প্রতিযোগিতা - ৫১: "চিংড়ির স্বাদে ওলকপির ঝাল ঝাল ভর্তা" এবং "সবুজ শিম ভর্তা"

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার

IMG_20240118_075830.jpg

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।গত দুইদিন ধরে আমি এবং আমার পরিবার কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছি😢 সেটা হয়তো লিখে প্রকাশ করা যাবে না।আসলে দুইদিন ধরে আমাদের বাড়ির পোষ্য একটি বিড়াল নিখোঁজ হয়ে গিয়েছিল।এই অনুভব টা তারা-ই করতে পারবেন শুধু যাদের বাড়িতে কোনো পোষ্য প্রাণী রয়েছে এবং এমন ঘটনার সম্মুখীন হয়েছেন।কথায় আছে--বুক ফাটে তো মুখ ফোটে না।তেমন সিচুয়েশনের মধ্যে দিয়ে তৈরি করেছি এই প্রথম রেসিপিটি।পরে অবশ্য তাকে খুঁজে পেয়ে মনে প্রশান্তি ফিরেছে।এইবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি এটাই আমার জন্য বড় বিষয়।সেইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।এছাড়া এত সুন্দর প্রতিযোগিতা আয়োজন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই @moh.arif ভাইয়াসহ আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর ভাইয়া ও আপুদেরকে।

রেসিপি-1: "চিংড়ির স্বাদে ওলকপির ঝাল ঝাল ভর্তা"

IMG_20240118_055418.jpg

IMG_20240118_055554.jpg

শীতকাল মানেই আলাদা অনুভূতির মিশেল।আর এই গাড় অনুভূতির শীতকালকে আরো দৃঢ় ও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে যেকোনো ভর্তা রেসিপি।বিভিন্ন ধরনের ভর্তা রেসিপিগুলো শীতকালকে কিন্তু জমজমাট বা রমরমা করে তুলতে বেশ স্মরণীয়।তাই আজ আমি একদম ইউনিক দুইটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি।শীতকাল আমার যেমন প্রিয় তেমনি যেকোনো ভর্তা রেসিপিও আমার খুবই প্রিয়।তাছাড়া শীতকাল মানেই অফুরন্ত সবজির সমারোহ।সত্যিই শীত এলে মন যেন কেমন ভর্তা ভর্তা করে!আর শীতের সকালের মিষ্টি রোদে উঠানে বসে ভর্তা খেতে কিংবা শীতের রাতে চাদর মুড়ি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে ভর্তা রেসিপি খেতে কিন্তু দারুণ মজার।

IMG_20240118_055629.jpg

আজ আমি চিংড়ি দিয়ে ওলকপির ঝাল ঝাল ভর্তা রেসিপি তৈরি করেছি।আসলে এই টাটকা ওলকপিগুলি আমাদের বাড়ির সবজি ক্ষেতের।ওলকপি হচ্ছে কপি গোত্রের মধ্যে এক অন্যতম সবজি।ওলকপি খুবই উপকারী একটি শীতকালীন সবজি।যেটা কাঁচা ও রান্না করে উভয়ভাবেই খাওয়া যায়।এর কয়েকটি উপকারিতার মধ্যে রয়েছে---

●হজমের সমস্যা ও ডায়াবেটিস জাতীয় সমস্যা দূর করে।
●কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
●রক্তচাপ নিয়ন্ত্রণে ও ওজন কমাতে সাহায্য করে।

ওলকপি দিয়ে চিংড়ির ভর্তা আমি এই প্রথম তৈরি করেছি।এটা তৈরির পর দেখতে যেমন লোভনীয় হয়েছিল তেমনি খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছিল।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

★★উপকরনসমূহ:

IMG_20240117_214742.jpg

IMG_20240117_214727.jpg

উপকরণপরিমাণ
গোটা ওলকপি2 টি
চিংড়ি মাছ200 গ্রাম
কাঁচা মরিচ4 টি
শুকনো মরিচ4 টি
পেঁয়াজ কুচি3 টি
রসুন কুচি4 কোয়া
লবণ1 টেবিল চামচ
হলুদ1 চিমটি
সরিষার তেল4 টেবিল চামচ

প্রস্তুতপ্রণালী:

ধাপঃ 1

IMG_20240118_064943.jpg
প্রথমে আমি আমাদের সবজি ক্ষেত থেকে দুটি ওলকপি তুলে নিলাম।

ধাপঃ 2

IMG_20240117_214752.jpg
এরপর দুটি ওলকপির খোসা ছাড়িয়ে নিয়ে পিচ পিচ করে কেটে নিলাম বটির সাহায্যে।তারপর জল দিয়ে ধুয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20240117_214804.jpg
এখন একটি পরিষ্কার কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে চুলার মিডিয়াম আঁচে ওলকপি দিয়ে বসিয়ে দিলাম।

ধাপঃ 4

IMG_20240117_214819.jpg
এবারে ঢাকনা দিয়ে ঢেকে ওলকপিগুলি সেদ্ধ করে নেব।

ধাপঃ 5

IMG_20240117_215023.jpg
তো আমি ওলকপি সেদ্ধ করে নিয়ে একটি পাত্রে তুলে নিয়ে গরম গরম গলিয়ে নেব।

ধাপঃ 6

IMG_20240117_214832.jpg
এখন আমি কিছু চিংড়ি মাছ নিয়ে তা ধুয়ে পরিষ্কার করে নিলাম।এরপর খোসা ছাড়িয়ে নেব।

ধাপঃ 7

IMG_20240117_214623.jpg
এবারে একটি শীল-পাটার সাহায্যে কাঁচা চিংড়িগুলি বেঁটে নিলাম মিহি করে।

ধাপঃ 8

IMG_20240117_214849.jpg
তো চিংড়িগুলি বেঁটে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে নিলাম।

ধাপঃ 9

IMG_20240117_214910.jpg
এখন পুনরায় চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম।

ধাপঃ 10

IMG_20240118_054921.jpg
এরপর তেল হালকা গরম করে নিয়ে শুকনো গোটা মরিচ দিয়ে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নিলাম।তারপর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ও রসুন কোয়া তেলের মধ্যে দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নিলাম লাল করে।

ধাপঃ 11

IMG_20240117_214926.jpg
এবারে কড়াইতে আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছের বাটা দিয়ে দিলাম।

ধাপঃ 12

IMG_20240117_214638.jpg
চিংড়ির বাটাটিতে সামান্য হলুদ দিয়ে নেড়েচেড়ে কালার করে ভেজে নিলাম।

ধাপঃ 13

IMG_20240117_214942.jpg
এখন সেদ্ধ করে নেওয়া ও ভেজে নেওয়া সবগুলো উপকরণ একত্রে পাত্রে তুলে নিলাম আলাদা আলাদা।

ধাপঃ 14

IMG_20240117_214700.jpg
এবারে গলিয়ে নেওয়া ওলকপির পাশে শুকনো ভাজা শুকনো মরিচ মেখে তার মধ্যে ভাজা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ও রসুন কোয়া দিয়ে ভালোভাবে মেখে নিলাম।

ধাপঃ 15

IMG_20240117_215052.jpg
তো পরিমাণ মতো লবণ দিয়ে আমার সবগুলো উপকরণ একত্রে মেখে নেওয়া হয়ে গেল।আমি যেহেতু এগুলো তেল দিয়ে ভেজেছি তাই আলাদা করে সরিষার তেল ব্যবহার করিনি।

ধাপঃ 16

IMG_20240117_215104.jpg
সবশেষে ভেজে নেওয়া চিংড়ি বাটা দিয়ে দিলাম ওলকপির উপর।

ধাপঃ 17

IMG_20240118_055827.jpg
এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে পুনরায় মেখে নিলাম ওলকপি।

শেষ ধাপঃ

IMG_20240118_060412.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "চিংড়ির স্বাদে ওলকপির ঝাল ঝাল ভর্তা রেসিপি"।সত্যি বলতে মনটা এতটাই খারাপ ছিল যে ডেকোরেশন করতে পারিনি।

পরিবেশন:

IMG_20240118_055858.jpg

IMG_20240118_055554.jpg

IMG_20240118_055629.jpg

IMG_20240118_055418.jpg
এখন ভর্তা রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছিল।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

রেসিপি- 2: "সবুজ শিম ভর্তা"

IMG_20240118_075646.jpg

IMG_20240118_080651.jpg

শীতকালের আরো একটি জনপ্রিয় সবজি হচ্ছে শিম।এই সবুজ টাটকা শিমগুলো আমাদের বাড়িতে লাগানো হয়েছে।শিম অনেক প্রকার হলেও এই সবুজ শিমে শাস বেশি থাকে।তাই এটা খেতে খুবই স্বাদের, সবে ধরা শুরু করেছে।আর শিম ভর্তা আমার বেশ পছন্দের।শিম শরীরের জন্য খুবই উপকারী একটি শীতকালীন সবজি।শিমে রয়েছে ভিটামিন বি৬,খনিজ উপাদান ইত্যাদি।এছাড়া শিমের দানাও খেতে বেশ টেস্টি।এর কয়েকটি উপকারিতার মধ্যে রয়েছে---

◆শিম খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।
◆ শিম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
◆গর্ভবতী নারী ও শিশুর অপুষ্টি দূর করতে শিম অত্যন্ত উপকারী।
◆শিম চুল পড়া কমাতে সাহায্য করে ও চুলের স্বাস্থ্য ভালো রাখে।

তাই আমি তৈরি করেছি শিম ভর্তা।অন্যান্য সময়ে আমরা শিম কিংবা যেকোনো সবজি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে তারপর মেখে খেয়ে থাকি।কিন্তু এটা যেহেতু প্রতিযোগিতা সংক্রান্ত তাই সেদ্ধ করে নিয়েছি জল দিয়ে।এটা তৈরির পর দেখতে যেমন লোভনীয় হয়েছিল তেমনি খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছিল।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

★★উপকরনসমূহ:

IMG_20240118_073431.jpg

উপকরণপরিমাণ
সবুজ শিম300 গ্রাম
শুকনো মরিচ5 টি
বড় পেঁয়াজ কুচি1 টি
লবণ1/2 টেবিল চামচ
সরিষার তেল3 টেবিল চামচ

প্রস্তুতপ্রণালী:

ধাপঃ 1

IMG_20240118_072420.jpg
প্রথমে আমি একটি বটির সাহায্যে শিমের ডাটগুলি কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20240118_073415.jpg
এবারে কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে শিমগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 3

IMG_20240118_072819.jpg
এরপর ঢাকনা দিয়ে ঢেকে শিমগুলি সেদ্ধ করে নিলাম।

ধাপঃ 4

IMG_20240118_073000.jpg
শিমগুলি সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20240118_072803.jpg
এবারে পেঁয়াজ কুচি করে নিলাম মিহি করে বটির সাহায্যে।

ধাপঃ 6

IMG_20240118_073044.jpg
এরপর কড়াইতে অল্প সরিষার তেল দিয়ে গরম করে নিলাম।

ধাপঃ 7

IMG_20240118_073347.jpg
এবারে শুকনো মরিচগুলি মুচমুচে করে ভেজে নিলাম নেড়েচেড়ে।

ধাপঃ 8

IMG_20240118_073014.jpg
এখন শিমগুলি হাত দিয়ে মেখে নিলাম।

ধাপঃ 9

IMG_20240118_073112.jpg
এবারে লবণ ও পেঁয়াজ কুচি নিয়ে নিলাম।

ধাপঃ 10

IMG_20240118_073400.jpg
তারপর ভাজা শুকনো মরিচ,পেঁয়াজ ও লবন একত্রে মেখে নিলাম।

ধাপঃ 11

IMG_20240118_073128.jpg
এবারে 1 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নেব।

ধাপঃ 12

IMG_20240118_074121.jpg
সবগুলো উপকরণ একত্রে মেখে নিলাম হাত দিয়ে পুনরায়।

শেষ ধাপঃ

IMG_20240118_074203.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "সবুজ শিম ভর্তা রেসিপি"

পরিবেশন:

IMG_20240118_080601.jpg

IMG_20240118_080623.jpg

IMG_20240118_075646.jpg
এখন ভর্তা রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছিল।

আশা করি আমার আজকের ভর্তা রেসিপিগুলি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়প্রতিযোগিতা - ৫১: "চিংড়ির স্বাদে ওলকপির ঝাল ঝাল ভর্তা" এবং "সবুজ শিম ভর্তা"
শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2 এবং redmi note 10 pro max
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

চিংড়ি মাছ দিয়ে ওল কপির ঝাল ভর্তা রেসিপি এবং সবুজ সিমের ভর্তা রেসিপি দুটোই আমার অনেক ভালো লেগেছে এবং রেসিপিটি অনেক লোভনীয় লাগছে।প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ দিদি বেশ দারুন দুটো রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

শুধু লোভনীয় নয় আপু,খেতেও দারুণ মজার হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

চিংড়ি মাছ দিয়ে ওলকপির ভর্তা অসাধারণ হয়েছে। আসলে আপু চিংড়ি মাছ যেভাবে খাওয়া হোক না কেন অনেক মজা লাগে। আর ভর্তা হলে তো কথায় নেই। আপনার রেসিপি দেখেই মনে হচ্ছে যদি একটু খেয়ে দেখতে পারতাম হা হা হা। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আপু,এভাবে ট্রাই করে দেখবেন।আশা করি ভালো লাগবে, ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

চিংড়ির সাথে ওল কপির ঝাল ঝাল ভর্তা এবং সবুজ শিম ভর্তা এটা তো দারুন লাগলো। আপনি দারুন ভাবে সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে আমি অনেক খুশি হয়েছি। সুন্দরভাবে আপনি শীতকালীন সবজির রেসিপি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রেসিপি প্রস্তুত করার ধরনটা ছিল বেশ চমৎকার।

 6 months ago 

চেষ্টা করেছি ভাইয়া, নিজের মতো করে।ধন্যবাদ আপনাকে উৎসাহ দেওয়ার জন্য।

 6 months ago 

ওলকপি দিয়ে চিংড়ি মাছের অসাধারণ ভর্তা ও সবুজ শিম ভর্তা করেছে চমৎকার ভাবে দিদি।ভীষণ লোভনীয় লাগছে রেসিপিটি। ধাপে ধাপে খুব চমৎকার ভাবে দুটো রেসিপি শেয়ার করেছে। প্রতিয়োগিতার জন্য শুভকামনা রইলো আপনার জন্য।

 6 months ago 

দেখতেই শুধু লোভনীয় নয় দিদি,খেতেও দারুণ মজার হয়েছিল কিন্তু।ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

চিংড়ি মাছ দিয়ে ওলকপির ঝাল ভর্তা দারুন লেগেছে আমার। সত্যি আপু আপনার তৈরি করা ভর্তাগুলো বেশ ভালো লাগছে। দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। দারুণ সব রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 6 months ago 

আসলেই খেতে দারুণ হয়েছিল আপু,সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

ওলকপি দিয়ে কখনো কোনো রেসিপি তৈরি করা হয়নি আর এর এত উপকারিতা জানা ছিল না। আপনাদের জমির ওলকপি দিয়ে খুবই মজাদার ভর্তা রেসিপি তৈরি করেছেন। চিংড়ি মাছের ভর্তা খেয়েছি কিন্তু ওলকপির ভর্তা কখনো খাওয়া হয়নি। তবে শিমের ভর্তা খেতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 6 months ago 

আপু,এভাবে ওলকপি ভর্তা করে খেয়ে দেখবেন।দারুণ মজার খেতে,ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

প্রথমেই জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এবারে অনেকেই ভালো কিছু করার চেষ্টা করল। আসলে প্রথম দিকে আমি প্রতিযোগিতায় একটু ব্যস্ততার কারণে অংশগ্রহণ করতে না পারলেও ভাবতেছি এবার চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য। কিন্তু আমার কাছে আপনার রেসিপি দুটি অনেক ভালো লাগলো। দেখে মনে হচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে। ভালোভাবে উপস্থাপনাও করলেন। বেশিই অনেক রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

আপু,আপনার সুন্দর মতামত পেয়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আমার ভাইকে দেখেছি বিড়াল হারিয়ে গেলে কেমন অস্থির হতে । আর এই হিসাবে আপনার দুঃখ কিছুটা বুঝতে পেরেছি। তারপরে বিড়ালটি শেষে খুঁজে পেয়েছেন জেনে ভালো লাগলো। দুঃখ মনে নিয়েও কিন্তু খুবই সুন্দর দুটি ভর্তার রেসিপি শেয়ার করেছেন।এরকম ভর্তা হলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগেনা। বেশ লোভনীয় লাগছে ভর্তা দুটি।

 6 months ago 

সত্যি আপু,অনেক মন খারাপ হয়েছিল।আর দেখতেই শুধু লোভনীয় নয়,খেতেও দারুণ মজার হয়েছিল কিন্তু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57800.38
ETH 3127.30
USDT 1.00
SBD 2.40