DIY - এসো নিজে করি : একটি বাচ্চা হাতির রঙিন চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি বাচ্চা হাতির রঙিন চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

263672568_643981563287358_3673733574471454827_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • ব্রাশ


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল দিয়ে বাচ্চা হাতিটির মুখমণ্ডল আঁকলাম। এবং পাশাপাশি হাতির যে শুঁড় থাকে সেটি আর্ট করলাম।


263173373_1351425428621204_6522282532005560403_n.jpg


ধাপ - 2

এরপর হাতিটির পুরো শরীরের বিভিন্ন অংশ যেমন চোখ, কান, লেজ , পা ইত্যাদি পেন্সিল দিয়ে আর্ট করল।


263263920_954459825478037_5773027760304211788_n.jpg
263116695_287995636572399_6664863145822494640_n.jpg


ধাপ - 3

এরপর শুরু করলাম রংয়ের কাজ প্রথমে পেন্সিল দিয়ে হাতির শরীরে হালকা ভাবে দাগ দিয়ে তারপর সেগুলো টিস্যু দিয়ে মুছে দিলাম যেন শরীরের অংশগুলো কিছুটা কাল বুঝা যায়। এরপর হাতিটির মুখমন্ডল এবং শুঁড়ের অংশের মধ্যে ছাই কালার দিয়ে রং করলাম।


263144256_365124735412981_7828043445785686005_n.jpg


ধাপ - 4

এরপর হাতির শরীরটি বিভিন্ন রং এর রং দিয়ে রাঙ্গিয়ে তুললাম। আমি এখানে বেশি গাড়ো রং ব্যবহার করিনি কারন হাতি দেখতে একটু মন্দা টাইপের তাই বেশি কালারফুল করলে ভালো লাগবেনা।


263042232_2267541123388063_1874698110707331633_n.jpg


ধাপ - 5

এরপর হাতির শুঁড় থেকে রং বের হচ্ছে এমন ভাবে রং করলাম।


263157506_610906940253431_5813054406584399440_n.jpg


ধাপ - 6

এরপর সেখানে বিভিন্ন রংয়ের রং করলাম যেন মনে হচ্ছে হাতির শুঁড় থেকে রংধনু বের হচ্ছে এবং হাতিটি রঙের খেলা খেলছে।


263177767_3059768484277383_3388372067728603690_n.jpg


ধাপ - 7

এরপর একটি ব্রাশ এর মাধ্যমে জল রং গুলো ছিটিয়ে দিলাম পেজের বিভিন্ন অংশে যেন দেখে মনে হচ্ছে হাতিটি রংগুলো ছিটিয়ে দিচ্ছে।


263149416_235417055367876_1519057502965015997_n.jpg


ধাপ - 8

এরপর হাতিটি যেখানে বসে ছিল তার সেই অংশটুকু পেন্সিল দিয়ে আর্ট করলাম তারপর রং করলাম। এভাবে আমি আমার রঙিন হাতিটি চিত্রাংকন সম্পন্ন করেছি।


262962779_879273639448558_8007021721752399057_n.jpg
262951392_273841224592501_4670774530669243829_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
262968708_973104976635267_4908864678423906285_n.jpg263185085_462598975286802_4484293109228320694_n.jpg
262951392_273841224592501_4670774530669243829_n.jpg263277529_1568115326867759_415627940843944166_n.jpg


আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


263715690_600505684591829_1852222059103363464_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ০৫ ডিসেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

বাহ দারুন তো !!!!
বিষয়টা খুব ভালো লাগছে!!!
আপনি খুব সুন্দর করে বাচ্চা হাতির চিত্র টি অঙ্কন করেছেন সেই সাথে সুন্দর পেইন্টিং করেছেন হাতিটির দেখতে অসাধারণ লাগছে । ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে সব সময় সুন্দর কাজগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

এটি একটি চতুর হাতির বাছুরের মতো দেখাচ্ছে আপনি খুব ভাল আঁকেন এটি বেশ চিত্তাকর্ষক দেখাচ্ছে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দক্ষতা উন্নত করতে থাকুন

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপি ছোট হাতি বাচ্চাটিকে চতুর হাতির বাছুর বলেছেন ব্যাপারটি অনেক ভালো লেগেছে।হিহিহি। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে স্বাগতম, ভাই. আপনি আমার মন্তব্য স্বাগত জানাই যে খুশি. আপনাকে স্বাগতম . আমার কাছ থেকে শুভেচ্ছা.

 3 years ago 

আপু আপনার অঙ্কন করা হতির চিত্রটি অনেক সুন্দর হয়েছে।হাতির চিত্রের চারপাশে জল রং ছিটিয়ে দেয়ায় আরো সুন্দর লাগছে।ধাপে ধাপে খুব সুন্দরভাবে অঙ্কন করার পদ্ধতিও দেখিয়েছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

জাস্ট অসাধারণ একটি বাচ্চা হাতির চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন আপু বাচ্চা হাতিটির দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে সত্যি বলতে আপনার হাতে অংকন এর জাদু আছে খুবই চমৎকার ভাবে আপনি বাচ্চা হাতির চিত্র অঙ্কন করেছেন প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন আপনার কাজ কে আমি সাধুবাদ জানাই এত সুন্দর একটি বাচ্চা হাতির দৃশ্য আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার কাছ থেকে পরবর্তীতে এই রকম চমৎকার চমৎকার অংকন আশা করব শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অবশ্যই ভাইয়া আমি চেষ্টা করব পরবর্তীতেও আপনাদেরকে চমৎকার পেইন্টিং উপহার দেওয়ার। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও রইলো অনেক শুভকামনা।

 3 years ago 

ছোট্ট হাতিটিকে দেখতে কি কিউট লাগছে আপু।হাতিটি চারিদিকে আবির ছিটাচ্ছে দেখে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যিই একটি হাতি বসে আছে অসাধারণ হয়েছে হাতিটি।আমার কাছে ছোট্ট হাতির লেজটা অনেক সুন্দর লেগেছে বোঝাই যাচ্ছে না যে এটি হাতে আঁকা লেজ মনে হচ্ছে সত্যি হাতির লেজ। খুব সুন্দর হয়েছে শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্টের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারন একটি পেইন্টিং। বাচ্চা হাতিটিকে দেখতে অনেক সুন্দর লাগছে। আর ওপরের কালার কম্বিনেশন গুলো অনেক সুন্দর করে করেছেন আপনি। বরাবরের মতই আপনার ড্রয়িং গুলো অসাধারণ হয়। খুব সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ড্রইং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করি সুন্দর কাজ আপনাদের উপহার দেওয়ায় সুন্দর উপস্থাপনার মাধ্যমে। এভাবে সব সময় পাশে থাকবেন সুন্দর কমেন্ট গুলো নিয়ে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনি একটি বাচ্চা হাতির রঙিন চিত্রাংকন করেছেন দারুন হয়েছে বাচ্চা হাতিটাকে দেখতে অনেক মিষ্টি দেখাচ্ছে। আমার তো ভিশন পছন্দ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া প্রত্যেকবার সুন্দর কমেন্ট গুলো করে আমার কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দেয়ার জন্য। আপনার জন্য ও রইলো অনেক শুভকামনা।

 3 years ago 

অনেক সুন্দর একটা চিত্র অংক করেছেন আপু। ফটো গুলো অনেক সুন্দর হয়েছে। কালার টা অনেক সুন্দর ভাবে করেছেন। প্রথকটি ধাপ ভাল ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভাইয়া আপনার কমেন্টটি অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমার মনে হয় আপনার বানানের প্রতি একটু মনোযোগ দেওয়া উচিত। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ঠিক আছে আপু

 3 years ago 

আপু আপনার বাচ্চা হাতির পেইন্টিংটি চমৎকার হয়েছে। আমার কাছে সব থেকে ভাল লেগেছে যে হাতিটি রং ছিটাচ্ছে । আপনি খুবই ইউনিক একটি আইডিয়া নিয়ে হাতিটি অঙ্কন করেছেন যা দেখতে ভালো লাগছে।ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি হাতির আর আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। সত্যি আপনাদের কমেন্ট গুলো আমার কাজ করার তাগিদ আরও বাড়িয়ে দেয়। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি আমাদের মাঝে এত সুন্দর সুন্দর চিত্র অঙ্কন উপস্থাপন করেন যা দেখে সত্যিই অবাক হয়ে যাই। এ কারণে আপনাকে চিত্র অঙ্কনের জাদুকর বলতে ইচ্ছে করে। সত্যিই অসাধারণ এবং অতুলনীয় একটি বাচ্চা হাতির রঙিন চিত্র অঙ্কন করেছেন যার চোখ জুড়ানোর মতো। আপনার এত সুন্দর চিত্র অংকন দেখে এতটা আনন্দ অনুভব করছি যা ভাষায় প্রকাশ করার মত নয়। আপনার প্রতি ভালোবাসা সীমাহীন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করব আপনার দেওয়া নামটির সম্মান রাখতে।"চিত্র অঙ্কনের জাদুকর"বাহ সত্যিই বেশ সুন্দর নাম। আপনার প্রতি রইলো অসংখ্য ভালবাসা এবং শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58083.18
ETH 2578.52
USDT 1.00
SBD 2.42