"এলোমেলো কিছু ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ফটোগ্রাফী ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আমি চেষ্টা করি সপ্তাহে একদিন করে ফটোগ্রাফি পোষ্ট শেয়ার করার জন্য।আজও তার ব্যতিক্রম হয়নি।আজ আমার একটু আলাদা আনন্দের দিন।সেটা না হয় আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো।আজ আমি কিছু এলোমেলো ফটোগ্রাফি পোষ্ট করবো।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: ০১

IMG_20230816_133940.jpg

এটি আমাদের পরিচিত চিচিঙ্গা ফুল।এটাকে আমরা কুশি ফুল ও বলে থাকি।এই ফুলগুলির জাল জাল অংশ আমার কাছে খুবই ভালো লাগে।বিভিন্ন সবজির ফুল প্রায়ই সাদা ও হলুদ রঙের হয়ে থাকে।

আলোকচিত্র: ০২

IMG_20230816_133504.jpg

এটা হলো কামিনী ফুল ।কামিনী ফুল একসঙ্গে অনেক ফুটে থাকে। আর এটার সুগন্ধে পুরো বাড়ি ম - ম করে।সাদা রঙের অসংখ্য ফুলের মধু মৈমাছিরা পান করে থাকে।এই ফুলের পাতাগুলো দেখতে অনেকটা কদবেলের পাতার মতো।

আলোকচিত্র: ০৩

IMG_20230816_133307.jpg

এটা একটা বুনো ফুল।উঠানের কোন বা পুকুরের পাড়ে এমনি এমনিই বেড়ে ওঠে এই উদ্ভিদগুলো।আজ সকালে দেখলাম টাইম কলের পাশে অনেক ছোট ছোট ফুল ফুটে আছে।বুনো ফুলগুলি দেখতে অনেকটা ব্রাহ্মী ফুলের মতো।

আলোকচিত্র: ০৪

IMG_20230816_133549.jpg

এটা আমাদের পরিচিত প্রজাপতি।সৃষ্টির সব রং যার পাখনাতে অঙ্কিত।আমার কাছে প্রজাপতি অনেক ভালো লাগে।পাখনা মেলে প্রজাপতিটা বসেছিল বাঁশের উপর।

আলোকচিত্র: ০৫

IMG_20230816_133535.jpg

নানা রঙে মিশ্রিত এই প্রজাপতিটি রাতে হঠাৎ উড়ে এসে বাঁশের গায়ে বসেছিল।তখনই তোলা ছবিটি।আমি প্রত্যেকটি প্রজাপতি চেষ্টা করি কিছুটা খুঁটিয়ে দেখার জন্য।প্রত্যেক প্রজাপতির দুটি ডানায় নিখুঁতভাবে সজ্জিত থাকে।

আলোকচিত্র: ০৬

IMG_20230816_133902.jpg

এটি হলো কচি কামরাঙ্গা ফলের পাতা।আসলে কচি অবস্থায় লাল রঙের পাতাগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে।এই লাল রঙের কচি পাতাগুলো ধীরে ধীরে সবুজ রঙে পরিবর্তিত হবে।

আলোকচিত্র: ০৭

IMG_20230816_133924.jpg

এটা পরিচিত পেঁপে ফলের।অনেক দিন পর গাছে কয়েকটি পেঁপে জালি এসেছে।সেটাও আবার এমন লম্বা ধরনের।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এলোমেলো ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 last year 

এলোমেলো ফটোগ্রাফির কথা শুনলেই আমার তো অনেক ভালো লাগে। কারণ তখন বুঝতে পারি আজকে কিছু চমৎকার ফটোগ্রাফি দেখতে পারবো। আসলেই আমাদের সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারে। আমাদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর হয়তো আমার বাংলা ব্লগে না আসলে বুঝতেই পারতাম না। আপনার ৫ নাম্বার প্রজাপতি ফটোগ্রাফি দেখে আমি একেবারে হতবাক হয়ে গেলাম। কয়েকদিন আগে আমার গায়ের উপরেও এরকম পাতাওয়ালা প্রজাপতি এসে বসেছিল। দেখি প্রথমে অনেক ভয় পেয়ে গেলাম। কিন্তু আজকেও আপনার কাছে এই ফটোগ্রাফি দেখতে পেয়ে আরো ভালো লাগলো।

 last year (edited)

আপনার গায়েও এমন প্রজাপতি বসেছিল জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 last year 

আজকে শেয়ার করা আপনার ফটোগ্রাফিগুলো ছিল অসাধারণ। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো। বিশেষ করে কামিনী ফুল এবং প্রজাপতির ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।

 last year 

কামিনী ফুল ও প্রজাপতির ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো ভাইয়া,ধন্যবাদ।

 last year 

চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।এলোমেলো হলেও ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে বিশেষ করে ১ নং এবং ২ নং ফুলের ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু,আপনার মতামত শেয়ার করার জন্য।

 last year 

দিদি আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনার ফটোগ্রাফির মাধ্যমে আমি আজ প্রথম চিচিঙ্গা ফুল দেখলাম।খুব সুন্দর। আর বুনো ফুলের সৌন্দর্য দেখেও মুগ্ধ হয়ে গেলাম।দারুন ছিল আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ দিদি সুন্দর এই ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন।

 last year 

আপনার সুন্দর মন্তব্যের জন্য, ধন্যবাদ আপু।

 last year 

বাহ্ আপু আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো জাস্ট চমৎকার ছিল।আপনার অন্যান্য গুণের সাথে ফটোগ্রাফির গুণও যেন প্রশংসনীয়।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম,অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। সত্যি আপু কিছু কিছু ফটোগ্রাফি দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আপু প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য সব সময় মানুষকে মুগ্ধ করে দেয়।প্রজাপতি দুটির তুলনা হয় না। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপু ,প্রজাপতি দুটি নয় একটিই। একবার পাখনা মেলে বসে ছিল বলে ভিন্ন লাগছে,ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো বিশেষ করে ভালো লেগেছে প্রজাপতি দুটির ফটোগ্রাফি। এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।

 last year 

প্রজাপতি দুটি নয়, একটিই। একবার পাখনা মেলে বসে ছিল বলে ভিন্ন লাগছে আপু,ধন্যবাদ আপনাকে।

 last year 

দারুন দারুন কিছু ফুলের সমাহার দেখতে পেলাম আপনার আজকের এই পোষ্টের মধ্যে। খুব চমৎকার সাবলীল ব্যাখ্যার মাধ্যমে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় ।

 last year 

আপনাকেও ধন্যবাদ আপু,ভালো থাকবেন।

 last year 

মাঝে মাঝে এই ধরনের প্রজাপতি বাড়িতে দেখতে পাওয়া যায়। খুবই সুন্দরভাবে প্রজাপতির সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরলেন। তার পাশাপাশি ফুলের ফটোগ্রাফি পেপে গাছের ফটোগ্রাফি দারুন ছিল। ফটোগ্রাফি করার মধ্যে আলাদা মজা আছে যে কোন দৃশ্য খুব সুন্দরভাবে তার সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়।

 last year 

ঠিকই বলেছেন,ভাইয়া ফটোগ্রাফি করার মাঝে আনন্দ পাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47