"মজাদার সাবুদানার লাড্ডু রেসিপি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।

মজাদার সাবুদানার লাড্ডু রেসিপি:

IMG_20230904_071459.jpg

বন্ধুরা, আজ একদম ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।আজ তৈরি করেছি সাবুদানার লাড্ডু রেসিপি।ছোটবেলায় যখন মাঝে মাঝেই একাদশীর উপবাস পালন করতাম।তখন সাবুদানা ভিজিয়ে পাকা কলার সঙ্গে মেখে খেতাম ,খুবই টেস্টি লাগতো।সাবুদানা দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায়।আর এটা খেতে যেমন সুস্বাদু তেমনি উপকারী শরীরের জন্য।খুবই কম উপকরণে এই লাড্ডু রেসিপিটি তৈরি করা যায়।তবে এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমনি খেতে অনেক মজার হয়েছিল।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

উপকরণসমূহ:

◆সাবুদানা
◆চিনি
◆সাদা তিল
◆ঘি
◆হলুদ ফুড কালার(সামান্য)

IMG_20230904_070648.jpg

IMG_20230904_070723.jpg

প্রস্তুতপ্রণালি:

ধাপঃ 1

IMG_20230904_070751.jpg
প্রথমে আমি সাবুদানাগুলি জল দিয়ে ভিজিয়ে রাখবো 3 ঘন্টার জন্য।

ধাপঃ 2

IMG_20230904_070805.jpg
3 ঘন্টা পর সাবুদানাগুলি অনেকটাই ফুলে উঠবে ।

ধাপঃ 3

IMG_20230904_070843.jpg
এখন একটা ছাকনির মাধ্যমে সাবুদানাগুলির জল ঝরিয়ে নেব।

ধাপঃ 4

IMG_20230904_070859.jpg
তো আমার সাবুদানাগুলির জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে।

ধাপঃ 5

IMG_20230904_071005.jpg
এরপর আমি একটা পরিষ্কার কড়াই চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দেব।এরপর কড়াইতে পরিমান মতো ঘি দিয়ে দেব।ঘি গলে গেলে সাবুদানা দিয়ে দেব কড়াইতে।

ধাপঃ 6

IMG_20230904_071043.jpg
এরপর সাবুদানাগুলি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব।

ধাপঃ 7

IMG_20230904_071138.jpg
এবারে সাবুদানার মধ্যে স্বাদ মতো চিনি ও সাদা তিল দিয়ে দেব।

ধাপঃ 8

IMG_20230904_071240.jpg
এরপর সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব।আমি অল্প কিছু সাবুদানা উঠিয়ে রেখে দেব।

ধাপঃ 9

IMG_20230904_071308.jpg
এরপর বাকি সাবুদানার মধ্যে হলুদ ফুড কালার যোগ করে নেব।

ধাপঃ 10

IMG_20230904_071325.jpg
এখন ভালোভাবে সাবুদানাগুলি মিশিয়ে নেব ফুড কালারের সঙ্গে।

ধাপঃ 11

IMG_20230904_071344.jpg
এরপর হাতে সামান্য ঘি লাগিয়ে আগে তুলে নেওয়া সাদা সাবুদানাগুলির লাড্ডু তৈরি করে নেব।আর এগুলো হালকা গরম থাকা অবস্থায় তৈরি করে নিতে হবে।

ধাপঃ 12

IMG_20230904_071408.jpg
এবারে হলুদ রঙের সাবুদানাগুলি দিয়ে হলুদ লাড্ডু তৈরি করে নিলাম একইভাবে।

শেষ ধাপঃ

IMG_20230904_071433.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "মজাদার সাবুদানার লাড্ডু রেসিপি"।এবারে এটি পরিবেশন করতে হবে ।এটি খুবই মজাদার খেতে হয়েছিল।

আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে আমার আজকের রেসিপিটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 last year 

একেবারেই একটি ইউনিক সাবুদানার লাড্ডু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি।এর আগে এ ধরনের রেসিপি দেখা হয়নি।তবে দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে।অসংখ্য ধন্যবাদ দিদি,এত সুস্বাদু ও মজাদার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আসলেই অনেক সুস্বাদু রেসিপি এটি ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last year 

সাবুদানা মাঝে মধ্যেই একাদশীর দিনে খাওয়া হয় পাকা কলা অথবা আম দিয়ে দুধ দিয়ে।কখনো বা সাবুদানার খিচুড়ি ও খাওয়া হয়। তবে সাবুদানার লাড্ডু কখনোই খাই নি, বা শুনিও নি। ধন্যবাদ এমন ইউনিক একটি রেসিপি সবার সাথে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 last year 

সাবুদানার খিচুড়ি হয় প্রথম জানলাম, ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 last year 

খুবই মজাকারে এবং ইউনিক ধরনের একটি রেসিপি নিয়ে আপনি আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন। সাবুদানা দিয়েও যেরকম ভাবে লাড্ডু রেসিপি তৈরি করা যায় সেটা জানা ছিল না তবে ছোটবেলায় এই সাবুদানা অনেকবার খেয়েছি এখনো মাঝে মাঝে যখন বাসায় ছোট বাচ্চাদের জন্য নিয়ে আসা হয় তখন চুরি করে খাই হাহাহা। মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

এখন জেনে গেলেন, বাসায় অবশ্যই তৈরি করে খাবেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 last year 

নাড়ু আমার অনেক পছন্দের একটি খাবার। নারিকেলের নাড়ু অনেক খেয়েছি কিন্তু সাবুদানার নাড়ু এখন পর্যন্ত খাওয়া হয়নি। আপনি খুব সুন্দর করে সাবুদানার নাড়ু তৈরি করেছেন। এবং আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

সাবুদানার লাড্ডু খেতেও বেশ মজার, খেয়ে দেখবেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 last year 

সাবুদানার লাড্ডু রেসিপি দারুন হয়েছে আপু। সাবুদানা দিয়ে যে এত মজার রেসিপি তৈরি করা যায় তা আজকে প্রথম দেখলাম। নতুন একটি রেসিপি শিখতে পেরে অনেক ভালো লাগলো। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু ,আপনি আমার রেসিপি দেখে শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

দারুন একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনারা এই সুন্দর রেসিপি টা আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব চমৎকারভাবে সাবুদানা লাড্ডু তৈরি করে দেখিয়েছেন আপনি। নতুন একটা রেসিপি সম্পর্কে ধারণা পেলাম।

 last year 

আপনার কাছে রেসিপিটি ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 last year 

সাবুদানার লাড্ডু কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খারাপ না। আর খুব কম উপকরণ লাগবে। নতুন রেসিপি শিখতে পারলাম। চেষ্টা করবো একবার।

 last year 

অবশ্যই চেষ্টা করে দেখবেন আপু,ধন্যবাদ।

 last year 

সত্যি আপু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আসলে আপু সাবুদানা দিয়ে যে এভাবে লাড্ডু তৈরি করা যায় তা কখনো দেখিনি বা খায়নি।তবে যেকোন জিনিসের লাড্ডুর মজা অন্য রকম। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আসলেই লাড্ডু খাওয়ার মজাই আলাদা, ধন্যবাদ আপনাকে।

 last year 

সাবুদানা দিয়ে যে লাড্ডু তৈরি করা যায় এটি আমার জানা ছিল না ।আপনার রেসিপিটি দেখে বেশ ভালো লাগলো। খেতে মনে হয় বেশ ভালই লাগবে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু,খুবই মজার খেতে,ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68298.11
ETH 2705.95
USDT 1.00
SBD 2.70