DIY - এসো নিজে করি : মান্ডালা ও জল রং এর সাহায্যে বাঘের মুখ মন্ডলের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি মান্ডালা ও জল রং এর সাহায্যে একটি বাঘের মুখ মন্ডলের চিত্রাংকন। করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

264145226_452103616514272_2058017869723470400_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে বাঘের মুখমন্ডলের চিত্রাংকন করার জন্য একটি বড় করে বৃত্ত আর্ট করলাম।


264167580_620620519122460_4082845593572204559_n.jpg


ধাপ - 2

এরপর বাঘের নাকের অংশ এবং মুখের অংশ আর্ট করার জন্য লাভ চিহ্নের মতো করে আর্ট করলাম বৃত্তটির নিচের অংশে।


264122078_891784851531205_4058910639264945374_n.jpg


ধাপ - 3

এরপর বৃত্তটির উপরের অংশে বাঘের কান চিত্রাংকন করলাম এবং বৃত্তটির মধ্যে বাঘের মুখমন্ডলের যে ধরন থাকে সেটা আর্ট করলাম।


264122413_334436298412725_8197797827519974176_n.jpg


ধাপ - 4

এরপর যখন বাঘের মুখমন্ডলের চিত্রাংকন করা হয়ে গেল তারপর মাঝখানে একটি ভাঙ্গা অংশের মতো দাগ দিয়ে দিলাম। তারপর চোখের অংশ এবং নাক চিত্রাংকন করলাম।

264148309_1705030626353049_4875492435860470747_n.jpg264743562_1600645813605678_6018588439284279297_n.jpg

ধাপ - 5

এরপর শুরু করলাম মান্ডালা ডিজাইন করা বাঘের মুখমন্ডলের বাম পাশে।

264408204_418398166694140_6200317374478440270_n.jpg264035502_1009112826361079_4698851708959828448_n.jpg

ধাপ - 6

এরপর মুখমন্ডলের উপর ডিজাইন করার পর বামপাশের চুল আর্ট করলাম। এবং ডান পাশে জল রং দিয়ে রং করলাম।


264420045_647336129980151_7158925867782431592_n.jpg


ধাপ - 7

এরপর বাঘের শরীরের যে ডোরাকাটা দাগ থাকে সেগুলো রং এর উপর মার্কার পেন দিয়ে আর্ট করলাম।


264556748_751846935773596_2241392797248884555_n.jpg


ধাপ - 8

এরপর ডোরাকাটা দাগ গুলো সাইন পেন দিয়ে গারো করে দাগ দিলাম। তারপর ডান পাশের চুল আর্ট করলাম এবং নাকের উপরে থাকা বড় বড় লোমগুলো আর্ট করলাম।


241784133_323609559607896_3549821964075242239_n.jpg


ধাপ - 9

তারপর চোখের ভিতরে হলুদ রং দিয়ে রং করে চোখের অংশ এর কাজ শেষ করলাম। এরপর মুখের অংশটুকু চিত্রাংকন করে আমি আমার এই চিত্রাংকন টি শেষ করলাম।


264004806_624956595361519_4796385679572487346_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
264145226_452103616514272_2058017869723470400_n.jpg265054526_662689411425900_492625297707804846_n.jpg
264551576_239586434821228_1507225219321488393_n.jpg264084359_497134304874535_1695281157480258767_n.jpg


আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


262142077_1097742434318446_5717707293146926661_n(1).jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 12 ডিসেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

জাস্ট অসাধারণ মান্ডালা ও জল রঙের সাহায্যে আপনি অনেক সুন্দর ভাবে বাঘের মুখ এর চিত্র অঙ্কন করেছেন আপনার এই অঙ্কন করা বাঘের মুখ এর চিত্র অঙ্কন করা দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গিয়েছি। অনেক চমৎকার ভাবে আপনি দৃশ্যটি অঙ্কন করেছেন সত্যিই আপনার অংকন এর প্রশংসা করতেই হয়। আপনার অংকন দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি বাঘের মান্ডালা অংকন আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য🎊🎊

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি প্রশংসাজনক কমেন্টের জন্য। অনেকশুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 3 years ago 

বাহ, ম্যান্ডেলার টা দেখে মনে হচ্ছে একদম থ্রিডি এনিমেশন। অনেক প্রফেশনালভাবে ম্যান্ডেলা টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার হাতে কারুকাজ অনেক সুন্দর, এমন সুন্দর ম্যান্ডেলা তৈরি করতে অবশ্যই দীর্ঘ সময় এবং ধৈর্য প্রয়োজন যা আপনার মধ্যে বিদ্যমান। ধন্যবাদ আপু এত যত্ন করে আমাদের ম্যান্ডেলা টা উপহার দেওয়ার জন্য।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। জি ভাইয়া অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন তো হয় ই। আপনার জন্য রইলো অনেক শুভকামনা।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ম্যান্ডেলা আর্ট টি। আপু আপনার হাতের কাজ গুলো খুব ই সুন্দর।আপনার কাজ গুলো আমার খুব ভালো লাগে। আর আজকের আর্ট টি সত্যি অনেক সুন্দর হয়েছে আপু। আমার খুব ভালো লেগেছে।এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ বৌদি আপনাকে। আপনি আমার কাজগুলো পছন্দ করেন এটা যেন সত্যিই আমি খুব কৃতজ্ঞ এবং আনন্দিত। আপনাদের কমেন্ট গুলো পড়ে সত্যিই আমি অনেক উৎসাহিত বোধ করি। এতে আমার ভালো কাজ করার ইচ্ছা এবং তাগিদ অনেকটা বেড়ে যায়। এর জন্য আমি সত্যিই আপনাদের কাছে এবং এই কমিউনিটির কাছে অনেক কৃতজ্ঞ থাকব। অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো বৌদি আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার তৈরী মান্ডালা ও জল রং এর সাহায্যে বাঘের মুখ মন্ডলের চিত্রাংকনটি অসাধারণ হয়েছে আমার তো বাঘের চোখ দেখে ভয় লাগছে। যেনো সত্যি কারের বাঘ। অনেক ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। প্রত্যেকবার এত সুন্দর কমেন্ট গুলো করে পাশে থাকার জন্য সত্যিই আমি অনেক কৃতজ্ঞ ভাইয়া আপনার কাছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও আপু অসাধারণ, বাঘের মুখে ম্যান্ডেলা জল রং এর সাহায্যে ফুটিয়ে তুলেছেন। আপনার বাঘের মুখের ম্যান্ডেলা টি আমার কাছে এত এত সুন্দর লেগেছে যে মুখের ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্তর দিয়ে ছুঁয়ে যায় আপনার অংকন গুলো। সর্ব শ্রেষ্ঠ অংকন হয়েছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমি সবসময় চেষ্টা করব যাতে আমি আমার আর্ট দিয়ে আপনাদের মন ছুয়ে যেতে পারি। তাদের এই কমেন্টগুলো পড়ে উৎসাহিত হওয়ার পাশাপাশি অনেক বেশি আনন্দিত ও হই। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার প্রতিটা আর্ট অনেক অনেক চমৎকার হয়। আমার কাছে আপনার গুলো প্রচন্ড ভালো লাগে। বিশেষ করে ম্যান্ডেলার গুলো। বাঘের মুখের চিত্রাংকনটিও আপনার অনন্য চিত্রাংকন এর মধ্যে একটি। এভাবেই আরো ম্যান্ডেলা আর্ট আমাদের সামনে তুলে ধরুন। ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সত্যিই শুনে অনেক খুশি হলাম এই চিত্রাংকন টি আমার অনন্য চিত্রাংকন এর মধ্যে একটি। ধন্যবাদ এত প্রশংসার জন্য। আমার জন্য সব সময় দোয়া করবেন এবং এভাবেই পাশে থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আর্ট জাদুকর গললারা অসাধারণ আর্ট করেছেন যার প্রশংসা না করে পারলাম না। আপনার প্রতিটা আর্টি হৃদয় ছুঁয়ে যায়। জল রং এবং মান্ডালা আর্ট দুটোর সময় খুব সুন্দর একটি বাঘের মুখমন্ডলের চিত্র অংকন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সেইসাথে ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়েছেন। আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিবার আমার পোস্টে এত সুন্দর কমেন্ট করে আমার কাজ করার উৎসাহ আরো বাড়িয়ে দেওয়ার জন্য। সত্যি বলছি আপনাদের কমেন্ট গুলো আমাকে অনেক বেশি আনন্দ দেয়। এই কমিউনিটি থেকে আমার সর্বোচ্চ পাওয়া আপনাদের প্রশংসা গুলো। আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার আর্টগুলো আমার সবসময় ভালো লাগে। একেবারে ইউনিক আর্ট করেন আপনি। আপনার আজকের বাঘের ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে যে নিচ থেকে বাঘ মুখ বের করেছে এখনই থাবা দেওয়ার জন্য। দেখেই তো ভয় লাগছে। সাবধান আবার আপনাকে থাবা দিয়ে না বসে।😜🤭 ধন্যবাদ এত সুন্দর একটি বাঘের ম্যান্ডেলার আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

হিহিহি ।না আপু আমাকে থাবা দিবে না কারণ ওকে আমি এঁকেছি। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনি নিজে এত ভালো আর্ট করেন আর প্রতিবার আমার আর্ট গুলোর এত প্রশংসা করেন যা আমাকে সত্যিই অনেক উৎসাহিত করে। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপু আপনার অংকন নিয়ে যতই বলি কম পরে যাবে। সত্যিই মন ভরে যায় আপনার অংকন দেখলে। অনেক সুন্দর অংকন করেন আপনি। এভাবেই আমাদের সাথে আপনার অংকন শেয়ার করে যান। শুভ কামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাহ দারুণ একেছেন আপু। বাঘের মান্ডালা আর্টটা দারুণ হয়েছে। তবে বাম পাশের অংশটা দেখে মনে হচ্ছে এটা আমাদের সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। এবং পোস্টের উপস্থাপনা টাও দারুণ হয়েছে।।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। জি ভাইয়া ঠিক বলেছেন এটি আমাদের সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60811.28
ETH 3369.34
USDT 1.00
SBD 2.48