প্রতিযোগিতা - ৪১|| "সাবুদানা ও বাঁধাকপির মিশেলে মুচমুচে শিউলি পাতার পকোড়া রেসিপি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যদিও বেশ ব্যস্ততায় সময় কাটছে।সামনেই এক্সাম তাই কখনো ফর্ম ফিলাপ কখনো আবার এডমিটের জন্য ছুটতে হচ্ছে কলেজ।এই প্রতিযোগিতাটি যেহেতু রেসিপি সংক্রান্ত তার উপরে আবার বর্ষাকালকে কেন্দ্র করে।তাই ব্যস্ততার মাঝেও আগে আগেই চলে আসলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।আর আমার যেকোনো রেসিপি তৈরি করতে খুবই ভালো লাগে।সেই ভালো লাগা থেকেই সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি শেয়ার করার চেষ্টা করলাম।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই @swagata21 দিদিসহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দাদা ও দিদিদেরকে।

সাবুদানা ও বাঁধাকপির মিশেলে মুচমুচে শিউলি পাতার পকোড়া রেসিপি:

IMG_20230807_121551.jpg

IMG_20230807_121310.jpg
বর্ষাকাল মানেই আলাদা অনুভূতির মিশেল।আর এই গাড় অনুভূতির বর্ষাকালকে আরো দৃঢ় ও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে পকোড়া রেসিপি।পকোড়া,চপ কিংবা বড়া রেসিপিগুলোকে আমরা যে নামই বলি না কেন বর্ষাকালকে কিন্তু জমজমাট বা রমরমা করে তুলতে বেশ স্মরণীয়।যাইহোক আজ আমি একদম ইউনিক একটি পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি।যেকোনো পকোড়া রেসিপি আমার খুবই প্রিয়।

শিউলি পাতার উপকারীতা:-

শিউলি ফুলের পাতা ঔষুধি গুণসম্পন্ন।শিউলি পাতাতে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লামেটারি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে।এই পাতার রস বের করেও অনেকে সেবন করে থাকেন সকালে খালি পেটে।

●শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে শিউলি পাতা বেশ উপকারী।
●শিউলি পাতা খেলে বাতের ব্যথা কমাতে সাহায্য করে।
●এছাড়া এটি কৃমির সমস্যা দূর করে।
●শিউলি পাতা খেলে কাশি ও ঠান্ডাজনিত সমস্যা কম হয়।

শিউলি ফুল অনেকেরই প্রিয়।এই শিউলি ফুল দিয়ে যেমন অনেক রেসিপি প্রস্তুত করা যায় তেমনি এর পাতা দিয়েও মজার মজার বহু রেসিপি তৈরি করা যায়।যদিও শিউলি পাতার স্বাদ একটু তিতকুটে হয়ে থাকে।তাই চালের গুঁড়া যুক্ত করলে এটি আর তেতো লাগে না।এছাড়া আমি অসময়ের সবজি বাঁধাকপি ব্যবহার করেছি।যেটিও বেশ উপকারী সবজি।এই রেসিপিতে আমি সাবুদানা ও বাধাকপির মিশ্রনে শিউলী পাতার ব্যবহার করেছি।এটি তৈরির পর অনেক মুচমুচে হয়েছিল এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছিল।এই রেসিপিটি শুধু চা কিংবা কফির সঙ্গে নয়, ভাত ও ডালের সঙ্গেও কিন্তু দারুণ জমবে।তো চলুন রেসিপিটি শুরু করা যাক---

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20230807_120137.jpg

IMG_20230807_103936.jpg

উপকরণপরিমাণ
শিউলি ফুলের পাতা10 টি
বাঁধাকপি কুঁচি3 টেবিল চামচ
বেসন1/2 কাপ
সাবুদানা2 টেবিল চামচ
চালের গুঁড়া3 টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি3 টি
লবন1 টেবিল চামচ
হলুদ1/2 টেবিল চামচ
পাঁচফোড়ন1/3 টেবিল চামচ
শুকনো মরিচ গুঁড়া1/2 টেবিল চামচ
জিরে গুঁড়া1/2 টেবিল চামচ
সাদা তেল100 গ্রাম
টমেটো সস
জল

প্রস্তুত প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20230807_120201.jpg

প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ অনুযায়ী সাবুদানা,চালের গুঁড়া এবং বেসন নিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20230807_120219.jpg

এখন বেসনের মধ্যে কাঁচা মরিচ কুঁচিসহ সমস্ত গুঁড়া মসলা দিয়ে দিলাম।

ধাপঃ 3

IMG_20230807_120233.jpg

এরপর বেসনের মধ্যে অল্প অল্প করে জল যোগ করে নেব।

ধাপঃ 4

IMG_20230807_120248.jpg

এখন একটি চামচের সাহায্যে মসলা মিশ্রিত বেসনটি জলের সঙ্গে মিশিয়ে নেব নেড়েচেড়ে।

ধাপঃ 5

IMG_20230807_120310.jpg

এবারে আমি একটা অর্ধঘন বেটার তৈরি করে নিলাম।

ধাপঃ 6

IMG_20230807_120326.jpg

সবশেষে বটির সাহায্যে মিহি করে কুচিয়ে রাখা বাঁধাকপিটি ধুয়ে বেটারের মধ্যে দিয়ে দেব।

ধাপঃ 7

IMG_20230807_120340.jpg

পুনরায় বেটারটি বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব।

ধাপঃ 8

IMG_20230807_120424.jpg

এরপর আমি শিউলি পাতাগুলো বেছে ভালোভাবে জল দিয়ে ধুয়ে জল সরিয়ে নেব।তারপর দুটি শিউলি পাতা একত্রে নিয়ে নেব।

ধাপঃ 9

IMG_20230807_120506.jpg

এবারে দুটি শিউলি পাতার গায়ে ভালোভাবে বেটার লাগিয়ে নিলাম।

ধাপঃ 10

IMG_20230807_120406.jpg

এখন চুলার মিডিয়াম আঁচে একটি পরিষ্কার কড়াই বসিয়ে দিলাম।কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে হালকা গরম করে নিলাম।

ধাপঃ 11

IMG_20230807_120524.jpg

এরপর বেটার মিশ্রিত শিউলি পাতা আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে উপর থেকে হালকা তেলের ছিটে দিয়ে দেব কড়াইতে।

ধাপঃ 12

IMG_20230807_120544.jpg

এভাবে শিউলি পাতাটি নেড়েচেড়ে বাদামি রঙের করে ভেঁজে নেব উল্টেপাল্টে।ভেঁজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব শিউলি পাতার পকোড়া।

ধাপঃ 13

IMG_20230807_120717.jpg

একইভাবে আমি সবগুলো পকোড়া ভেঁজে নেব।তো আমার তৈরি করা হয়ে গেল "সাবুদানা ও বাঁধাকপির মিশেলে মুচমুচে শিউলি পাতার পকোড়া রেসিপি"।

শেষ ধাপঃ

IMG_20230807_121350.jpg

এরপর প্লেটের উপরে পেঁয়াজ, টমেটোর সস দিয়ে পকোড়ার প্লেটটি ডেকোরেশন করে নেব সুন্দরভাবে।তারপর প্লেটের নীচে শিউলি পাতা সাজিয়ে নিয়ে কয়েকটি ছবি তুলে নিলাম ফোনে।

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20230807_121130.jpg

IMG_20230807_121310.jpg

IMG_20230807_121551.jpg

এবারে এটি গরম গরম পেঁয়াজ কিংবা টমেটোর সস দিয়ে পরিবেশন করতে হবে।এছাড়াও চা,কফি অথবা ডাল ভাতের সঙ্গে ও পরিবেশন করা যাবে রেসিপিটি।এটি খুবই সুস্বাদু ও মজার হয়েছিল খেতে।এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমার খুবই ভালো লেগেছে।

আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপিটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়সাবুদানা ও বাঁধাকপির মিশেলে মুচমুচে শিউলি পাতার পকোড়া
শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাই অনেক ধন্যবাদ। শিউলি ফুলের পাতা ও বাঁধাকপি দিয়ে খুবই চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন। আমার কাছে রেসিপিটি ইউনিক মনে হয়েছে। আগে কখনো শিউলি ফুলের পাতা দিয়ে এ ধরনের রেসিপি দেখা হয়নি বা খাওয়া হয়নি।আপনার ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতার মাধ্যমে ইউনিক একটি রেসিপি আমার বাংলা ব্লগ পরিবারের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

এইবার দেখে নিলেন,সময় পেলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভাইয়া।রেসিপিটি খুবই মজার,ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অভিনন্দন। অসাধারণ ভাবে পকোড়া গুলো পরিবেশন করেছেন। দেখেই‌ বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের মাঝে এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য।স্বাগতম আপনাকে💐.

 last year 

প্রথমেই আপু আপনাকে কনটেস্ট এর জন্য শুভকামনা জানাই।আপনার পাকোড়া রেসিপিটি ইউনিক লেগেছে একদম।তাছাড়া ডেকোরেশন চমৎকার ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপু।

 last year 

আপনার সুন্দর মতামত জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you so much.💚

 last year 

আমার একবার সুযোগ হয়েছিলো শিউলি পাতার পাকোড়া খাওয়ার। অবশ্য সেটা আপনার রেসিপির মতোন সাবুদানা বা বাধাকপি ছাড়া ছিলো, তবুও বেশ মজা লেগেছিলো। আপনার রেসিপি দেখেও মনে হচ্ছে বেশ মুচমুচে হয়েছে পাকোড়াগুলো। আপনাকে ধন্যবাদ দিদি ইউনিক একটি রেসিপি শেয়ার করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি সাবুদানা বা বাধাকপি ছাড়া শিউলি পাতার পাকোড়া খেয়েছিলেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।স্বাগতম আপনাকে💐.

 last year 

নতুন নতুন রেসিপি দেখতে খুবই ভাল লাগছে।কালকে একটা সয়াবিন এর পাকোরা দেখলাম আর সাবুদানা এবং বাধা কপির পাকোরা দেখতে খুব লোভনীয় লাগছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া, মূলত এটি শিউলি পাতার পাকোড়া রেসিপি, ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপনি।শিউলি পাতা আমি চিনি না এবং এটা দিয়ে যে পাকোড়া তৈরি করা যায় তা আমার জানা ছিল না। বিকেল বেলা গরম গরম পাকোড়া গুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

শিউলি ফুলের পাতা আপনি চেনেন না জেনে অবাক হলাম।যাইহোক আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সাবুদানা ও বাঁধাকপির মিশেলে মুচমুচে শিউলি পাতার পকোড়া রেসিপি খুবই মজাদার মনে হচ্ছে। এই রেসিপির পরিবেশনে অসাধারণ হয়েছে। এত সুস্বাদু রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

সুন্দর মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

বাহ দারুন তো আজ খুব ইউনিক লাগছে, প্রত্যেকটা উপকরণই চমৎকার ছিল বিশেষ করে শিউলি পাতা আমাকে খুব আকৃষ্ট করেছে, আমি কখনো এরকম পাকরা খাইনি আশা করছি খুব চমৎকার হবে ছবি দেখে তো তাই মনে হচ্ছে শুভকামনা রইল।

 last year 

হ্যাঁ ভাইয়া, এই বড়া চমৎকার ও ব্যতিক্রম খেতে লাগে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91