"একটি সিম্পল 3d আর্ট"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমি ও বেশ আছি।তাই অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি 3d আর্ট নিয়ে।

একটি সিম্পল 3d আর্ট:

IMG_20230615_120955.jpg

আর্ট করতে আমার খুবই ভালো লাগে।আমি পূর্বে মাত্র দুইবার 3d আর্ট করেছি তবে এই আর্ট সম্পর্কে আমার ধারণা খুবই স্বল্প।কিন্তু প্রতিনিয়ত আমাদের কমিউনিটির অনেকেই খুব সুন্দর সুন্দর 3d আর্টসহ নানা ধরনের আর্ট করেন।তাদের আর্টগুলি আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি অনুপ্রাণিত হই।তাই আজ তৃতীয়বারের মতো একটি 3d আর্ট করার চেষ্টা করলাম।যদিও তেমন একটা ভালো হয় নি।তবুও দেখে ধারণা করা যায় আর্টটি সম্পর্কে।এই আর্টগুলো দেখলে কিছুটা হলেও মনে আলাদা এক ধরনের ভাবনার সৃষ্টি করে।যাইহোক তো চলুন অঙ্কন শুরু করা যাক---

■উপকরণসমূহ:

IMG_20230615_114808.jpg

●সাদা কাগজ
●বলপেন (কালো রঙের)
●পেন্সিল
●রবার
●কটন
●স্কেল
●পুরোনো কাজল

■অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20230615_114822.jpg
প্রথমে আমি পেন্সিলের সাহায্যে দাগ দিয়ে কাগজে চারকোনা লম্বা বক্স একে নিলাম।

ধাপঃ 2

IMG_20230615_114835.jpg
এরপর লম্বা বক্সের ভিতরে একটি দাগের মাঝে চতুর্ভূজ একে নিলাম।চতুর্ভূজের দুইপাশে স্কেল দিয়ে দাগ টেনে বক্সের দুই কোণায় যুক্ত করে দিলাম।

ধাপঃ 3

IMG_20230615_114901.jpg
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 4

IMG_20230615_114918.jpg
এখন বক্সের ভিতরে ছোট চতুর্ভূজের তিনপাশে পেনসিল দিয়ে হালকা সেপ করে নেব।

ধাপঃ 5

GridArt_20230615_114642154.jpg
এরপর একটি পুরোনো অব্যবহৃত কাজল নিয়ে নিলাম।একটি কটনের সাহায্যে চতুর্ভূজটি গাড় কালো রঙের করে একে নিলাম।

ধাপঃ 6

GridArt_20230615_114714040.jpg
এখন কালো রঙের বলপেন দিয়ে পেন্সিল দাগের উপর দিয়ে দাগ টেনে নিলাম।একটি ব্লেডের সাহায্যে পেন্সিল গুঁড়া করে নিলাম এবং হাতের আঙুল দিয়ে সেট করে নিলাম।

ধাপঃ 7

IMG_20230615_114933.jpg
তো এইভাবে আমি চতুর্ভূজটি গাড় কালো রঙের, তারপর চতুর্ভূজের তিনপাশে কিছুটা মিডিয়াম কালো রঙের এবং বাকি অংশ হালকা পেন্সিল রঙের করে একে নিলাম।

ধাপঃ 8

IMG_20230615_114948.jpg
তো এভাবে করে আমি হালকা ও গাড় রং করে পেন্সিল দিয়ে সেট করে একে নিলাম।

ধাপঃ 9

IMG_20230615_115518.jpg
এবারে পেনসিল ও স্কেল দিয়ে চতুর্ভূজের তিনপাশে দাগ কেটে সিঁড়ির মতো ডিজাইন করে একে নিলাম।সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনটির নীচে কালো রঙের বলপেন দিয়ে।

শেষ ধাপঃ

IMG_20230615_120749.jpg

IMG_20230615_120320.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি সিম্পল 3d আর্ট"।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  

thank you A beautiful 3D art for us to present beautifully. Hope you will share some more beautiful art with us.

 2 years ago 

Thank you.

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে একটি সিম্পল 3d আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এরকম আর্ট তৈরি করতে হলে অনেক দক্ষতা প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি বেশ সুন্দর একটি সিম্পল থ্রিডি আর্ট তৈরি করেছেন। রঙিন কালার দিয়ে যদি তৈরি করতেন তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। আপনি খুব সুন্দর করে ধাপগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আমার কাছে মনে হয় পেন্সিলের মাধ্যমেই এগুলো ভালোভাবে ফুটিয়ে তোলা সম্ভব।ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝের সিম্পিল একটি থ্রিডি আর্ট করেছে। পোষ্টের ভিন্নতা বজায় রাখতে কমিউনিটির নিয়ম অনুযায়ী থ্রিডি আর্টি করেছেন। প্রতিটি ধাপ সুন্দরভাবে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 117137.67
ETH 4589.92
SBD 0.89