"কৃষ্ণসায়র ফুলমেলা"(কাঠের তৈরি কিছু মূর্তির ফটোগ্রাফি পর্ব: 28)

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।তবে ইদানিং আবহাওয়া এতটাই খারাপ যে নেটওয়ার্ক এর বেহাল অবস্থা।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

কাঠের তৈরি কিছু মূর্তির ফটোগ্রাফি পর্ব: 28

GridArt_20250731_195320916.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই শীতকালের ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও নানান আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের দোকান বসেছিলো।সেখানে কয়েকটি দোকানে এমন কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্রের পাশাপাশি আবার বিভিন্ন মূর্তিও ছিল।যেখান থেকে আমি আজ কিছু মূর্তির ফটোগ্রাফি শেয়ার করেছি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের করা মূর্তির ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

কাঠের তৈরি কিছু মূর্তির ফটোগ্রাফি:

IMG_20250731_193935.jpg

এখানে কিছু মূর্তি রয়েছে।যেগুলো সবই ত্রিকোনবিশিষ্ট কাঠের দ্বারা তৈরি।আর প্রতিটি মূর্তির প্রতিচ্ছবি রং-তুলি দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা তার পেইন্টিং এর মাধ্যমে।এখানে কয়েকটি বর-বউ, ছেলে-মেয়েসহ পুরো পরিবারের মূর্তি তৈরি করা হয়েছে।আর রয়েছে জগন্নাথদেবের মূর্তি।

IMG_20250731_194707.jpg

এখানে রয়েছে কিছু বাদ্যযন্ত্র,যেগুলো সবই কাঠের তৈরি ও নিখুঁত।ছোট ছোট খোল, ঢোল, তবলা,ডুগি ও একতারাসহ নানা বাদ্যযন্ত্র। এগুলো সবই বাউলগানের প্রধান বাদ্যযন্ত্র। এছাড়া দুটি কাঠের তৈরি ছোট ছোট নৌকাও ছিল, যেগুলো দেখতে ভীষনই সুন্দর লাগছিলো।

IMG_20250731_194235.jpg

এই সমস্ত কাঠের তৈরি মূর্তিগুলি বাড়িতে সাজিয়ে রাখলে যেমন ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি পায়।তেমনি বাচ্চারা খেলনা হিসেবেও ব্যবহার করতে পারে।তাছাড়া কিছু মূর্তি পূজার জন্যও ব্যবহার করা যেতে পারে।এখানে শ্রীচৈতন্যদেবের মূর্তি যেমন ছিল, তেমনি বিভিন্ন ধরনের কাঠের তৈরি পেঁচার মূর্তিও ছিল।

IMG_20250731_194005.jpg

IMG_20250731_194027.jpg

এখানে রাধা,কৃষ্ণ এর মূর্তি যেমন আলাদা করে ছিলো তেমনি আবার রাধা-কৃষ্ণের একত্রিত মূর্তি ছিল ও গণেশের মূর্তিও ছিলো।এছাড়া পেঁচার মূর্তিগুলি হলুদ, লাল,নীল ও ব্রাউন কালারের ছিল। আর কৃষ্ণের মূর্তিগুলি নীল ও কালো রঙের ছিল।

IMG_20250731_193436.jpg

এখানে বিভিন্ন ধরনের মূর্তি ছিল।যেমন--পেঁচা,বর-বউ,কৃষ্ণ-রাধা,শ্রীচৈতন্যদেব,গণেশ ঠাকুর ও জগন্নাথ ঠাকুরের বিভিন্ন মূর্তি।এখানে অনেক মূর্তিই প্লাস্টিক পেপারের মধ্যে মোড়ানো ছিলো আর শিল্পীর আর্টগুলো মুগ্ধ করার মতো ছিল।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last month 

মূর্তি গুলো দেখতে অনেক সুন্দর। কাঠের তৈরি মূর্তির ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লাগলো আপু। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।

 last month 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 last month 

টাস্ক প্রুফ:

IMG_20250803_220653.jpg

IMG_20250803_220704.jpg

কমেন্টস লিংক--

https://x.com/green0156/status/1952037443110092805

https://x.com/green0156/status/1952039967149945196

 29 days ago 

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 110661.82
ETH 4298.00
USDT 1.00
SBD 0.82