শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"

in আমার বাংলা ব্লগ11 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আর আজ ভালো থাকারই কথা।কারন আজ আমার বাংলা ব্লগের শুভ জন্মদিন।হয়তো ওই সময়ের অপেক্ষায় আমরা সবাই।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LdktqXctKBANh6vidGnkYJefYoCyhnuVbZu3PARc9BtgNmwyEcwi5ydkEmrenk67SBUfG1kWJjEc5sj8qujnxE (1).png

দেখতে দেখতে তিনটা বছর পাড়ি দিয়ে ফেললাম আমরা।সময় কত দ্রুত চলে যায়,তাই তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।আর @rme বড় দাদা ছাড়া এটা ভাবনার বাইরে ছিল।তিনি তার স্বপ্ন পূরণে সফল হয়েছেন এই বাংলা ব্লগকে ঘিরে।এটা আমাদের জন্য একটা আবেগের জায়গা ,অনুভূতির জায়গা।তাই দাদার প্রতি রইলো অনেক অনেক শ্রদ্ধা,সম্মান,কৃতজ্ঞতা এবং ভালোবাসা।এই বছরও আমরা দারুণভাবে উপভোগ করতে পারবো বলে আশা করি।অনেক আনন্দের মধ্যে কাটবে আমাদের মুহূর্ত ও সময়গুলো।তো চলুন ছোট্ট একটি কবিতা উপহার দিই আপনাদেরকে--

শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ
তুমি আমাদের আশার আলো
তুমি বানীর সঞ্চার-সঞ্চায়িনী,
তুমি আকুল মনের আশ্বাস
আবেগ ও অনুভূতির ধরাভূমি।
আমার বাংলা ব্লগ প্রানের স্পন্দন
বাংলার নব জোয়ারে ভাসানো মন,
একঘেয়েমি জীবনের মুক্তিদাতা
সুখ-দুঃখের ত্রাতা।



প্রানের বাংলা ব্লগ আমার
সবুজের সমারোহে ঢাকা,
হৃদয়ের বাঁধ ভাঙা ঢেউয়েও
তুমি স্থির থেকো,ভাসমান না হয়ে।
অগ্নিগর্ভের মায়াজাল কাটিয়ে
তোমার পরশে শীতলতায় ছুঁয়ে দিও,
হাজার বছর প্রাণবন্ত হয়ে--
আলো-আঁধারের খেলাঘরে
আমার প্রাণের বাংলা ব্লগ।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 11 days ago 

শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ ও দাদার মাধ্যমে আমরা অত্যন্ত সুন্দর একটা কমিউনিটি পেয়েছি। আপনি নিজের জায়গা থেকে অত্যন্ত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 10 days ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার উৎসাহভরা মন্তব্যের জন্য।

 11 days ago 

আমার বাংলা ব্লগ এর ৩ য় বর্ষ পদার্পনে আপনি চমৎকার অনুভূতি শেয়ার করেছেন দিদি।সত্যিই আমরা সবাই কৃতজ্ঞ দাদার প্রতি।আপনি চমৎকারএকটি কবিতা শেয়ার করলেন যা পড়ে ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

 10 days ago 

আসলেই, দাদার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ।ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ। এমন সুন্দর একটি কমিউনিটি পেয়েছি শুধুমাত্র আমাদের দাদার জন্য। এই কমিউনিটিকে আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। আপনি আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বেশ দারুন অনুভূতি শেয়ার করেছেন এবং চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য ।

 10 days ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা স্বার্থক, ধন্যবাদ আপু।

 10 days ago 

আমার বাংলা ব্লগের জন্মদিনকে কেন্দ্র করে দারুন একটি কবিতা লিখেছেন।কবিতার লাইনগুলো যেন আমাদের প্রত্যেক ইউজারদের অনুভূতি।খুব ভালো লাগলো পোস্টটি। ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 10 days ago 

ধন্যবাদ আপু আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54