Diy-এসো নিজে করি|"মেহেদী দিয়ে হাতে অঙ্কিত ডিজাইন চিত্ৰ"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো ও সুস্থ আছেন।
আজ আমি আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় @rme দাদা আয়োজিত সপ্তাহব্যাপী diy প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।সেটি হলো -" মেহেদী দিয়ে হাতে অঙ্কিত ডিজাইন চিত্ৰ"।

CollageMaker_20211114_052110432.jpg

বন্ধুরা, আমি কয়েকদিন আগে বারাসাত শহরে গিয়েছিলাম একটি প্রয়োজনীয় কাজে।আপনারা অনেকেই জানেন।ফলে আমাদের একদিনে কাজ না মেটাই সেখানে দুই দিন থাকতে হয়েছিল।আমরা ওখানে এক জেঠুদের বাড়িতে গিয়েছিলাম, সেটা ছিল যৌথ পরিবার।তাই অনেক ছোট বাচ্চা ছিল ওদের বাড়িতে।সম্পর্কে তারা আমার ভাইজি হয়।সেখানে সব ভাইজিদের হাতে মেহেদী মাখা ছিল কালি পূজা উপলক্ষে।তাই আমাকে সব বাচ্চারা মিলে হাতে মেহেদী মাখার জন্য জোর করলো।আমি ভাবলাম অনেক দিন মেহেদী মাখা হয় না, তাই মেখেই ফেলি।সেটিই একা হাতে মেহেদী মেখে অন্য হাত দিয়ে ছবি তুলে রাখি ।ভাবলাম আমার একটি diy পোষ্ট হয়ে যাবে ও আপনাদের সঙ্গে শেয়ার করা ও যাবে।
আসলে তিন সপ্তাহ প্রতীক্ষা করার পর এই উত্তেজনাময় সপ্তাহটি আসে।এমনিতেই আমরা সবসময় diy পোস্ট করতে পারি ।কিন্তু এখন এই diy প্রতিযোগিতার সপ্তাহটি বেশি আনন্দমুখর থাকে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

CollageMaker_20211114_053247387.jpg

উপকরণ:

1.একটি মেহেদির প্যাকেট
2.একটি ছোট কাপড়ের টুকরো
3.একটি নেলপলিশ

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20211114_044753.jpg

●প্রথমে এক প্যাকেট মেহেদী নিলাম।

ধাপঃ 2

IMG_20211114_044806.jpg

●এরপর বাম হাত সোজাভাবে পেতে রাখলাম।

ধাপঃ 3

IMG_20211114_044826.jpg

●এরপর মেহেদির মুখ একটু সরু ফুটো করে নিয়ে হাতে অঙ্কন করা শুরু করলাম ঘুরিয়ে।

ধাপঃ 4

IMG_20211114_044854.jpg

●তারপর একটি সূর্য্যের মতো প্রতীক চিহ্ন একে নিলাম।

ধাপঃ 5

IMG_20211114_044911.jpg

●এবার সূর্য্যের মতো চিহ্নটির পাশ দিয়ে ঢেউ একে নিলাম।একইভাবে পাশে আর ও দুইটি একে নিলাম এবং তিন-চারটি সরু দাগ দিয়ে দিলাম নিচের দিকে।

ধাপঃ 6

IMG_20211114_044940.jpg

●এরপর উপরের অংশে বিন্দু বিন্দু দিয়ে তিন-চারটি অর্ধগোলাকার একে নিয়ে তার উপরে পূর্বের ডিজাইনটি একে নিলাম।

ধাপঃ 7

CollageMaker_20211114_050940844.jpg

●এরপর একইভাবে আরও দুইটি পূর্বের ডিজাইন একে নিয়ে ,একটি আঙ্গুলে অঙ্কন করে নিলাম মেহেদি দিয়ে।মাঝে মাঝে মেহেদির মুখ ছোট কাপড়ের টুকরো দিয়ে মুছে পরিষ্কার করে নেব।

ধাপঃ 8

CollageMaker_20211114_051244422.jpg

●একইভাবে সব আঙ্গুলে ডিজাইন করে নিলাম মেহেদী দিয়ে।

ধাপঃ 9

IMG_20211114_050601.jpg

●এরপর ফাঁকা নখগুলো নেলপলিশ দিয়ে ভরাট করে নিলাম।

ধাপঃ 10

CollageMaker_20211114_051528349.jpg

●তো হয়ে গেল আমার হাতে মেহেদি মাখা।সুন্দর দেখতে লাগছে বন্ধুরা তাইনা!

আশা করি, আপনাদের কাছে আমার diy টি ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

বাহ আপনি অনেক সুন্দর ভাবে হাতে মেহেদি লাগাতে পারেন। তা দেখে এবং পড়ে বুঝলাম। আর এইরকম ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, একটু -আধটু পারি।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ দিদি আপনি তো দারুন মেহেদির ডিজাইন করতে পারেন। ডিজাইন গুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। আর মেহেদি দিয়ে হাতের ডিজাইন করা সত্যিই অনেক কঠিন ব্যাপার। আমার কাছে দারুণ লেগেছে আপনার করা ডিজাইন টি।
আপনার জন্য শুভকামনা রইল দিদি।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, একটু -আধটু পারি।তবে নিজে করে একা একা ছবি তুলতেই বেশি কষ্ট হয়েছিল।কারণ মনোসংযোগ নষ্ট হচ্ছিল বারবার।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য😊😊।

 2 years ago 

আপনার জন্য শুভকামনা রইল দিদি।

 2 years ago 

😊😊

 2 years ago 

মেহেদি দিয়ে খুবই সুন্দর হাতের ডিজাইন করেছেন। যা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার মেহেদি ডিজাইনটি খুবি সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার কাছে ডিজাইনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।ভালো থাকবেন।

দিদি আপনি অনেক সুন্দর করে মেহেদি রংরের ডিজাইন করছেন।ডিজাইনটা বেশ দারুণ লাগছে।মেহেদি রাঙ্গাটি হাতটি দেথতে বেশ ভালো দেখাচ্ছে।মেহেদির ডিজাইনার সাথে উপস্থাপনা বেশ চমৎকার হয়েছে।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ দাদা,সুন্দর করে আমাকে প্রশংসা করার জন্য।

এবার আমাদের যখন উৎসব হবে তখন আপনাকে আমি সেই উৎসবে আমন্ত্রণ জানাবে নিশ্চিত। কেননা সুন্দর করে মেহেদি দেওয়ার ধরনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অতীব চমৎকার এবং ক্রিয়েটিভ চিন্তাধারার মাধ্যমে আপনি আপনার মনের আল্পনাকে মেহেদির মাধ্যমে হাতে ফুটিয়ে তুলেছেন।

খুবই চমৎকার দেখাচ্ছে

 2 years ago 

খুব সুন্দর করে গঠনমূলক মন্তব্য দ্বারা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি হাতে দেয়া মেহেদির ভালোই ডিজাইন করতে পারেন। আপনার হাতে সঙ্গে ডিজাইন টা অনেক ভাল মানিয়েছে। সচরাচর ঈদ এলে আমরা মেহেদি দেই। ধন্যবাদ আপনাকে সুন্দর ডিজাইন করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, একটু-আধটু পারি মেহেদির ডিজাইনটি।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

দিদি মেহেদির ডিজাইন দেখে ছোট বেলার কথা মমে পরে গেলো।এক সময় কতো আগ্রহ নিয়ে মেহেন্দি নিতাম আর এখন সময় ই পাইনা।

খুব সুন্দর হয়েছে দিদি স্টেপ বাই স্টেপ গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 2 years ago 

হা হা হা,কিন্তু আমি দেখেছি বড়ো ছেলেরা নখে মেহেদী মাখে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

বাহ আপু অনেক সুন্দর করে হাতের মধ্যে মেহেদির ডিজাইন ব্যবহার করেছেন। এটা সত্যিই আমার পছন্দ হয়েছে। অনেক সুন্দর হয়েছে আপু আপনার হাতে ফুটে উঠেছে। ধন্যবাদ আপু সুন্দর একটা মেহেদির ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে পছন্দ হয়েছে জেনে আমি খুবই আনন্দিত।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সুন্দর করে আমাকে প্রশংসা করার জন্য।

 2 years ago 

বাহ্ দারুন হয়েছে আপনার মেহেদী দিয়ে হাতের অঙ্কিত ডিজাইন চিত্ৰ। ইউনিক একটি পোস্ট এর আগে কখনো দেখিনি। ধন্যবাদ আপনাকে দিদি আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য ও শুভকামনা রইলো।

 2 years ago 

খুবই সুন্দর করে মেহেদী পড়া একটি আর্ট বা শিল্প।আপনি খুবই সুন্দর একটি ডিজাইন একে দেখিয়েছেন আপনার হাতে সত্যিই খুবই সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে আমার বাংলা ব্লগে একটি নতুন পদক্ষেপ সূচনা হল। শুভকামনা দিদি ভাই♥♥

 2 years ago 

নতুন পদক্ষেপ এটি বেশ মজার বিষয়!😊😊
অসংখ্য ধন্যবাদ আপু,আমাকে সুন্দর করে প্রশংসা করার জন্য।💝

 2 years ago 

♥♥

 2 years ago 

😊😊

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 63510.75
ETH 3065.54
USDT 1.00
SBD 3.82