আমার স্বরচিত কবিতা: "ফুলের মতো বন্য"
নমস্কার
যাইহোক আজ আমি একটি ভালোবাসার কবিতা লিখেছি।কারন আজ এবিবি ফ্যানে নুসূরা আপুর লেখা অসাধারণ কবিতার সঙ্গে সঙ্গতি রেখে এই কবিতার কিছু অংশ লিখেছিলাম।সেটাই এখন সম্পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করলাম মাত্র।আসলেই প্রকৃত ভালোবাসা আমাদেরকে গভীর শান্তি দেয় এবং মানুষের জীবনকে পরিপূর্ণতায় ভরিয়ে দেয়।ভালোবাসার মধ্যে খামখেয়ালিপনা,অভিমান,বিরক্তি সবকিছুই থাকবে।আবার ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষরা নিজেদের সুখী রাখতে সর্বদা চেষ্টা করে।নির্জন সময়গুলো তারা মিষ্টি অনুভবে পার করে।তো এই ভাবনায় লিখে ফেললাম কয়েক লাইন।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
ফুলের মতো বন্য
ভালোবাসার অভিমান ঠেলে শুধু তুমি,
লুকানো হৃদয়ের জমানো কথার ভূমি।
সব সন্ধ্যারা যেন বিভোর প্রতিক্ষায়,
তুমি আসলে অবসান হবে ব্যস্ততার।
হৃদয় জুড়ে আর্তনাদ একটিই শব্দ,
ভালোবাসা এই কথাটি মনেতে বিদ্ধ।
সব সময়েরা থমকে দাঁড়াক তোমারী জন্য,
শান্তিগুলি জড়ো হোক ফুলের মতো বন্য।
খামখেয়ালিপনায় কখনো মিষ্টি অনুভূতি,
কখনো বা অভিমানে ভরা একরাশ বিরক্তি।
ব্যস্ততাগুলো মিশে গেছে সন্ধ্যার নির্জনে,
একাকীত্ব ভেঙে তুমি আসবে বলে।
সময়ের স্রোতে দুস্টু-মিষ্টি আলোড়ন,
ছুটে চলা মুগ্ধ পানে হৃদয় কম্পিত দুটি নয়ন।
একটু ভালো থাকার পথ খুঁজে আমি মুক্ত,
তোমার স্পর্শে আজ ভালোবাসা হয়েছে সিক্ত।
মায়ার বাধন ছিড়ে গেছে দূর প্রান্তে,
সন্ধ্যার বাতাশ ছুঁয়ে গেছে অশ্বত্থ বৃক্ষে।
স্রোতে ভাসা নৌকার মতোই পাড়ি দেওয়া জীবন,
নতুনভাবে ভালো থাকার কারণ-অকারণ।
আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
আপু আপনার ভালোবাসার কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতা পড়তে আমার খুব ভালো লাগে, যদি সেই কবিতায় ভালোবাসার রং থাকে। আজকে আমিও ভালোবাসা নিয়ে একটি কবিতা লিখেছি। আপনি ঠিকই বলেছেন প্রকৃত ভালোবাসা মানুষের গভীরে শান্তি দেয়। আপনি প্রতি সপ্তাহে নিজের অনুভূতি কবিতার মধ্যে প্রকাশ করেন। ধন্যবাদ সুন্দর একটি কবিতা লেখার জন্য।
আপনি ও একই বিষয়ের কবিতা লিখেছেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।
দিদি আপনার শেয়ারকৃত ফুলের মতো বন্য কবিতাটি বেশ ভালো লেগেছে। কবিতার প্রতি লাইনে লাইনে ভালোবাসার মানুষের প্রতি রাগ,অভিমান,আবেশ,চাওয়া-পাওয়ার অনুভূতি কি সুন্দর ভাবেই না ফুটিয়ে তুলেছেন। শুভ কামনা আপনার জন্য।
আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম, অনেক ধন্যবাদ আপু।
আপু, ভালোবাসার বহিঃপ্রকাশ নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি সত্যি দারুন হয়েছে। আপু ঠিকই বলেছেন,ভালোবাসার মানুষরা নিজেদের সুখী রাখতে সর্বদা চেষ্টা করে। আপনার এই কথার সাথে আমিও সহমত পোষণ করছি। ভালোবাসা নিয়ে "ফুলের মত বন্য" কবিতাটি রচনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ফুলের মতো বন্য আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর হয়েছে এবং কবিতার ভিতর মান-অভিমান ভালোবাসা চাওয়া-পাওয়া সবকিছুই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে আপনার কবিতাটি অনেক চমৎকার ছিলো। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।
আপনার প্রশংসাভরা মন্তব্য পেয়ে অনেক অনুপ্রেরণা পাই আপু।ধন্যবাদ আপনাকে।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you so much.💝