DIY - এসো নিজে করি : সমুদ্র সৈকতের পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল সমুদ্র সৈকতের পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

271666782_386781736542670_3376564295483664287_n(1).jpg
উপকরণ:
  • পেন্সিল
  • প্লাস্টিক উড
  • আরকিলিক কালার


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি প্লাস্টিক উড এর উপর পেন্সিল এর সাহায্যে কোনাকুনি বরাবর ঢেউয়ের মতো একটি দাগ এঁকে নিলাম।এরপর সমুদ্র সৈকতের পানি রং করার জন্য দুই ধরনের আরকিলিক কালার ব্যবহার করছি একটি গাঢ় নীল ও হালকা নীল।

271769303_4797800650283634_7687457962537805762_n.jpg271607393_471358164339120_5488056422463705119_n(2).jpg

ধাপ - 2

এরপর গাঢ় ও হালকা নীল রঙের সাহায্যে একপাশে সমুদ্র সৈকতের পানির রং করে নিলাম।

271825065_360878725868230_3605769881420738358_n.jpg271707570_447327033557899_2961272023526023102_n(1).jpg

ধাপ - 3

এরপর সমুদ্রের একপাশে বালু বোঝানোর জন্য গাঢ় বাদামী এবং হালকা বাদামি আরকিলিক কালারের ব্যবহার করলাম। এরপর এই দুই রং এর সংমিশ্রণে ভালোভাবে আরেকপাশে রং করে নিলাম।

271794059_649454656482296_6981395809543715029_n.jpg271641925_1022262651981216_1371501778705779860_n.jpg

ধাপ - 4

এরপর একটি টিস্যু পেপারের সাহায্যে রংগুলো উপর থেকে হালকা ভাবে মুছে নিলাম। এতে করে পানি ও বালুর ওপর হালকা ডিজাইনের সৃষ্টি করলাম।

271545574_4077233555712643_1557265381130360349_n.jpg271537697_618719299342730_2120632365847722403_n.jpg

ধাপ - 5

এরপর সাদা রঙের সাহায্যে সমুদ্রের পানির ঢেউ রং করলাম। যাতে মনে হয় যে ঢেউ এসে বালুর উপর পড়ছে।


271668965_1064418031003567_5418922487129450281_n.jpg


ধাপ - 6

এরপর বালুর উপর কয়েকটি তারা মাছ রং করলাম গাঢ় বাদামী রঙের সাহায্যে।


271748000_253845726862351_404422651503656481_n.jpg


ধাপ - 7

এরপর পেন্সিল ও রং এর সাহায্যে ঢেউ এবং তারা মাছের আশপাশে ছায়ার সৃষ্টি করলাম। এতে করে পেইন্টিংটি কিছুটা হলেও বাস্তব রূপ পেয়েছে।
এভাবেই আমি আমার সমুদ্র সৈকতের পেইন্টিং সম্পন্ন করলাম।

271653233_217492783928114_3702337425254579433_n.jpg271705873_7406671302680215_8391580982499340772_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ


271653233_217492783928114_3702337425254579433_n(1).jpg
271567887_343514720709796_5194461009380000949_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 15 জানুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WFVww5A4zJhQk94bLw1xoreypzdVrDXrnXMByoJbj4xqJdWZWCHkEeXoNU4VGA3VPEKHBZmDLSJiqzyuu3Vg.png

অনেক সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করছেন। আপনি আর্ট করাতে অনেক দক্ষ এই কাজ দেখে বুজে গেলাম। প্রতিটা ধাপ আমাদের মাঝে খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করছেন।আপনার জন্য শুভ কামনা রইল।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WFVww5A4zJhQk94bLw1xoreypzdVrDXrnXMByoJbj4xqJdWZWCHkEeXoNU4VGA3VPEKHBZmDLSJiqzyuu3Vg.png

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দক্ষ কিনা জানিনা তবে ,ভাইয়া আমি সবসময় চেষ্টা করি সুন্দর করে আর্ট করার। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সমুদ্র সৈকতের পেইন্টিং আপনি অনেক দক্ষতার সহিত করেছেন আপু। আপনার পেইন্টিং গুলো আমার বরাবরই খুবই ভালো লাগে। আজকেও তার ব্যতিক্রম না। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনি প্রত্যেকবার আমার পোস্টগুলোতে সুন্দর কমেন্ট করে আমাকে অনেক উৎসাহিত করেন। আপনার জন্য মন থেকে অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সমুদ্র সৈকতের পেইন্টিং টা আসলেই অসাধারণ হয়েছেন। সমুদ্রের ঢেউ গুলো দেখতে মনে হচ্ছে যেন একেবারে সত্তিকারের পানির ঢেউয়ের মতো। আসলেই অসাধারণ একটা পেইন্টিং অংকন করলেন। পেইন্টিং টা দেখে আমার খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পেইন্টিং অঙ্কন করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। চেষ্টা করেছি পেইন্টিং টিতে বাস্তব রূপ ফুটিয়ে তোলার। আপনাদের কাছে ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।

আপু আপনার পেন্টিং টি এতোটা সুন্দর হয়েছে যে আমি বলে প্রকাশ করতে পারব না।বালু আর সৈকতের ঢেউ গুলো অনেক সুন্দর হয়েছে।দেখে মনে হচ্ছে যেন আমি সমুদ্রে সৈকতে গিয়ে দেখতেছি।অনেক ধন্যবাদ আপু

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু, আপনার সবগুলো পেইন্টিং কোনটার চেয়ে কোনোটা কম নয়। আজকে একেবারেই সত্যি সত্যি পানির ঢেউয়ের মতো মনে হচ্ছে। কিভাবে এঁকেছেন তা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো আপু আজকের পেইন্টিং।

 2 years ago 

আপু আপনি নিজে অনেক ভালো পেইনটিং করেন। আর আপনার কাছে আমার পেইন্টিং টি ভালো লেগেছে এর জন্য সত্যিই আমি অনেক আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কমেন্টের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চিত্রাংকন সুন্দর হয়েছে। রং এর ব্যবহার সুন্দরভাবে করেছেন। স্টারফিশ গুলো সমুদ্র সৈকত এর উপর রয়েছে তাই আরো দৃষ্টিনন্দন হয়েছে । ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার আর্ট বলে কথা সমুদ্র সৈকতের পেইন্টিং এত সুন্দর হয়েছে কি আর বলব। আর পানি দেখে মনে হচ্ছে যে আসল পানি যেমন পানির উপর একটা ফেনা ফেনা তৈরি হয় ঠিক সে রকম তৈরি হয়েছে। আপনার আর্ট এর মাধ্যমে খুব সুন্দর ফুটিয়ে তুলতে পেরেছেন সমুদ্রের ঢেউ গুলো। খুবই চমৎকার লেগেছে আমার কাছে রঙ গুলো অসাধারণ হয়েছে ।আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার পেইন্টিং পোষ্টের এত সুন্দর করে প্রশংসা করার জন্য। এবং অনেক সুন্দর করে গুছিয়ে কমেন্ট করেছেন। আপনার কমেন্টটি পড়ে অনেক ভালো লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আজকেও অসম্ভব সুন্দর একটি পেইন্টিং করেছেন। অ্যাক্রলিক কালার দিয়ে পেইন্টিং করলে খুব সুন্দর হয়৷ আর আপনার এই পেইন্টিংটি একদমই ইউনিক হয়েছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

➡️ খুবই সুন্দর একটি পেইন্টিং করেছেন আপু আপনি। এটি দেখতে মনে হচ্ছে সত্যি কারের সমুদ্র সৈকতের ছবি। আপনি যে খুব ভালো একজন আর্টিস্ট তা বলার অবকাশ রাখে না। আপনার প্রত্যেকটি পেইন্টিং আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ভাবে বর্ণনাও করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি প্রশংসাজনক কমেন্ট করার জন্য। আপনার কমেন্টটি পড়ে বোঝা যাচ্ছে, পুরো পোস্টটি পড়ে অনেক সুন্দর করে গুছিয়ে কমেন্ট করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

পুরো ছবিটা দেখে মনে হচ্ছে আমি স্বপ্নে ওই সমুদ্র সৈকতের তীর ধরে হেটে চলেছি 🥰🥰। এতো এতো ভালো করে কিভাবে যে কাজ করেন আমি বুঝে পাইনা 🙄। সমুদ্রের জল এবং ঢেউ একদম বাস্তব রূপে ফুটে উঠেছে। ভালো কাজ অব্যাহত থাকুক দিদি 🤗🤗❤️

 2 years ago 

আপু প্রার্থনা করবেন যেন সবসময় এমন ভাল কাজ অব্যাহত রাখতে পারি। এবং এরকমই সুন্দর,কিউট কমেন্ট দিয়ে পাশে থাকবেন আশা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য অনেক ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.35
TRX 0.12
JST 0.040
BTC 70797.92
ETH 3553.00
USDT 1.00
SBD 4.76