DIY - এসো নিজে করি : লাজুক খ্যাঁকের থ্রিডি জঙ্গল তৈরি || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আবারও নতুন একটি কাজ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানিয়েছি লাজুক খ্যাঁকের থ্রিডি জঙ্গল প্লাস্টিক উড ব্যবহার করে। আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য যার কারনে আজকে আমি এমন একটা কিছু বানিয়েছি আশা করছি আপনাদের সবার কাছে আমার এই থ্রিডি জঙ্গল ভালো লাগবে যেখানে আমি দুইটি লাজুক খ্যাঁক দিয়েছি।

257967540_224133453138856_6350883763519081919_n.jpg
উপকরণ:

257871020_409404270659466_7248150307029970215_n.jpg

  • পেন্সিল
  • সাদা এবং কালো প্লাস্টিক উড
  • স্কেল
  • এন্টি কাটার
  • সুপার গ্লু


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে এন্টিকাটার দিয়ে বক্স বানানোর জন্য প্লাস্টিক উডগুলো মাপমতো কেটে নিলাম।


257909375_2483690618427585_648370121396500055_n.jpg
258200363_421296119468046_9150780276663345959_n.jpg


ধাপ - 2

এরপর চারপাশে সুপার গ্লু লাগালাম তারপর কাটা অংশগুলোকে জায়গামতো বসিয়ে বক্স তৈরি করলাম।


257915979_1019830768799691_1143805412192018466_n.jpg
257901979_410192170588878_2215938471898846008_n.jpg


ধাপ - 3

এরপর কালো প্লাস্টিক উড এর মধ্যে পেন্সিল দিয়ে কিছু গাছ আঁকলাম।


257967816_614100720030695_2250147782246481334_n.jpg


ধাপ - 4

এরপর এন্টিকাটার দিয়ে গাছগুলো কেটে নিলাম। মনে রাখতে হবে যখন আপনারা টু এম এম এর প্লাস্টিক উড ব্যবহার করবেন তখন খুব সাবধানতার সাথে কাটতে হবে তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।


257927584_180406790946602_8303791663047976903_n.jpg
257978089_310162524051468_2892532899732868826_n.jpg


ধাপ - 5

এরপর লাজুক খ্যাঁকের চিত্রাঙ্গন করলাম প্লাস্টিক উড এর উপর।


257871022_1060800184459495_349123118853560578_n.jpg
258195647_665466404443390_6544868537943283252_n.jpg


ধাপ - 6

জঙ্গলের মধ্যে অনেক ধরনের ছোট ছোট ঝোপ থাকে এরপর সেগুলো পেন্সিল দিয়ে আর্ট করলাম। তারপর আর্ট করার সবকিছু এন্টিকাটার দিয়ে খুব সাবধানতার সাথে কেটে নিলাম।


257968650_4596935280426790_6376701960544400131_n.jpg
257900088_928735838036304_8294912300542242235_n.jpg


ধাপ - 7

এরপর বক্সের মধ্যে গাছগুলো সুপার গ্লু দিয়ে খুব সাবধানতার সাথে লাগিয়ে নিলাম।


258104002_417281266777007_5015283390126914186_n.jpg
258018045_911460569763385_2655277658533965063_n.jpg


ধাপ - 8

এরপর গ্লু দিয়ে খেকশিয়াল গুলো লাগালাম। এবং আরো অন্যান্য যেগুলো ছিল সবগুলো লাগালাম। তারপর বক্স এর উপরের অংশে দুটি লম্বা লম্বা অংশ লাগালাম যেন এটি দেখতে অনেকটা টিভির মতো মনে হয়।


257876310_427606392356500_1380631941346241290_n.jpg
257967793_2710070779296652_6512670598634713067_n.jpg



চূড়ান্ত পদক্ষেপ

257876312_1092559854897555_2388728764795029858_n.jpg

257967540_224133453138856_6350883763519081919_n.jpg

257943333_1047648699112204_8687957712960732464_n.jpg



আমার লাজুক খ্যাকের থ্রিডি জঙ্গল এর সাথে আমার ছবি

258893323_431307148570645_953744882199204812_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 20 নভেম্বর, 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপু লাজুক খ্যাঁকের থ্রিডি জঙ্গল এর আইডিয়াটি একদম ইউনিক হয়েছে। আপনি খুব সুন্দর করে বানিয়েছেন। দেখতে খুব চমৎকার লাগছে। তাছাড়া আপনি বানানোর পদ্ধতি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি আকর্ষণীয় ছিল। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আজকের কাজ টা যেন একটু বেশি ভালো লাগলো। এত ইউনিক আইডিয়া মাথায় আসে কি করে দিদি! কি সুক্ষ্ম ভাবে সব টা করলেন। আপনার যে কোন কাজের পিছনে যে একাগ্রতা আছে সেটা থেকে অনেক কিছু শেখার আছে সত্যি। অনেক ভালো থাকুন দিদি। ভালবাসা রইলো

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্টের জন্য। সত্যিই আপনার এই প্রশংসাজনক কমেন্ট গুলো আমাকে অনেক বেশি উৎসাহ দেয় এবং অনুপ্রাণিত করে। এভাবেই সব সময় পাশে থাকবেন আপু। আর আমাকে অনুপ্রাণিত করে যাবেন। আপনার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।

 2 years ago 

ওয়াও!!!!! জাস্ট অসাধারণ। লাজুক খ্যাঁকের থ্রিডি জঙ্গল এর মডেল টি আমার খুব বেশি পছন্দ হয়েছে আপু। খুব দারুণ ভাবে তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনার কাছে আমার লাজুক খ্যাকের থ্রিডি জঙ্গলটি এত ভালো লেগেছে তাই। আপনার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।

 2 years ago 

আপনার এক একটা কাজ এক এক রকমের আর এক এক ধরনের হয়। শুধুমাত্র এক কথায় বলতে গেলে বলতে হয় আপনি একজন মানুষ যে সবসময় কোয়ালিটি পোস্ট করেন যা সত্যিই আমার কাছে দারুন লাগে। আর আজকের আইডিয়াটি তো অনেক বেশি ইউনিক ছিলো। এ রকম আমি কখনো দেখিনি। আর হয়তো এসব দোকানে কিনতে গেলে অনেক অনেক টাকা লাগবে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। আপনাদের থেকেই শেখা এবং দারুন দারুন কাজ এবং কোয়ালিটি ফুল পোস্ট করা। আমি সত্যিই অনেক কৃতজ্ঞ আপনার এত সুন্দর কমেন্ট পেয়ে। সবসময় এভাবে পাশে থাকবেন আপু আমিও চেষ্টা করব ভালো কাজগুলো আপনাদের উপহার দেওয়ার। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

লাজুক খ্যাঁকের থ্রিডি জঙ্গল তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো এমন পোস্ট আগে কখনো দেখিনি আপনি বরাবরই ইউনিক কিছু তৈরী করেন। আমার অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনার প্রশংসা করতে হয় আপু আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য। আমি সবসময় চেষ্টা করব ভালো ভালো কাজ করে আপনাদের কাছ থেকে প্রশংসা কেড়ে নেওয়ার। অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

লাজুক খ‍্যাক এর থ্রি ডি জঙ্গল বিষয়টি খুবই দারুণ এবং ইউনিক বলা যায়।তবে আপু জঙ্গলে কয়েকটা থ্রিডি মুরগি রাখতে পারতেন। নাহলে আমাদের লাজুক খাবে কি।হাহাহাহা
খুবই ভাল হয়েছে থ্রি ডি জঙ্গলটা ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটি কার্যক্রম শেয়ার করার জন্য।

 2 years ago 

হিহিহিহি ব্যাপারটা অনেক মজার ছিল ভাইয়া। আমি তো হাসতে হাসতে শেষ আপনার মাথায় কিভাবে আসলো এটা। ঠিক আছে আপনার কথা নেক্সটাইম মাথায় রাখবো আর কয়েকটা থ্রিডি মুরগি ও দিয়ে দিব‌। ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং মজাদার মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 
সৃজনশীলতাই শক্তি
Amar_Bangla_Blog_logo_png.png

পুরো বিষয়টি আমি অবাক হয়ে দেখলাম। সৃজনশীলতায় ভরপুর একটি বিষয়। একদমই অসাধারণ। ভীষণ ভালো। আর কি বলবো খুঁজে পাচ্ছি না☺️ শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

☺️ কুরিয়ার চাই ☺️

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন যাতে এভাবে ভালো কাজগুলো করতে পারি সব সময়। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

 2 years ago 

থ্রিডি জঙ্গল বিষয়টি অন্যরকম সৃজনশীলতা। থ্রিডি জঙ্গল তৈরি তা তো অসম্ভব সুন্দর । পুরো বিষয়টা খুবই ভালো লাগলো। প্রতিনিয়ত এরকম নতুন নতুন সৃজনশীলতা দেখলে অনেক ভালো লাগে। এখানে এসে আসলেই আমরা আস্তে আস্তে সৃজনশীল হয়ে উঠেছি। অনেক ভালো লাগলো আপু আপনার আজকের থ্রিডি জঙ্গল তৈরি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে সব সময় এভাবে নতুন নতুন সৃজনশীলতার প্রকাশ আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমি ও আপনাদের কাজ দেখে আস্তে আস্তে সৃজনশীল হয়ে উঠেছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ চমৎকার বানিয়েছেন আপু ।লাজুক খ্যাক এই জঙ্গলে ঢুকলে আর খুজে পাবোনা তো এমনা হয়েছে জঙ্গলটি ।ধাপে ধাপে খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করেছেন ধন্যবাদ আপু আপনাকে ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

লাজুক খ্যাঁকের থ্রিডি জঙ্গল তৈরি অসাধারণ হয়েছে আপু। আপনার হাতের কাজ আমার খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে আপনার দক্ষতা সব সময় আমাকে মুগ্ধ করে। আপনার আইডিয়া গুলো একদম ইউনিক। আপনার প্রতিটি কাজের মধ্যে নতুনত্ব রয়েছে যা আমার সবসময়ই ভাল লাগে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। কাজের মধ্যে নতুনত্ব আনা তো আপনাদের কাছ থেকেই শেখা। সত্যি বলতে কমিউনিটি থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমি সব সময় চেষ্টা করব আমার কাজের মধ্যে এই নতুনত্ব টা বজায় রাখার। অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 63585.64
ETH 3035.86
USDT 1.00
SBD 3.84