"সবুজ পাতায় মুড়ানো ফুলের দৃশ্য অঙ্কন"
নমস্কার
সবুজ পাতায় মুড়ানো ফুলের দৃশ্য অঙ্কন:
প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।অনেকদিন পর জেল পেন ও হাইলাইটার পেন দিয়ে অঙ্কন করলাম।একটি গোলাপ ফুল ও তার চারিপাশে সবুজ রঙের পাতা দিয়ে মুড়ানো দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছি।আজ এই আর্টটি করেছি,যেটা দেখতে অনেক আকর্ষণীয় লাগছিলো।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.কালো বলপেন
3.হাইলাইটার পেন
4.জেল পেন
5.কাঁটা কম্পাস
6.পেন্সিল ও
7.রবার
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি কাঁটা কম্পাস ও পেন্সিলের সাহায্যে সাহায্যে বৃত্ত একে তার উপরে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম।
ধাপঃ 2
এরপর বৃত্তের মধ্যে লাল রঙের জেল পেন দিয়ে একটা ফুলের দৃশ্য একে নিলাম ।
ধাপঃ 3
এবারে জেল পেন গাড় করে দিয়ে আমার হাতের আঙুলের সাহায্যে পাপড়ি একে নিলাম।
ধাপঃ 4
এখন কালো রঙের বলপেন দিয়ে বৃত্তের চারিপাশে ছোট ছোট ত্রিভুজ ডিজাইন করে একে নিলাম।
ধাপঃ 5
এরপর ফুলের পাশে পাতার সেপ একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।
ধাপঃ 6
এবারে হাইলাইটার পেন দিয়ে সবুজ রঙের করে পাতা একে নিলাম।
ধাপঃ 7
এখন বৃত্তের চারিপাশে ছোট ছোট দুটি করে কালো রঙের পাতা ও শিরা একে নিলাম।
শেষ ধাপঃ
এরপর দুটি পাতার মাঝে তার মাঝে লাল রঙের বিন্দু দিয়ে একে নিলাম।সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো তৈরি করা হয়ে গেল আমার "সবুজ পাতায় মুড়ানো ফুলের দৃশ্য অঙ্কন"।এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
আপু আপনার আর্ট দেখে অনেক ভালো লাগলো। সুন্দরভাবে আপনি আর্টের ডিজাইন করেছেন। বিশেষ করে ফুলের নকশাটি দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। দারুন হয়েছে আপু।
আপনার সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু আজকে সন্ধ্যার পর ইন্টারনেট কানেকশন পাওয়ার পরে আমরা সবাই যুক্ত হতে পেরেছি। তবে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অনেক মিস করেছি আমরা সবাই। খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। সবুজ পাতা মুড়ানো ফুল আর্ট দেখে অনেক ভালো লেগেছে।
আপু,আমরাও আপনাদেরকে অনেক মিস করেছি।এখন ভালো লাগলো দেখে, ধন্যবাদ আপনাকে।
আপনার অংকনটি দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর ভাবে অঙ্কনটি করেছেন যা দেখে নয়ন জুড়িয়ে গেল।এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ দিদি।
আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপু।
বিষয়বস্তু ছাড়া কোন আর্ট হয় নাকি। যে বিষয়বস্তু নিয়ে আর্ট করতে বসা হয় সেই বিষয়টি ফুটিয়ে তুলতে পারলে নিজের কাছেই ভালো লাগে। আপনার আজকের আর্টটি খুব চমৎকার হয়েছে। বিশেষ করে কালার কম্বিনেশনের কারণে আরো ভালো লাগছে দেখতে।
পরিকল্পিতভাবে কোনো কিছু করতে পারলে আসলেই ভালো হয় আপু,ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য আমাকে।
খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি আর্ট দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে এই আর্টের মধ্যে ডিজাইনগুলো দিয়েছেন তা একেবারেই নিখুঁতভাবে দিয়েছেন৷ একইসাথে এখানে রঙের সংমিশ্রণ গুলো খুব সুন্দর ভাবে দিয়েছেন৷
আপনার প্রশংসামূলক মতামত পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।