঁজে পায় না,
আমার ইচ্ছেগুলিকে মেরে বুকের ভিতর কবর দিয়েছি যে!
দুপুরবেলা পুকুরে সাঁতারের পর
সাঁতার কাটা আর হয় না
হাসিমুখে মা আর বকা দেয় না
কাঁদায়মাখা দাড়ি উঠেছে বলে,
সেই দিনগুলো হারিয়ে গেছে
পুকুরের টলমলে জলে
কিনারায় বসে পা দোলানো আর হয়না,
ছেলেবেলাটা হারিয়ে ফেলেছি যে!
ব্যস্তময় সময়ের গহ্বরে।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

শব্দযুগলের ছন্দের তাল মিলিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। সত্যি কবিতাটির গভীরতা অনেক। অনেক ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। চেষ্টা করবেন আমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর কবিতা নিয়ে আসার জন্য।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
কবিতা ভালো লাগে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আপনার কবিতার প্রতিটি লাইন মিনিংফুল ছিলো। বিশেষ করে কিছু কিছু লাইন আমার লাইফের সাথে মিলে গেছে। কবিতায় যে আপনি পারদর্শী তা আপনার কবিতার লেখায় তা বুঝা যাচ্ছে। ধন্যবাদ আপু। 💜💜
 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, উৎসাহ দেওয়ার জন্য😊.

 2 years ago 

সত্যি বলতে আপনার কবিতা পড়ে আমার ছোটবেলার কথা মনে পরে গেল। আমিও ভীষণ দুরন্ত ছিলাম ☺️
আপনার কবিতার প্রতিটি লাইন আমার ছেলেবেলা মনে করিয়ে দিচ্ছে।
খুব ভালো ছিল কবিতাটি।
শুভ কামনা রইল ♥️

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া😊.

 2 years ago 

বাহ আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই কবিতা পড়ে আমার শৈশবের সেই সব স্মৃতি বিজড়িত দিনের কথাগুলো খুব মনে পড়ছে। ফিরে যেতে ইচ্ছে করছে সেই শৈশবের দিনগুলোতে কিন্তু চাইলেও কি আর সেটা সম্ভব। যাই হোক ধন্যবাদ আপনাকে এরকম একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার কবিতাটি অসাধারণ হয়েছে।কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনার কবিতাটি পড়ে আমার শৈশবের দিনগুলো খুব মনে পড়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু ।আপনার কবিতাটি পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছন্দ আকারে মিলিয়ে লিখেছেন যা পড়তে খুবই ভালো লাগলো ।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার কবিতাটি পড়ে ছেলেবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। মাঝে মাঝে ইচ্ছে করে যদি ছেলেবেলায় ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। জীবনের ভালো সময় গুলোর কেন এত দ্রুত হারিয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আপু খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। যেটা শৈশবের স্মৃতিবিজড়িত দিনের কথা মনে করিয়ে দেয়্ সময়ের সাথে সাথে মানুষ তার নিজের ভাগ্য পরিবর্তন হয়ে ওঠে। আপনার কবিতার অন্তর্নিহিত বিষয় খুব ভাল ছিল। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।আপনার কবিতাটি পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল।ছোটবেলার খেলাধুলা,খুনসুটি ও আড্ডা কোনো কিছু ভুলবার নয়।ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

সত্যি ছেলে বেলার সেই দুন গুলো হারিয়ে গেছে। দিদি আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। খুব ভালো লেগেছে। কবিতার কথা গুলো অনেক সুন্দর ছিলো। খুবই ভালো ভাবে গুছিয়ে লিখেছেন কবিতাটি। অসাধারন হয়েছে।

 2 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74