পুরোনো দিনের একটি জানালার পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। এক সপ্তাহ এক দমই ভালোভাবে কাজ করতে পারিনি। প্রথমত ইউনিভার্সিটিতে মিড টার্ম পরীক্ষার খুব প্রেসার যাচ্ছিল। এবং আমি প্রচন্ড পরিমানে অসুস্থ ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। এখন আবহাওয়ার এমন একটি সময় চলছে যে কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়ছে। এই কারণে সবাই খুব সাবধানে চলাফেরার চেষ্টা করবেন। আমি এ সপ্তাহে এক্টিভ থেকে কাজ করার চেষ্টা করছি। আজকে একটি নতুন আর্ট পোস্ট শেয়ার করছি আপনাদের সাথে। চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।

310507705_831642014509996_2436884126597251301_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিলের সাহায্যে পাশাপাশি তিনটি বক্স অংকন করে নিলাম। মাঝখানের টি হবে জানালার অংশ। দুই পাশে জানালা বন্ধ করার অংশ। এবং উপরেও একটি বাঁকানো বক্স অঙ্কন করে নিলাম।


310790051_629277772212078_3374030029092263599_n.jpg


ধাপ - 2

এরপর জানালার ভেতর গ্রিল অংকন করে নিলাম। এবং দুই পাশের বন্ধ করার অংশ গুলোকে পুরানো তক্তা দিয়ে তৈরি বোঝানোর জন্য কিছু ডিজাইন করে নিলাম।


310736116_484745517028281_7121699265072782586_n.jpg


ধাপ - 3

এরপর জানালার বাড়তি অংশে একটি ফুলদানি এবং একটি বিড়াল অংকন করে নিলাম।
শুরু করলাম রঙের কাজ। জানালা বন্ধ করার অংশগুলোতে নীল রঙের জল রং ব্যবহার করলাম। এবং চারপাশে হালকা বাদামি কালারের জলরং ব্যবহার করলাম।

310706557_467597748734552_9193768685773921615_n.jpg311003658_460301466072352_1340029652798991427_n.jpg

ধাপ - 4

এরপর আশেপাশে গাছ পালার জন্য সবুজ কালারের জল রং ব্যবহার করলাম। ফুলদানিতে ও একটি গাছ বোঝানোর জন্য সবুজ কালারের জল রং ব্যবহার করলাম।


310990507_509953167274196_4304287170484222229_n.jpg


ধাপ - 5

এরপর শুরু করলাম গাঢ় করার কাজ। এই গাঢ় করার মাধ্যমেই প্রতিটি চিত্রাংকন অনেকটা বাস্তব রূপ পেয়ে থাকে। কালো মার্কার পেনের সাহায্যে পুরো চিত্রাঙ্কনটি গাঢ় কালো করে নিলাম। সেই সাথে দেয়ালের কিছু অংশ অংকন করে নিলাম। বিড়ালের চোখমুখ অংকন করে নিলাম।
এবং এভাবেই আমি আমার পেইন্টিংটি সম্পন্ন করলাম।

310647884_627595142331559_2272818161064656807_n.jpg310984754_633689431614662_972238027398968921_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
310507705_831642014509996_2436884126597251301_n.jpg310456227_587960066456675_2922634044214653443_n.jpg
310391796_842215190275773_5237485961081960623_n.jpg310636783_1132471114374841_38321378817994264_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং অক্টোবর ১০, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

জলরং দিয়ে আর্ট করার অনেক ইচ্ছা। কিন্তু সেটা করতে পারিনা। তবে আপনার জানালার পেইন্টিং অনেক সুন্দর হয়েছে আপু।
আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছে।
আপনার জন্য শুভকামনা রইল

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

আপু আপনি বেশ অসুস্থ ছিলেন শুনে বেশ খারাপ লাগলো । তবে সুস্থ হয়ে ফিরে এসেছেন শুনে ভালো লাগলো । আপনার পুরনো দিনের জানালা পেইন্টিংটি সত্যি অসাধারণ হয়েছে ।দারুন ভাবে অঙ্কন টি করেছেন । আপনি প্রতিটি স্টেপ খুব সুন্দর করে দেখিয়েছেন , যা দেখে খুব সহজেই বুঝতে পারছি কিভাবে অঙ্কন করেছেন । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

ধন্যবাদ আপু। দোয়া করবেন যাতে এভাবে সুস্থ থাকতে পারি সব সময়। আমার অসুস্থতার কারণটা আপনাদের বলার উদ্দেশ্য হলো যাতে আপনারা সাবধানে চলাফেরা করেন এবং সুস্থ থাকেন। আমার অংকনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যিই খুব খুশি হলাম। সব সময় চেষ্টা করব আপনাদের মাঝে এমনি ভাল কাজগুলো শেয়ার করে যাওয়ার।

 2 years ago 

আপনি অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে আমাদের সাথে পোস্ট শেয়ার করছেন দেখে ভাল লাগছে। আপনি ঠিক বলেছেন অনেকেই এই আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারছে না ফলে অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে চলেছে। আপনার পেন্সিল, জলরং আর মার্কার দিয়ে আকা পুরোনো দিনের জানালার পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। রঙের সিলেকশন এবং কম্বিনেশন খুবই ভাল ছিল। আপনার আকা জানালায় ফুলের টব আর বিড়ালের ছবি পুরনো বেপারটা আরও ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনাদের কমেন্টগুলো সত্যিই আমার ভালো কাজ করার প্রতি তাগিদ আরো বাড়িয়ে দেয়। চেষ্টা করব সব সময় ভালো ভালো কাজগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আবওহাওয়াটা বেশ খারাপ যাচ্ছে। কদিন আগে আমিও বেশ অসুস্থ ছিলাম। আশি নব্বই দশক বা তার ও আগের বাড়িগুলোতে সাধারণত এইধরনের জানালা দেখা যায়। আর্ট টা দারুণ করেছেন। একটা হুলো বসে রয়েছে জানালার ধারে হি হি।।

 2 years ago 

আপনারা আর্ট গুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আপনার অনেক দক্ষতা রয়েছে। আপনি দক্ষতার সাহায্যে অনেক সুন্দর সুন্দর আর্ট করে থাকেন। সত্যি আজকের আর্ট খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন আপনি। এরকম আর্ট আমার অনেক পছন্দের।

 2 years ago 

আপনি সত্যি বলেছেন এখন আবহাওয়া অনেক খারাপ প্রত্যেক মানুষ কম বেশি অসুস্থ। আমিও কিছুদিন যাবৎ অসুস্থ। তবে আপনি অনেক সুন্দর পুরোনো দিনের একটি জানালার পেইন্টিং করেছেন। দেখতে অসম্ভব ভালো লাগলো আমার। প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,এখন আবহাওয়া টা খুবই খারাপ যেকোনো সময় অসুস্থ হয়ে পরছে মানুষ।দিনে গরম পরছে রাতে আবার ঠান্ডা এই আবহাওয়ায় বিশেষ করে বাচ্চারা বেশি অসুস্থ হয়ে থাকে। আমার বাবু আজকে দু'দিন যাবত জ্বর সর্দি কাশিতে ভুগছে।যাইহোক পুরনো দিনের জানালার আর্ট টা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে।আপু, এর আগেও আপনার অনেক অংকন দেখেছি আপনি খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে অংকন করেন। আজকে অংকনটি কিন্তু তার ব্যতিক্রম হয়নি খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপু।।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু এই ঠান্ডা গরমের আবহাওয়ার কারণেই আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম। অনেক বেশি জ্বর, শরীর ব্যথা এবং গলা ব্যথা ছিল। কিন্তু এখন অনেকটাই সুস্থ আছি। আপনার বাচ্চাদের সাবধানে রাখবেন। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে যাবে। সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

আপনি তো খুবই চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। একে তো পরীক্ষা তার উপরে আবার অসুস্থ। যাক এখন কিছুটা সুস্থ হয়েছেন জেনে ভালো লাগলো। আসলে ঠিকই বলেছেন এখন পরিবেশটাই কেমন যেন সবাই কমবেশি অসুস্থ হচ্ছে। সুস্থ হওয়াতে এত সুন্দর একটি পেইন্টিং দেখতে পেলাম। কালো মার্কার পেন এর সাহায্যে পুরোটি কালার করার কারণে আরও বেশি চমৎকার লাগছে আর্টটি।

 2 years ago 

পুরোনো দিনের একটি জানালার পেইন্টিংটি চমৎকার হয়েছে। পেন্সিল, কাগজ, জলরং ও মার্কার পেন দিয়ে বেশ চমৎকারভাবে পেইন্টিংটি ফুটে উঠেছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য। ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার পেইন্টিং এর এত সুন্দর করে প্রশংসা করার জন্য। আমি চেষ্টা করেছি পেইন্টিং টি খুব সুন্দর ভাবে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার। আপনার মন্তব্য পড়ে মনে হচ্ছে কিছুটা হলেও এই কাজে আমি সফল হয়েছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 64535.04
ETH 3462.08
USDT 1.00
SBD 2.49