"দীর্ঘ প্রচেষ্টার পর বাবা ক্যানেল থেকে জোড়া বোয়াল মাছ ধরতে সক্ষম হলেন"
নমস্কার
দীর্ঘ প্রচেষ্টার পর বাবা ক্যানেল থেকে জোড়া বোয়াল মাছ ধরতে সক্ষম হলেন:
বন্ধুরা, আমার পোষ্টের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে আজ অনুভূতি শেয়ার করবো।আমি মাঝে মাঝেই আপনাদের সঙ্গে আমাদের বাড়ির পাশে ক্যানেল থেকে মাছ ধরার নানা অনুভূতি প্রকাশ করে থাকি।যেটা আপনাদের কাছে বেশ ভালো লাগে সঙ্গে আমার কাছে ও।
অনেকেই জানেন,আমাদের বাড়ির পোষ্য দুটি বিড়াল আছে।তারা মাছ ছাড়া ভাত খেতেই চায়না।আর মাছ ফুরানোর সময় হয়ে গেছে তাই মা বাবাকে মাছ ধরতে বললেন।যথারীতি বাবা ঘন খেউলা জাল নিয়ে বেরিয়ে পড়লেন সঙ্গে পোষ্য দুটি বিড়ালও আছে।তারাও মাছ ধরতে গেলে বাবার পিছে পিছে থাকে এবং খুবই আনন্দ পায়।
আমাদের বাড়ির সামনে ক্যানেলটি প্রায় কচুরিপানায় ভরপুর।দুই একটি জায়গা ফাঁকা রয়েছে ,তাও আবার খুবই স্বল্প।আজ সকালে বাবা যখন পুঁটি মাছ ধরার জন্য ঘন খেউলা জাল দিয়ে খ্যাপ দিলেন।কিন্তু বিশেষ কোনো পুঁটি মাছ পেলেন না তাই তিনি বাড়ি থেকে একটু দূরে গেলেন।যেখানে ক্যানেল অনেকটাই কচুরিপানা শুন্য ছিল।অনেকটা পরিষ্কার জল ছিল,বাবা দেখলেন অনেকগুলো বোয়াল মাছ ভাসছে।প্রায় 8-9 টি বোয়াল মাছ ঝাঁক ধরে ভেসে বেড়াচ্ছে।কিন্তু বাবার হাতে তখন ঘন খেউলা জাল,আর এই জাল শুধুমাত্র ছোট জাতীয় মাছ ধরার জন্য তিনি বুনেছিলেন।তাই দ্রুত বাবা বাড়ি ফিরে আসলো আর নিজ হাতে বোনা বড় বা পাতলা খেউলা জাল নিয়ে গেলেন।বাবা দাদাকেও একটি লাঠি ও ব্যাগ নিয়ে যেতে বললেন।কারন বোয়াল মাছ খুবই চালাক তাই জলের মধ্যে নেমে মাছ চেপে ধরতে হবে।তাছাড়া মাছগুলি ক্যানেলের অপর প্রান্তে ভাসছিল ঝোপ ও ঝাড়ের কাছে।তাই বাবাকেও ক্যানেলের অপর প্রান্তে গিয়েই খ্যাপ দিতে হবে।কিন্তু ক্যানেলের অপর প্রান্ত দিয়ে মানুষের চলাচল খুবই কম তাই প্রচুর জঙ্গল।সাপ ও বিষাক্ত পোকার অভাব নেই সেইজন্যই লাঠি নেওয়ার ব্যবস্থা।যথারীতি নির্দিষ্ট স্থানে পৌঁছে বাবা খেউলা জালে খ্যাপ মারলেন।বোয়াল মাছগুলি কচুরিপানার মধ্যে ঢুকে গেল কিন্তু বাবা দুটি বোয়াল মাছ হাত দিয়ে চেপে ধরে ফেললেন জলের মধ্য থেকে।
আমাদের বাড়ির সামনে ক্যানেল থেকে প্রচুর মানুষ বিভিন্ন রকমারী মাছ ধরে নিয়ে যায় সঙ্গে বোয়াল মাছও।বোয়াল মাছগুলি ভেসে ওঠে ,বাবার চোখে পড়ে।তাই বাবা দীর্ঘদিন অনেকবার প্রায় 8-10 বার খেউলা জাল দিয়ে খ্যাপ দিয়ে ধরার চেষ্টা করেও যখন বোয়াল মাছ ধরতে ব্যর্থ।তখন আমরা সেইসব ব্যক্তিদের কাছ হতে কয়েকবার বোয়াল মাছ টাকা দিয়ে কিনে খেয়েছি।যদিও আমার অতটা পছন্দের মাছ নয়।যাইহোক এই মাছ দুটি বাড়ি এনেই গামলায় জল ভরে ছেড়ে দিয়েছিলাম।বেশ চড়ে বেড়াচ্ছিল,খুবই ভালো লাগছিল দেখতে।দুটি মাছের ওজন প্রায় দেড় কিলোর মতো হয়েছিল।
আসলে আমার বাবার মধ্যে অনেক প্রতিভা রয়েছে।এই ধরুন, বাবা ব্যবসার কাজ খুব ভালো বোঝেন।পূর্বে আমাদের একটি কাপড়ের বসতি দোকানও ছিল।এছাড়া,খুব ছোটবেলায় বাবা শখের বশে বাঁশ দিয়ে ঝুড়ি-খারুই বোনা,সুতা দিয়ে খেউলা জাল বোনা শিখেছিলেন।আমিও মাঝে মাঝেই অবাক হয়ে যাই,তার হাতের নিখুঁত ঝুড়ি ও খেউলা জাল বোনা দেখে।বাবা নিজে হাতে অনেকগুলো খেউলা জাল বুনেছেন গণনা করে করে ফাঁস মিলিয়ে।যেটা খুবই কঠিন পরিশ্রম ও ধৈর্য্যের কাজ।এছাড়া কয়েকটি নিজ হাতে বোনা জাল আবার বিলিয়েও করেছেন আত্মীয়ের মাঝে।তাছাড়া মাঝে মাঝেই সময় পেলে আবার কৃষিজাতীয় কাজ,শখের বশে নিজ বুদ্ধি দ্বারা বাড়ির আসবাবপত্র তৈরির কাজ করতেও খুবই ভালোবাসেন।বাবার মাছ ধরার নেশা বরাবরই, যেটা আমার কাছে বেশি ভালো লাগে।
শেষমেষ দীর্ঘদিনের বোয়াল মাছ ধরার প্রচেষ্টা সফল হয়েছে এইজন্য আমরা সবাই খুশি।আপনারা কে কে বোয়াল মাছ খেতে ভালোবাসেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কিন্তু।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের অনুভূতিটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
আমার কাছে বেশ ভালই লাগে বোয়াল মাছ খেতে 🤭
তবে এটা কিন্তু বলতেই হচ্ছে যে বিড়াল গুলোর জন্যই আজকে বোয়াল মাছ ধরতে পারলো কাকু। হা হা হা... বিড়াল যদি মাছ খেতে না চাইত তাহলে আজ হয়তো মাছ ধরা হতো না। সাধারণত কোন জায়গায় যদি মাছ ভেসে ওঠে তাহলে সেখানে বেশি সময় থাকে না। এক্ষেত্রে কিন্তু ভাগ্যটা বেশ ভালই ছিল যে বাড়ি থেকে জাল আনার মত সময় পেয়েছো মাছ ধরার জন্য।
হ্যাঁ দাদা,ওইদিন আবার পূর্ণিমা ছিল।তোমার কাছে বোয়াল মাছ খেতে ভালো লাগে জেনে ভালো লাগলো।ধন্যবাদ তোমাকে😊.
আপনার বাবা ক্যানেল থেকে বোয়াল মাছ ধরতে সক্ষম হলেন জেনে খুব ভালো লাগলো। আসলে মাছ ধরা আনন্দটাই অন্যরকম। তাজা বোয়াল মাছ রান্না করলে খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হবে। মাছ গুলো দেখে আপনি খুবই আনন্দিত হয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া, আপনার মতামত জানানোর জন্য।
আপনার আব্বু সবশেষে বোয়াল মাছ ধরতে পেরেছেন, এটা জেনে অনেক বেশি ভালো লেগেছে দিদি। বোয়াল মাছ ধরার প্রচেষ্টায় তিনি তাহলে সফল হয়েছেন, আর এটা শুনে আপনাদের সবার অনেক খুশি হওয়ারই কথা। বোয়াল মাছ দুটি দেখছি অনেক বড়। বোয়াল মাছ আমার এমনিতেই খুব পছন্দের। এই মাছ বিভিন্নভাবে রান্না করা যায়, যা খেতে খুব ভালো লাগে আমার কাছে। বোয়াল মাছ ধরার বিষয়টা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
অনেক কষ্টে সফল হওয়া গেছে,ঠিক বলেছেন আপু।আপনার পছন্দের মাছ এটি জেনে খুশি হলাম।ধন্যবাদ আপু।
আসলে কষ্টের ফল অনেক সুন্দর হয়। আপনার আব্বু অনেক কষ্ট করার ফলে অবশেষে বোয়াল মাছ দুটি ধরতে পেরেছিল, এটা ভাবতেই আমার কাছে খুব ভালো লাগতেছে দিদি। এই বিষয়টা দেখে আপনারা সবাই খুশি হয়েছিলেন, এটার জন্য আরো বেশি ভালো লাগলো। বোয়াল মাছ দুটি অনেক বড় ছিল সাইজে দেখছি। সক্ষম হওয়ার বিষয়টা আমাদের মাঝে শেয়ার করলেন দেখে ভালো লাগলো দিদি ।
ভাইয়া, দুটো বোয়াল মাছ মিলে দেড় কিলো হয়েছিল।আপনার অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
অনেকদিন পর বোয়াল মাছ দেখতে পারলাম। আমার যে কতটা ভালো লাগছে আপনার এই সুন্দর বোয়াল মাছ ধরার পোস্ট দেখে। তবে মাছ হাতে আঙ্কেলের ফটোগ্রাফি দেখতে পারলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো আমার।
@sumon09 ভাইয়া, সেই ছবিটা ছিল।কিন্তু সত্যি বলতে বাবা খালি গায়ে বলে ছবিটি আমি শেয়ার করিনি।ধন্যবাদ আপনাকে।
অনেকদিন পরে বোয়াল মাছ দেখতে পেলাম আপনার এই পোষ্টের মাধ্যমে। আসলে এ ধরনের বোয়াল মাছ ক্যানেল থেকে ধরা বেশ কঠিন। মাছ ধরা ক্ষেত্রে আপনার বাবার প্রতিভা এবং কৌশল দুটোই যথেষ্ট পরিমাণ আছে বিধায় তিনি বোয়াল মাছ দুইটি ধরতে পেরেছেন। আপনার মতো আমিও বোয়াল মাছ দুটি দেখতে পেরে খুবই আনন্দিত।
আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।