জেনারেল রাইটিং: "অপেক্ষার অবসান"
নমস্কার
অপেক্ষার অবসান:
জীবনে এমন কিছু সময় আসে যার জন্য আমরা উন্মুখ হয়ে থাকি বা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি।তেমনি সকলেই এক দুঃসহ জীবন কাটাচ্ছে গরমে আর আকাশ পানে তাকিয়ে প্রত্যাশা করছে বৃষ্টির।যাতে অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকৃতি শীতল করে ,মানুষকে প্রশান্তি ফিরিয়ে দেয়।প্রচুর গরমে সিক্ত শরীর ,প্রশান্তি খোঁজার চেষ্টাতে গাছকে করেছে একমাত্র অবলম্বন গ্রাম্য এলাকাতে।কয়েক দিন ধরেই আকাশে কালো মেঘ জমে,মেঘ ডাকার গর্জন শোনা যায় দূর থেকে।কিন্তু হাওয়া এসে সেই কালো মেঘকে কোথায় যেন ভাসিয়ে নিয়ে যায়।বৃষ্টি ও যেন কোথায় উধাও হয়ে যায়।
আজ কলেজ থেকে বাড়ি ফিরে বসতেই মেঘের হুংকার শুনতে পেলাম দূর আকাশে।মাঠে বেশ শুকনো কাঠ রোদে দেওয়া ছিল।তাই মাকে সাহায্য করলাম উঠানে গিয়ে সেগুলো নিরাপদ স্থানে রাখার জন্য।যেইনা উঠানে নেমে কাঠ ঝাঁপ বাঁধার চেষ্টা করলাম---ওমনি একটা দমকা ঝড়ো হাওয়া সজোরে এসে রশির গায়ের জামা কাপড় সব উঠানে ফেলে দিল।একটি গামছা উড়ে গিয়ে পড়লো পুকুরের জলের মাঝে।গামছাটি ধীরে ধীরে জলে ভিজে ডুবে যাচ্ছিল,একটি লম্বা লাঠি দিয়ে বাবা তুলে নিয়ে আসলো।কিন্তু সমস্ত ধুলো ধোঁয়ার মতো জড়ো হয়ে যেন ছুটে আসলো আমার দিকে।ধুলোর আক্রমণে আমার অবস্থা বেহাল। যাইহোক কোনো রকমে কাঠগুলো গুছিয়ে রাখলাম।এরপর শুরু হলো হালকা বৃষ্টি ।
বৃষ্টিতে প্রকৃতি ফিরে পেল সতেজতা,পরিবেশ নিস্তব্ধ হলো এবং মানুষ ফিরে পেল প্রশান্তি।খুব কম সময়ের বৃষ্টি হলে ও বেশ আনন্দের ছিল,প্রথমে ভাবছিলাম ভিজবো।কিন্তু অসময়ের বৃষ্টি বেশ ক্ষতিকর শরীরের জন্য তাই বাবা নিষেধ করলেন বৃষ্টিতে ভিজতে।উঠানের মাটি সবে ভিজেছে বৃষ্টি তখনই থেমে গেল।কিন্তু শেষমেশ এতদিনে অপেক্ষার অবসান হলো আজ।
লেখাগুলো নিতান্তই আমার মনের অনুভূতি, সেটাই মন খুলে প্রকাশ করলাম মাত্র।যাইহোক আশা করি আমার আজকের লেখা ভাবনাগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

টুইটার লিংক
দিদি আপনার মনের মাঝে থাকা কথাগুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন। গরমে সত্যিই খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, আমাদের এদিকেও আজ এক পসলা বৃষ্টি হয়েছে। বেশ আরামদায়ক আবহাওয়া বিরাজ করছে।
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।
আসলে অনেকদিন পরে বৃষ্টি হয়েছে তো এই জন্যই সবার মনের বৃষ্টিতে গোসল করার একটা অনুভূতি বা আগ্রহ ছিল কিন্তু বৃষ্টিটা অসময় হয়েছে বলে সেটা আর সম্ভব হয়নি। তবে বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা এত পরিমাণে ঠান্ডা হয়েছে যেটা বলার না অনেক ভালো লাগছে এই ওয়েদারটা।
ভাইয়া ,বৃষ্টির সময়টা ভালো লাগলেও এই বৃষ্টিটা ভেজার জন্য ভালো নয়।ধন্যবাদ আপনাকে।
আসলে এমনিতেই অসময়ে বৃষ্টিতে ভেজা ভালো না। আপনার মনের ভেতরের অনুভূতিগুলো আমাদের সবার মাঝে এই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন দেখে এবং পড়ে ভালো লাগলো আমার কাছে। বৃষ্টিতে ভেজার আপনার অনেক ইচ্ছা ছিল কিন্তু এই অসময়ে বৃষ্টি হয়েছিল আসলে অসময় বৃষ্টি গুলো এমনিতে ভালো না তাই বৃষ্টিতে ভেজে নাই ভালোই হয়েছে।
ঠিক বলেছেন আপু ,অসময়ের বৃষ্টিতে ভেজা ভালো নয়, কারন ভিজলে শরীরে প্রভাব পড়তে পারে।ধন্যবাদ আপনাকে
দিদি আপনি আপনার মনে থাকা অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে। খুব ভাল লাগলো। আমাদের এখানেও হাল্কা বৃষ্টি হয়েছিল তাতেই শহর শীতল হয়ে গেছে।সকলের প্রতীক্ষার কিছুটা অবসান ঘটেছে।ধন্যবাদ দিদি খুব সুন্দর ভাবে গুছিয়ে মনের অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
আপনার সুন্দর মন্তব্য তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে আপু।
আমাদের এদিকে তো কালকে রাতে প্রচুর পরিমাণে বাতাস হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির দেখা মিলল না। আপনাদের ওদিকে কিছুটা হলেও বৃষ্টি হয়েছিল এটা জেনে খুশি হলাম। আপনি আপনার মনের কথাগুলো এই পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন খুবই সুন্দর ভাবে দেখছি। যদিও আমাদের এদিকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু বাতাস হওয়ার কারণে পরিবেশটা কিরকম ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে। কালকে রাতের পর থেকে কেমন জানি ভালো লাগছে পরিবেশটা। আপনার পোস্ট পড়ে ভালো লেগেছে আমার কাছে ভীষণ।
আশা করি খুব দ্রুত আপনাদের ওখানে ও বৃষ্টি হবে।ধন্যবাদ ভাইয়া।