"অসুস্থতায় মোড়ানো দুই দিন"

in আমার বাংলা ব্লগ7 months ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি একটি ভিন্নধর্মী একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।তো চলুন শুরু করা যাক---

অসুস্থতায় মোড়ানো দুই দিন:

IMG_20231223_040046.jpg
সোর্স

শীতকাল আমার খুবই প্রিয় ।কিন্তু এটাও অস্বীকার করার উপায় নেই যে,শীতকালে মানুষ বেশি অসুস্থতার সম্মুখীন হয়ে থাকে।বাচ্চা থেকে বয়স্ক সবারই সর্দি-কাশি লেগেই থাকে।যতই সাবধানে থাকা হোক না কেন অসুস্থতা পিছু ছাড়তে চায় না।যেহেতু এখন নতুন ঠান্ডা পড়া শুরু করেছে তাই সব বাড়িতেই এই অসুস্থতার গল্প রয়েছে।কিন্তু আমি আজ বলছি আমার অসুস্থতা নিয়ে।যদিও পোস্টটি লিখতে অনেক কষ্ট হচ্ছে তবুও লিখছি।

বন্ধুরা, অনেকেই জানেন আমার ইন্টারনাল এক্সাম ছিল 19 তারিখ থেকে।দিনে দুটি করে এক্সাম,তো প্রথম দিন এক্সাম দেওয়ার জন্য ট্রেনে করে গেলাম।যদিও সোয়েটার গাঁয়ে জড়িয়ে গিয়েছি তবুও ফুরফুরে হাওয়া যেন শরীরে বসে গিয়েছে।অনেক সকালে বের হতে হয়েছিল তাই আর স্নান করে যাইনি।কিন্তু বাড়ি এসে স্নান করেই বাধলো মুশকিল।নাক থেকে জল ঝরা কতটা বিরক্তিকর তা হয়তো সকলেরই জানা।তো শুধুমাত্র সর্দি তাই গতদিন আবার এক্সাম দিতে চলে গেলাম।এমনিতেই তো এক্সামের চাপ তার উপরে আবার অসুস্থতার ভুত।কিন্তু ফের আবারও ট্রেনের হাওয়া গাঁয়ে লাগিয়ে অবস্থা পুরো নাজেহাল আমার।সর্দি ,জ্বর আর কাশি সঙ্গে আবার প্রচণ্ড গাঁয়ে ব্যথা।এতটাই শরীরে ব্যথা যে,অনুভূতি হচ্ছে কেউ যেন আমাকে পিটিয়েছে।আমার মনে হয়, সবারই এমন ফিল হয় শরীরে ব্যথা হলে।

এমনিতেই আমার অনার্সের এবার লাস্ট ইয়ার তাই একটু চাপে থাকতে হচ্ছে।তবুও চেষ্টা করি ঠিক সময়ে পোষ্ট করার কিন্তু কিভাবে যেন এলোমেলো হয়েই যায়।গতদিনও অনেক চেষ্টা করেও এতটা মাথা ও শরীরে ব্যথা যে ফোনের স্ক্রিনে তাকানো তো দূরের কথা যন্ত্রণায় কাতরাতে হয়েছে।কিন্তু মন পড়েছিল ঠিক কমিউনিটির প্রতি।মা ঔষুধ খেতে দিয়েছিল সেটা খেয়েই শুয়ে পড়েছিলাম।এখন ঘুম ভেঙে কিছুটা ভালো বোধ করছি তাই রাত 3.30 টার সময় লিখে ফেললাম অনুভূতিটা।যদিও চোখ ও হাতে ব্যথা করছিল।যাইহোক সবাই আশীর্বাদ করবেন আমার দ্রুত সুস্থতার জন্য।শীতকাল তাই সবাই সাবধানে থাকবেন।আজ এই পর্যন্তই,পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসredmi note 10 pro max
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

প্রথমেই আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি আপু। ‌ শীতকাল পছন্দ হলেও শীতকালের এই অসুস্থতা খুবই বিরক্তিকর। বিশেষ করে শীতের সময় নাক দিয়ে গড়গড়িয়ে পানি পড়া। যাইহোক আপনার পড়ালেখার ধারাবাহিকতা বজায় থাকুক এবং আমাদের সাথেও সম্পৃক্ত থাকুন । এর জন্যই সুস্থতা কামনা করেছি।

 7 months ago 

ঠিক বলেছেন আপু,শীতের সময় নাক দিয়ে পানি পরা বেশ বিরক্তিকর।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

শীতের সময় আমার নিজেরও অনেক বেশি পছন্দ। তবে শীতের সময় যদি অসুস্থ হই তাহলে একটুও ভালো লাগে না আর। আশা করছি আপনি পড়ালেখার পাশাপাশি আমাদের মাঝেও সব সময় যুক্ত থাকবেন। আসলে সবকিছুর মধ্যে দিয়ে হলেও এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত না হলে ভালোই লাগে না। আপু আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়েন সেটাই দোয়া করি সব সময়। ভালোভাবে নিজের শরীরের যত্ন নিবেন এবং ওষুধ খাবেন, তাহলে আশা করছি শীঘ্রই আপনার অসুস্থতা কেটে যাবে।

 7 months ago 

আপনার সুন্দর পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 7 months ago 

সুস্থতা কামনা করছি আপনার। আসলে শীতকালে ঠান্ডা কম বেশি সবার লেগেই থাকে।যতো গরম পোশাক পড়া হোক না কেন যানবাহনকে উঠলে শিরশিরে বাতাস লাগবেই।পরীক্ষার জন্য শুভকামনা রইলো।ধন্যবাদ আপনাকে এতো চাপে মাঝেও আমাদের সাথে পোস্ট শেয়ার করার জন্য।

 7 months ago 

একদম দিদি,যানবাহনে ফুরফুরে বাতাস লাগে বলেই ঠান্ডা লেগে যায় শরীরে।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি আপু। আসলে শীতকাল সবারই অনেক বেশি পছন্দের। আমার নিজেরও শীতকালটা খুবই প্রিয়। তবে শীতকালে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ে। জ্বর সর্দি কাশি এগুলো লেগেই থাকে। অনেক খারাপ লেগেছে আপনার অসুস্থতার কথা শুনে। পড়ালেখা ঠিকভাবে চালিয়ে যান আপু। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনার জন্য।

 7 months ago 

শীতকাল আপনার পছন্দের জেনে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।আপনিও ভালো থাকুন☺️।

 7 months ago 

প্রথনেই আপনার সুস্থতা কামনা করছি৷ শীতকাল একটি পছন্দের ঋতু হলেও প্রথমেও আমি অনেক অসুস্থ ছিলাম। পড়ালেখা সবসময় বজায় থাকবে এটাই কামনা করি৷ পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল।

 7 months ago 

আপনিও অসুস্থ ছিলেন ভাইয়া!আপনার জন্যও শুভকামনা রইলো।

 7 months ago 

অবশ্যই দিদি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি আপনি যেনো সুস্থ হয়ে যান। আসলে শীতে সময় ঠান্ডা কাশি লাগবে এটাই স্বাভাবিক একটা ব্যাপার। তারপরেও একটু সাবধানে দেখে শুনে থাকবেন যাতে দ্রুত সুস্থ হতে পারেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

অনেক ধন্যবাদ দাদা,আপনার শুভকামনার জন্য।আপনিও ভালো থাকুন।

 7 months ago 

এটা আপু আপনি ঠিক বলেছেন শীতকালে আমরা যতই সাবধানে থাকি না কেন অসুস্থ হয়ে পড়ছি সবাই। আপনার শারীরিক সুস্থতা কামনা করছি আপু। আপনার এক্সাম গুলো যেন ঠিকভাবে দিতে পারেন সেই জন্য সুস্থ থাকাটা আপনার জরুরী। নিজের প্রতি যত্ন নিবেন।অনেক ধন্যবাদ আপু আপনার অনুভূতিটি শেয়ার করার জন্য।

 7 months ago 

আপু,এক্সাম হওয়ার পর-ই অসুস্থ হয়ে পড়েছিলাম।ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44